ঢাকা: ক্রিকেট তাঁদের কাছে ধ্যান–জ্ঞান, ভালোবাসা–আবেগ আর পেশা। এই ক্রিকেটের কারণেই কখনো কখনো যদি ক্রিকেটারদের মৃত্যু হুমকি পেতে হয়—কেমন লাগবে বলুন! এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিলেন ফাফ ডু প্লেসিস।
ঘটনা ২০১১ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯ রানে হারের পর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন ডু প্লেসি! সেবার সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর পরিবারের সদস্যদের হেনস্তার স্বীকার হতে হয়েছিল।
১১ বছর পর ইএসপিএন ক্রিকেটকে এক সাক্ষাৎকারে পুরোনো সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলেছেন ডু প্লেসি, ‘ওই ম্যাচের পর মৃত্যুর হুমকি পেয়েছিলাম! আমার স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছিল! সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই আমাদের বিব্রতকর পরিস্থিতির স্বীকার হতে হতো। খুব আক্রমণাত্মক কিছু ব্যাপার ছিল। সেগুলো আমি আর এখন বলতে চাই না।’
ডু প্লেসির সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা তাঁর সাধারণ জীবনযাপন ব্যাহত করেছিল। দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক বলেছেন, ‘এসব ঘটনা আপনাকে আত্মকেন্দ্রিক করে ফেলবে। আপনার চারপাশের জায়গাটা ছোট করে দেবে। এমন ঘটনা আমাদের গণ্ডিটা ছোট করে দিতে বাধ্য করেছিল। যেকোনো খেলোয়াড়ের জন্যই এমনটা হবে।’
২০১১ বিশ্বকাপের যে ম্যাচকে কেন্দ্র করে ডু প্লেসির সঙ্গে এমন ঘটনা ঘটেছিল সেই ম্যাচে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছিল ডু প্লেসির ব্যাট থেকেই। ২২২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। একটা সময় অবশ্য মনে হচ্ছিল, ম্যাচটা দক্ষিণ আফ্রিকাই জিতবে।
১২১ রানে চতুর্থ উইকেট হারানোর পর উইকেটে আসা ডু প্লেসিস এক পাশ আগলে রাখলেও বাকি ব্যাটসম্যানদের কেউই থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত ১৭২ রানে অল আউট হলে কোয়ার্টার ফাইনালেই থেমে যায় প্রোটিয়াদের বিশ্বকাপ অভিযান। দলের এই হারে যে সবচেয়ে বড় খেসারত দিতে হয়েছিল ডু প্লেসিকেই, সেটা এখন তাঁর মন্তব্যেই পরিষ্কার।
ঢাকা: ক্রিকেট তাঁদের কাছে ধ্যান–জ্ঞান, ভালোবাসা–আবেগ আর পেশা। এই ক্রিকেটের কারণেই কখনো কখনো যদি ক্রিকেটারদের মৃত্যু হুমকি পেতে হয়—কেমন লাগবে বলুন! এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিলেন ফাফ ডু প্লেসিস।
ঘটনা ২০১১ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯ রানে হারের পর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন ডু প্লেসি! সেবার সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর পরিবারের সদস্যদের হেনস্তার স্বীকার হতে হয়েছিল।
১১ বছর পর ইএসপিএন ক্রিকেটকে এক সাক্ষাৎকারে পুরোনো সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলেছেন ডু প্লেসি, ‘ওই ম্যাচের পর মৃত্যুর হুমকি পেয়েছিলাম! আমার স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছিল! সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই আমাদের বিব্রতকর পরিস্থিতির স্বীকার হতে হতো। খুব আক্রমণাত্মক কিছু ব্যাপার ছিল। সেগুলো আমি আর এখন বলতে চাই না।’
ডু প্লেসির সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা তাঁর সাধারণ জীবনযাপন ব্যাহত করেছিল। দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক বলেছেন, ‘এসব ঘটনা আপনাকে আত্মকেন্দ্রিক করে ফেলবে। আপনার চারপাশের জায়গাটা ছোট করে দেবে। এমন ঘটনা আমাদের গণ্ডিটা ছোট করে দিতে বাধ্য করেছিল। যেকোনো খেলোয়াড়ের জন্যই এমনটা হবে।’
২০১১ বিশ্বকাপের যে ম্যাচকে কেন্দ্র করে ডু প্লেসির সঙ্গে এমন ঘটনা ঘটেছিল সেই ম্যাচে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছিল ডু প্লেসির ব্যাট থেকেই। ২২২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। একটা সময় অবশ্য মনে হচ্ছিল, ম্যাচটা দক্ষিণ আফ্রিকাই জিতবে।
১২১ রানে চতুর্থ উইকেট হারানোর পর উইকেটে আসা ডু প্লেসিস এক পাশ আগলে রাখলেও বাকি ব্যাটসম্যানদের কেউই থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত ১৭২ রানে অল আউট হলে কোয়ার্টার ফাইনালেই থেমে যায় প্রোটিয়াদের বিশ্বকাপ অভিযান। দলের এই হারে যে সবচেয়ে বড় খেসারত দিতে হয়েছিল ডু প্লেসিকেই, সেটা এখন তাঁর মন্তব্যেই পরিষ্কার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫