টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই যুক্তরাষ্ট্রে শুরু হবে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। ৪ জুলাই শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে এবার খেলবেন সাকিব আল হাসান।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে টুর্নামেন্ট মাতাবেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি অলরাউন্ডারের খেলার বিষয়টি নিশ্চিত করেছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। দলটি লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের ২০২৪ মেজর লিগ ক্রিকেটের টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন। শিগগির দেখা হচ্ছে সাকিব।’
সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে নিয়েছে লস অ্যাঞ্জেলেস। প্রথমবারের মতো সুযোগ পাওয়া এই টুর্নামেন্টে দলে সতীর্থ হিসেবে পাবেন গত আসরে খেলা আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জেসন রয়দের। ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দেওয়ায় অনেকটা পুরোনো ডেরায় ফিরেছেন তিনি। কেননা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েই ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
২০১১ থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলে কলকাতার হয়ে খেলেছেন সাকিব। পরে অবশ্য ২০১৭-১৮ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন তিনি। ২০২১ সালে অবশ্য পুনরায় কলকাতায় যোগ দেন তিনি। তবে সবশেষ তিন আসরে কোনো দলের হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।
আইপিএলের হয়ে সাকিবের খেলার স্মৃতিই নিজেদের বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে লস অ্যাঞ্জেলেস। তারা লিখেছে, ‘সাকিব, অবশ্যই নাইট রাইডার্সের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ২০১২ ও ২০১৪ সালের শিরোপা জয়সহ বিভিন্ন সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই জুলাইয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জার্সিতে তাঁকে দেখার অপেক্ষা আর সইছে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই যুক্তরাষ্ট্রে শুরু হবে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। ৪ জুলাই শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে এবার খেলবেন সাকিব আল হাসান।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে টুর্নামেন্ট মাতাবেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি অলরাউন্ডারের খেলার বিষয়টি নিশ্চিত করেছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। দলটি লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের ২০২৪ মেজর লিগ ক্রিকেটের টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন। শিগগির দেখা হচ্ছে সাকিব।’
সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে নিয়েছে লস অ্যাঞ্জেলেস। প্রথমবারের মতো সুযোগ পাওয়া এই টুর্নামেন্টে দলে সতীর্থ হিসেবে পাবেন গত আসরে খেলা আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জেসন রয়দের। ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দেওয়ায় অনেকটা পুরোনো ডেরায় ফিরেছেন তিনি। কেননা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েই ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
২০১১ থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলে কলকাতার হয়ে খেলেছেন সাকিব। পরে অবশ্য ২০১৭-১৮ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন তিনি। ২০২১ সালে অবশ্য পুনরায় কলকাতায় যোগ দেন তিনি। তবে সবশেষ তিন আসরে কোনো দলের হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।
আইপিএলের হয়ে সাকিবের খেলার স্মৃতিই নিজেদের বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে লস অ্যাঞ্জেলেস। তারা লিখেছে, ‘সাকিব, অবশ্যই নাইট রাইডার্সের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ২০১২ ও ২০১৪ সালের শিরোপা জয়সহ বিভিন্ন সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই জুলাইয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জার্সিতে তাঁকে দেখার অপেক্ষা আর সইছে না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫