কথায় আছে, মনের জোরে সবই সম্ভব। জো রুটও সেই জোর দেখাতে চান জো। ২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে চান। নিজের অবসর নেওয়ার বিষয়ে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
বিশ্বকাপ শেষেই নতুন বসন্তে পা দেবেন রুট। বয়স ৩২ বেড়ে ৩৩ হবে। বয়স বেড়ে যাওয়ায় তাই ইংল্যান্ড ব্যাটারের অবসর নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই ধারণা করছেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।
তবে অন্যদের আলোচনায় কান দিচ্ছেন না রুট। সরাসরি না বললেও আকার–ইঙ্গিতে আগামী বিশ্বকাপের কথা খেলার ইচ্ছাই প্রকাশ করেছেন তিনি। বিশ্বকাপ শেষে ব্যাট–প্যাড তুলে রাখবেন কিনা এমন প্রশ্নের উত্তরে সর্বশেষ বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘না, সামনে আরও খেলতে চাই। এখনো ৪ বছর খেলতে ভালোবাসি। দৃশ্যগুলো চিরতরে পরিবর্তিত হয়। তবে নিজেকে সেখানে দেখতে পারি না। যথেষ্ট ভালো না হলে এমনটা বলতাম না।’
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন রুট। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই ফিফটি করেছেন তিনি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারলেও ৭৭ রানে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেছেন ৮২ রান। আফগানিস্তানের বিপক্ষে আজ অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার আগে ১১ রান করেছেন।
কথায় আছে, মনের জোরে সবই সম্ভব। জো রুটও সেই জোর দেখাতে চান জো। ২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে চান। নিজের অবসর নেওয়ার বিষয়ে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
বিশ্বকাপ শেষেই নতুন বসন্তে পা দেবেন রুট। বয়স ৩২ বেড়ে ৩৩ হবে। বয়স বেড়ে যাওয়ায় তাই ইংল্যান্ড ব্যাটারের অবসর নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই ধারণা করছেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।
তবে অন্যদের আলোচনায় কান দিচ্ছেন না রুট। সরাসরি না বললেও আকার–ইঙ্গিতে আগামী বিশ্বকাপের কথা খেলার ইচ্ছাই প্রকাশ করেছেন তিনি। বিশ্বকাপ শেষে ব্যাট–প্যাড তুলে রাখবেন কিনা এমন প্রশ্নের উত্তরে সর্বশেষ বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘না, সামনে আরও খেলতে চাই। এখনো ৪ বছর খেলতে ভালোবাসি। দৃশ্যগুলো চিরতরে পরিবর্তিত হয়। তবে নিজেকে সেখানে দেখতে পারি না। যথেষ্ট ভালো না হলে এমনটা বলতাম না।’
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন রুট। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই ফিফটি করেছেন তিনি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারলেও ৭৭ রানে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেছেন ৮২ রান। আফগানিস্তানের বিপক্ষে আজ অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার আগে ১১ রান করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫