অবাস্তব সমীকরণ মেলাতে পারলে পাকিস্তান, আফগানিস্তানের কোনো এক দল উঠে যেত সেমিফাইনালে। তবে কোনো দলই তা করতে পারেনি। সেমিফাইনালে না উঠতে পারলেও পয়েন্ট টেবিলে আফগানিস্তানের চেয়ে ওপরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে পাকিস্তান। তবে ওয়াসিম আকরাম, শোয়েব মালিকরা পয়েন্ট টেবিল বিবেচনায় নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের পারফরম্যান্সের বিচার-বিশ্লেষণ করছেন না।
পাকিস্তান ও আফগানিস্তান দুই দলের বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুই রকম। নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। এরপর টানা চার ম্যাচ হেরে যায় বাবর আজমের দল। বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকে। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে বাজে ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আফগানিস্তান। এরপর ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম অঘটন ঘটায় আফগানরা। ইংল্যান্ডের পর দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে হাশমাতুল্লাহ শাহিদির আফগানিস্তান। নেদারল্যান্ডসকেও হারিয়ে দেয় হেসেখেলে।
৯ ম্যাচ খেলে ৪টি করে জিতে পাকিস্তান ও আফগানিস্তান দুই দলই ৮ পয়েন্ট পেয়েছে। -০.১৯৯ ও -০.৩৩৬ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে থেকে শেষ করেছে পাকিস্তানি ও আফগানরা। দুটি দলই নিজেদের শেষ ম্যাচ হেরেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে আফগানরা হেরেছে ৫ উইকেটে। আর গতকাল ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরেছে পাকিস্তান। এবারের বিশ্বকাপে পাকিস্তান অধিনায়ক বাবর আজম করেছেন ৩২০ রান। তাঁর চেয়ে বেশি রান করেছেন দুই আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান (৩৭৬) ও আজমতুল্লাহ ওমরজাই (৩৫৩)। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ নিয়মিত উইকেট পেলেও মুক্ত হস্তে রান দিয়েছেন। এ স্পোর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে মালিক বলেন, ‘আফগানিস্তান আমাদের চেয়ে দারুণ ক্রিকেট খেলেছে। আমার মতে, যদি শুধু এই বিশ্বকাপ নিয়ে কথা বলি, তাহলে বলতেই হচ্ছে, আমাদের চেয়ে আফগানরা অনেক ভালো ক্রিকেট খেলেছে।’
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলে পাকিস্তান এ বছর খেলেছে ৩৯ ম্যাচ। অন্যদিকে আফগানরা খেলেছে ৩২ ম্যাচ। বেশি ম্যাচ খেলায় খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি ভর করেছে বলে মনে করেন আকরাম। পাকিস্তানের ফিল্ডাররা এবারের বিশ্বকাপে অনেক সহজ ক্যাচ ছেড়েছেন, যার মধ্যে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ মিড অনে ছেড়েছেন পাকিস্তানি ফিল্ডার উসামা মীর। এ ছাড়া অনেক রান তাঁরা (পাকিস্তানি ফিল্ডাররা) বাঁচাতে পারেননি। আকরাম বলেন, ‘আফগানদের বেশ শক্তিশালী মনে হয়েছে। আমাদের ছেলেদের হয়তো ক্লান্তি ঘিরে ধরেছে। কারণ তারা বেশি ম্যাচ খেলেছে। নিঃসন্দেহে আফগানরা পাকিস্তানের চেয়ে ভালো খেলেছে।’
অবাস্তব সমীকরণ মেলাতে পারলে পাকিস্তান, আফগানিস্তানের কোনো এক দল উঠে যেত সেমিফাইনালে। তবে কোনো দলই তা করতে পারেনি। সেমিফাইনালে না উঠতে পারলেও পয়েন্ট টেবিলে আফগানিস্তানের চেয়ে ওপরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে পাকিস্তান। তবে ওয়াসিম আকরাম, শোয়েব মালিকরা পয়েন্ট টেবিল বিবেচনায় নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের পারফরম্যান্সের বিচার-বিশ্লেষণ করছেন না।
পাকিস্তান ও আফগানিস্তান দুই দলের বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুই রকম। নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। এরপর টানা চার ম্যাচ হেরে যায় বাবর আজমের দল। বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকে। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে বাজে ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আফগানিস্তান। এরপর ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম অঘটন ঘটায় আফগানরা। ইংল্যান্ডের পর দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে হাশমাতুল্লাহ শাহিদির আফগানিস্তান। নেদারল্যান্ডসকেও হারিয়ে দেয় হেসেখেলে।
৯ ম্যাচ খেলে ৪টি করে জিতে পাকিস্তান ও আফগানিস্তান দুই দলই ৮ পয়েন্ট পেয়েছে। -০.১৯৯ ও -০.৩৩৬ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে থেকে শেষ করেছে পাকিস্তানি ও আফগানরা। দুটি দলই নিজেদের শেষ ম্যাচ হেরেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে আফগানরা হেরেছে ৫ উইকেটে। আর গতকাল ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরেছে পাকিস্তান। এবারের বিশ্বকাপে পাকিস্তান অধিনায়ক বাবর আজম করেছেন ৩২০ রান। তাঁর চেয়ে বেশি রান করেছেন দুই আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান (৩৭৬) ও আজমতুল্লাহ ওমরজাই (৩৫৩)। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ নিয়মিত উইকেট পেলেও মুক্ত হস্তে রান দিয়েছেন। এ স্পোর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে মালিক বলেন, ‘আফগানিস্তান আমাদের চেয়ে দারুণ ক্রিকেট খেলেছে। আমার মতে, যদি শুধু এই বিশ্বকাপ নিয়ে কথা বলি, তাহলে বলতেই হচ্ছে, আমাদের চেয়ে আফগানরা অনেক ভালো ক্রিকেট খেলেছে।’
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলে পাকিস্তান এ বছর খেলেছে ৩৯ ম্যাচ। অন্যদিকে আফগানরা খেলেছে ৩২ ম্যাচ। বেশি ম্যাচ খেলায় খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি ভর করেছে বলে মনে করেন আকরাম। পাকিস্তানের ফিল্ডাররা এবারের বিশ্বকাপে অনেক সহজ ক্যাচ ছেড়েছেন, যার মধ্যে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ মিড অনে ছেড়েছেন পাকিস্তানি ফিল্ডার উসামা মীর। এ ছাড়া অনেক রান তাঁরা (পাকিস্তানি ফিল্ডাররা) বাঁচাতে পারেননি। আকরাম বলেন, ‘আফগানদের বেশ শক্তিশালী মনে হয়েছে। আমাদের ছেলেদের হয়তো ক্লান্তি ঘিরে ধরেছে। কারণ তারা বেশি ম্যাচ খেলেছে। নিঃসন্দেহে আফগানরা পাকিস্তানের চেয়ে ভালো খেলেছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫