টুর্নামেন্ট হোক আর দ্বিপক্ষীয় সিরিজ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর লড়াই। যদিও এশিয়া কাপের প্রথম সাক্ষাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের শেষটা দেখা যায়নি। বেরসিক বৃষ্টিতে ক্যান্ডির ম্যাচটি ভেস্তে যাওয়ায়।
সেদিন ভেস্তে গেলেও আরেকটি রুদ্ধশ্বাস লড়াইয়ে নামার অপেক্ষায় ভারত-পাকিস্তান। আগামীকাল সেই লড়াইয়ে নামার আগে পাকিস্তানের বোলারদের বেশ সমীহ করছেন শুবমান গিল। প্রথম সাক্ষাতেও এমনই জানিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। তবে আজ একই সঙ্গে সমীহ করার কারণও জানিয়েছেন গিল।
দ্বিপক্ষীয় সিরিজ না হওয়াতেই পাকিস্তানের বোলারদের মোকাবিলা করতে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন গিল। মুখোমুখি কম হওয়ায় ম্যাচে পার্থক্যও গড়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের উদীয়মান ব্যাটার বলেছেন, ‘আপনি যখন এই স্তরে খেলছেন, নিশ্চয়ই তার আগে বাঁহাতি পেসারদের খেলতেন। কিন্তু অন্য দলের তুলনায় পাকিস্তানের বিপক্ষে তেমন ম্যাচ খেলি না। তাদের দুর্দান্ত বোলিং আক্রমণ আছে। যখন এমন বোলিং আক্রমণের বিপক্ষে খেলবেন না তখন বড় টুর্নামেন্টে তারা কিছুটা পার্থক্য তৈরি করে দেবে।’
সুপার ফোরের ম্যাচটিতে যে রোমাঞ্চকর হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের দুর্দান্ত লড়াই। সর্বশেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও সেদিনের লড়াইয়ে পাকিস্তানের বোলাররাই এগিয়ে ছিল। শুরুতেই ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন শাহিন-নাসিমরা। আগামীকালের ম্যাচেও সেই ভয়ই কাজ করছে ভারতের শিবিরে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গিলের কথায় তেমনি আভাস মিলছে।
টুর্নামেন্ট হোক আর দ্বিপক্ষীয় সিরিজ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর লড়াই। যদিও এশিয়া কাপের প্রথম সাক্ষাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের শেষটা দেখা যায়নি। বেরসিক বৃষ্টিতে ক্যান্ডির ম্যাচটি ভেস্তে যাওয়ায়।
সেদিন ভেস্তে গেলেও আরেকটি রুদ্ধশ্বাস লড়াইয়ে নামার অপেক্ষায় ভারত-পাকিস্তান। আগামীকাল সেই লড়াইয়ে নামার আগে পাকিস্তানের বোলারদের বেশ সমীহ করছেন শুবমান গিল। প্রথম সাক্ষাতেও এমনই জানিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। তবে আজ একই সঙ্গে সমীহ করার কারণও জানিয়েছেন গিল।
দ্বিপক্ষীয় সিরিজ না হওয়াতেই পাকিস্তানের বোলারদের মোকাবিলা করতে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন গিল। মুখোমুখি কম হওয়ায় ম্যাচে পার্থক্যও গড়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের উদীয়মান ব্যাটার বলেছেন, ‘আপনি যখন এই স্তরে খেলছেন, নিশ্চয়ই তার আগে বাঁহাতি পেসারদের খেলতেন। কিন্তু অন্য দলের তুলনায় পাকিস্তানের বিপক্ষে তেমন ম্যাচ খেলি না। তাদের দুর্দান্ত বোলিং আক্রমণ আছে। যখন এমন বোলিং আক্রমণের বিপক্ষে খেলবেন না তখন বড় টুর্নামেন্টে তারা কিছুটা পার্থক্য তৈরি করে দেবে।’
সুপার ফোরের ম্যাচটিতে যে রোমাঞ্চকর হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের দুর্দান্ত লড়াই। সর্বশেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও সেদিনের লড়াইয়ে পাকিস্তানের বোলাররাই এগিয়ে ছিল। শুরুতেই ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন শাহিন-নাসিমরা। আগামীকালের ম্যাচেও সেই ভয়ই কাজ করছে ভারতের শিবিরে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গিলের কথায় তেমনি আভাস মিলছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫