ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। জানা গেল, মার্কিন মুলুকে সীমিত ওভারের এই বিশ্ব আসর শুরু হবে ২০২৪ সালের ৪ জুন, চলবে ৩০ জুন পর্যন্ত।
আনুষ্ঠানিকভাবে আগামী বিশ্বকাপের সূচি ঘোষণা এখনো দেয়নি ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই সম্ভাব্য সূচি জানিয়েছে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। ২০১০ সালে এই বিশ্বকাপের তৃতীয় সংস্করণে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবার প্রতিবেশী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে নবম সংস্করণের স্বাগতিক উইন্ডিজ।
ক্রিকইনফোর প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বকাপের ম্যাচ হবে ১০টি ভেন্যুতে। যুক্তরাষ্ট্রের ভেন্যুর মধ্যে তালিকায় আছে ফ্লোরিডা, মরিসভিলে, ডালাস ও নিউইয়র্ক। আইসিসির পরিদর্শক দল এই সপ্তাহের মধ্যে এসব ভেন্যু পরিদর্শন করতে পারে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ফ্লোরিডার লাওডারহিলে ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাচও হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার চলমান সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটিও হতে পারে সেখানে।
মরিসভিলে ও ডালাসে হচ্ছে মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণও। অবশ্য ডালাসের প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক ও নিউইয়র্কের কোর্টল্যান্ড পার্ক এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি। জানা গেছে, কয়েক মাসের মধ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) ও যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএএসএসি) সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।
ওয়ানডে বিশ্বকাপে জায়গা না হলেও এ সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। গতকাল আঞ্চলিক বাছাইপর্বের সাঁকো পেরিয়ে তাদের সঙ্গী হয়েছে পাপুয়া নিউগিনি। ওশেনিয়ার দ্বীপরাষ্ট্রটি ইস্ট এশিয়া-প্যাসিফিক বাছাইপর্বের শীর্ষ স্থান নিশ্চিত করেছে মালয়েশিয়াকে হারিয়ে। আর ইউরোপ অঞ্চলের বাছাইয়ের শীর্ষ দুই দল হিসেবে বিশ্বকাপে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে এক দল, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের বাছাই থেকে দুটি করে বিশ্বকাপের টিকিট পাবে। আগামী মাসেই জানা যাবে, এসব অঞ্চল থেকে কারা বিশ্বকাপে খেলবে।
আঞ্চলিক বাছাইয়ের আগেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে ২০২৪ বিশ্বকাপ নিশ্চিত করেছে ১২ দল। তাদের মধ্যে আছে স্বাগতিক দুই দেশও। ২০২৪ বিশ্বকাপের ফরম্যাটেও আসতে পারে পরিবর্তন। ২০২২-২১ মৌসুমে সংযুক্ত আরব আমিরাত ও ২০২২ সালে অস্ট্রেলিয়াও যে পদ্ধতিতে খেলা হয়েছে, তাতে ভিন্নতা আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে। গত দুই সংস্করণে প্রথম রাউন্ডের পর শুরু হয় সুপার টুয়েলভ। হবে এবার ২০ দলকে ভাগ করা হবে চার গ্রুপে। প্রথম রাউন্ড থেকে প্রত্যেক গ্রুপের দুই দল জায়গা করে নেবে সুপার-৮-এ। এই আট দলকে আবার ভাগ করা হবে দুই গ্রুপে। এখান থেকে দুই গ্রুপের দুই শীর্ষ দল যাবে সেমিফাইনালে।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। জানা গেল, মার্কিন মুলুকে সীমিত ওভারের এই বিশ্ব আসর শুরু হবে ২০২৪ সালের ৪ জুন, চলবে ৩০ জুন পর্যন্ত।
আনুষ্ঠানিকভাবে আগামী বিশ্বকাপের সূচি ঘোষণা এখনো দেয়নি ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই সম্ভাব্য সূচি জানিয়েছে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। ২০১০ সালে এই বিশ্বকাপের তৃতীয় সংস্করণে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবার প্রতিবেশী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে নবম সংস্করণের স্বাগতিক উইন্ডিজ।
ক্রিকইনফোর প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বকাপের ম্যাচ হবে ১০টি ভেন্যুতে। যুক্তরাষ্ট্রের ভেন্যুর মধ্যে তালিকায় আছে ফ্লোরিডা, মরিসভিলে, ডালাস ও নিউইয়র্ক। আইসিসির পরিদর্শক দল এই সপ্তাহের মধ্যে এসব ভেন্যু পরিদর্শন করতে পারে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ফ্লোরিডার লাওডারহিলে ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাচও হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার চলমান সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটিও হতে পারে সেখানে।
মরিসভিলে ও ডালাসে হচ্ছে মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণও। অবশ্য ডালাসের প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক ও নিউইয়র্কের কোর্টল্যান্ড পার্ক এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি। জানা গেছে, কয়েক মাসের মধ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) ও যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএএসএসি) সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।
ওয়ানডে বিশ্বকাপে জায়গা না হলেও এ সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। গতকাল আঞ্চলিক বাছাইপর্বের সাঁকো পেরিয়ে তাদের সঙ্গী হয়েছে পাপুয়া নিউগিনি। ওশেনিয়ার দ্বীপরাষ্ট্রটি ইস্ট এশিয়া-প্যাসিফিক বাছাইপর্বের শীর্ষ স্থান নিশ্চিত করেছে মালয়েশিয়াকে হারিয়ে। আর ইউরোপ অঞ্চলের বাছাইয়ের শীর্ষ দুই দল হিসেবে বিশ্বকাপে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে এক দল, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের বাছাই থেকে দুটি করে বিশ্বকাপের টিকিট পাবে। আগামী মাসেই জানা যাবে, এসব অঞ্চল থেকে কারা বিশ্বকাপে খেলবে।
আঞ্চলিক বাছাইয়ের আগেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে ২০২৪ বিশ্বকাপ নিশ্চিত করেছে ১২ দল। তাদের মধ্যে আছে স্বাগতিক দুই দেশও। ২০২৪ বিশ্বকাপের ফরম্যাটেও আসতে পারে পরিবর্তন। ২০২২-২১ মৌসুমে সংযুক্ত আরব আমিরাত ও ২০২২ সালে অস্ট্রেলিয়াও যে পদ্ধতিতে খেলা হয়েছে, তাতে ভিন্নতা আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে। গত দুই সংস্করণে প্রথম রাউন্ডের পর শুরু হয় সুপার টুয়েলভ। হবে এবার ২০ দলকে ভাগ করা হবে চার গ্রুপে। প্রথম রাউন্ড থেকে প্রত্যেক গ্রুপের দুই দল জায়গা করে নেবে সুপার-৮-এ। এই আট দলকে আবার ভাগ করা হবে দুই গ্রুপে। এখান থেকে দুই গ্রুপের দুই শীর্ষ দল যাবে সেমিফাইনালে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে