Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় পড়া ব্যক্তিকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন শামি 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৬: ৩৫
সড়ক দুর্ঘটনায় পড়া ব্যক্তিকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন শামি 

দুর্দান্ত বোলিংয়ে ২০২৩ বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়েছেন মোহাম্মদ শামি। রেকর্ড গড়া শামিকে প্রশংসায় ভাসিয়েছিলেন ক্রিকেট বিশ্লেষক থেকে নেটিজেনরা সবাই। শামি এবার মুগ্ধতা ছড়িয়েছেন মাঠের বাইরের এক কাজেও। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন এক ব্যক্তিকে। 

উত্তরাখন্ডের নৈনিতালে এক ব্যক্তি ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুর্ঘটনার শিকার ব্যক্তির গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। শামির সামনেই ঘটেছে এই ঘটনা। সেই ব্যক্তিকে ভারতীয় পেসারসহ কয়েকজন বের করে এনেছেন। এরপর শামি দুর্ঘটনাকবলিত ব্যক্তির হাতে ব্যান্ডেজ পরিয়ে দিয়েছেন। দুর্ঘটনা থেকে ব্যক্তিকে বাঁচানোর ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। সেই ব্যক্তিকে বাঁচিয়ে শামির মধ্যে দেখা গেছে স্বস্তি। ইনস্টাগ্রামে ভারতীয় পেসার লিখেছেন, ‘তিনি খুবই ভাগ্যবান। সৃষ্টিকর্তা তাঁকে দ্বিতীয় জীবন দিয়েছেন। তাঁর গাড়ি নৈনিতালের পাহাড়ি রাস্তা থেকে পড়ে যায়। আমার সামনেই তা ঘটেছে। তাঁকে আমরা নিরাপদেই গাড়ি থেকে বের করতে পেরেছি। কাউকে বাঁচাতে পেরে আমি খুব খুশি।’ 

এমন ঘটনা শামি ইনস্টাগ্রামে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলতে থাকে প্রশংসার বন্যা। শামির পোস্টে কেউ একজন মন্তব্য করেছেন, ‘শামিকে কারও উইকেট বাঁচাতে দেখলাম।’ কেউ কেউ এটাকে শামির এবারের বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে তুলনা করেছেন। তাঁদের একজন লিখেছেন, ‘ভারতীয় দলকে মাঠে বাঁচিয়েছেন। এবার বাঁচালেন ভারতীয় নাগরিককে।’ কেউ একজন লিখেছেন, ‘আপনার প্রতি সম্মান।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয় ভারতের। এরপর ২৩ নভেম্বর থেকে শুরু হয় দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শামিসহ ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিশ্রামে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত