নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডারবান টেস্টে আম্পায়ারিং নিয়ে কম বিতর্ক হয়নি। একই সঙ্গে বাংলাদেশের রিভিউ নেওয়ার দুর্বলতাও আরও স্পষ্ট হয়েছে সিরিজের প্রথম টেস্টে। পোর্ট এলিজাবেথ টেস্টও যেন এ দুই ঘটনা থেকে মুক্তি পাচ্ছে না। আজ শুরু সিরিজের শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে স্বাগতিকেরা।
পেসার খালেদ আহমেদের সঙ্গে এক প্রান্ত থেকে বোলিং শুরু করেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে নতুন বল হাতে একজন স্পিনার—দক্ষিণ আফ্রিকায় এমন ঘটনা ঘটল ৮৬ বছর পর। তবে মিরাজ নন, ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পেতে পারতেন খালেদ। সেটা হয়নি শুরুতে আম্পায়ারিং বিতর্ক আর বাংলাদেশের রিভিউ নেওয়ার দুর্বলতার কথা বলা হচ্ছিল সে কারণে।
ওই ওভারের চতুর্থ বলে প্রোটিয়া ওপেনার সারেল এরউইয়ের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করেন খালেদ। তাতে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেবে কী নেবে না এই দোটানায় রিভিউর নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে সেটা নিতে পারেনি বাংলাদেশ। তবে টিভি রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে আউট হতেন সারেল। ৪ রানে ‘জীবন’ পাওয়া এই প্রোটিয়া ওপেনার পরে আউট হন ২৪ রান করে। বোলার খালেদ।
ততক্ষণে ওপেনিং জুটি থেকে ৫২ রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। সঙ্গী হারালেও অন্য প্রান্তে অনেকটা ওয়ানডে গতিতে রান করেছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। প্রথম টেস্টের দুই ইনিংসে ফিফটি করা এলগার এই ইনিংসেও ফিফটি ছুঁয়েছেন। ৮০ বলে ৮ চারে ৫৯ রান করে লাঞ্চে গেছেন তিনি। তাঁর সঙ্গী কেগান পিটারসেন অপরাজিত আছেন ২৪ রানে। দুজনের জুটি থেকে এসেছে ৫৫ রান।
প্রথম সেশনে সুবিধা করতে পারেননি দুই পেসার খালেদ আর ইবাদত। দুজনেই চারের ওপরে রান দিয়েছেন। একই অবস্থা অফ স্পিনার মেহেদীর। ৭ ওভারে ৪.৬০ ইকোনমিতে ৩২ রান দিয়েছেন তিনি। প্রথম সেশন শেষে প্রোটিয়ারা বড় স্কোরের পথে আছে বলাই যায়।
ডারবান টেস্টে আম্পায়ারিং নিয়ে কম বিতর্ক হয়নি। একই সঙ্গে বাংলাদেশের রিভিউ নেওয়ার দুর্বলতাও আরও স্পষ্ট হয়েছে সিরিজের প্রথম টেস্টে। পোর্ট এলিজাবেথ টেস্টও যেন এ দুই ঘটনা থেকে মুক্তি পাচ্ছে না। আজ শুরু সিরিজের শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে স্বাগতিকেরা।
পেসার খালেদ আহমেদের সঙ্গে এক প্রান্ত থেকে বোলিং শুরু করেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে নতুন বল হাতে একজন স্পিনার—দক্ষিণ আফ্রিকায় এমন ঘটনা ঘটল ৮৬ বছর পর। তবে মিরাজ নন, ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পেতে পারতেন খালেদ। সেটা হয়নি শুরুতে আম্পায়ারিং বিতর্ক আর বাংলাদেশের রিভিউ নেওয়ার দুর্বলতার কথা বলা হচ্ছিল সে কারণে।
ওই ওভারের চতুর্থ বলে প্রোটিয়া ওপেনার সারেল এরউইয়ের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করেন খালেদ। তাতে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেবে কী নেবে না এই দোটানায় রিভিউর নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে সেটা নিতে পারেনি বাংলাদেশ। তবে টিভি রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে আউট হতেন সারেল। ৪ রানে ‘জীবন’ পাওয়া এই প্রোটিয়া ওপেনার পরে আউট হন ২৪ রান করে। বোলার খালেদ।
ততক্ষণে ওপেনিং জুটি থেকে ৫২ রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। সঙ্গী হারালেও অন্য প্রান্তে অনেকটা ওয়ানডে গতিতে রান করেছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। প্রথম টেস্টের দুই ইনিংসে ফিফটি করা এলগার এই ইনিংসেও ফিফটি ছুঁয়েছেন। ৮০ বলে ৮ চারে ৫৯ রান করে লাঞ্চে গেছেন তিনি। তাঁর সঙ্গী কেগান পিটারসেন অপরাজিত আছেন ২৪ রানে। দুজনের জুটি থেকে এসেছে ৫৫ রান।
প্রথম সেশনে সুবিধা করতে পারেননি দুই পেসার খালেদ আর ইবাদত। দুজনেই চারের ওপরে রান দিয়েছেন। একই অবস্থা অফ স্পিনার মেহেদীর। ৭ ওভারে ৪.৬০ ইকোনমিতে ৩২ রান দিয়েছেন তিনি। প্রথম সেশন শেষে প্রোটিয়ারা বড় স্কোরের পথে আছে বলাই যায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে