টেস্টে হয়তো আর দেখা যাবে না তাসকিন আহমেদকে। গতকাল ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তির ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে থাকলেও টেস্টে নেই ২৮ বছর বয়সী পেসার। বোর্ড কেন তাঁকে টেস্ট সংস্করণের চুক্তিতে রাখেনি, তা নিয়ে চলছে গুঞ্জন-আলোচনা। চুক্তি ঘোষণার পর সেই গুঞ্জনটা আরেকটু উসকে দিয়েছেন তাসকিন নিজেই।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি তাসকিনের। একের পর এক চোটে অধিকাংশ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। টেস্ট খেলেছেন মাত্র ১৩টি। এই ‘আনলাকি থার্টিনে’ই কি টেস্ট ক্যারিয়ার থামছে তাঁর? গতকাল কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পর তাসকিন ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক ‘রহস্যময়’ স্টোরি দিয়েছেন। চুক্তির তালিকা পোস্ট করে জুড়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘লাইফ ইন আ...মেট্রো’তে গাওয়া জেমসের গান ‘আলবিদা’। ক্যাপশন দিয়েছেন, ‘ধন্যবাদ টেস্ট ক্রিকেট।’
উর্দু শব্দ ‘আলবিদা’র বাংলা অর্থ ‘বিদায়’। তবে কি টেস্টকে বিদায় জানালেন তাসকিন? এই পোস্টই পরিষ্কার বুঝিয়ে দেয়, টেস্টকে ‘আলবিদা’য় জানিয়েছেন। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানাননি তিনি। না প্রকাশ্যে, না বোর্ডকে। তবে বিসিবিকে জানিয়েছিলেন, আগামী মার্চে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে দলে না রাখতে।
কিছুদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, তাসকিন শুধু এই শ্রীলঙ্কা সিরিজের টেস্টে নেই। তবে বাংলাদেশি পেসারের ফেসবুক স্টোরি দেখেই বোঝা যাচ্ছে, সাদা পোশাকের ক্রিকেটে তাঁকে হয়তো আর দেখা যাবে না।
গত ওয়ানডে বিশ্বকাপের সময় ডান কাঁধে চোট পেয়েছিলেন তাসকিন। আজকের পত্রিকাকে তিনি একবার নিজেই জানিয়েছিলেন, তাঁর ৪৫ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গেছে, যার কারণে পুরো বিশ্বকাপে স্বস্তিতে বল করতে পারেননি। ছিলেন না পরিপূর্ণ ফিট। ওই সময় তাসকিনের পারিবারিক সূত্রে জানা যায়, এমন ব্যথার ওষুধ খেয়ে তাঁকে খেলতে হয়েছিল, যা প্রসূতি নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমন তীব্র ব্যথানাশক ওষুধ খেয়ে খেলতে হয়েছে তাঁকে।
বিশ্বকাপে শতভাগ ফিট না থাকায় তাসকিন ভালো বোলিংও করতে পারেননি। অথচ ভারতে গিয়েছিলেন পূর্ণ ছন্দে থেকে। সব মিলিয়ে তাসকিনের যেটা উপলব্ধি হয়েছে বা কাঁধের চোট নিয়ে মেডিকেল যেটা রিপোর্ট দিয়েছে, তাতে তাসকিন যদি দীর্ঘতম সংস্করণ বা টেস্ট ক্রিকেট চালিয়ে যান তাহলে আবারও চোটে পড়ার ঝুঁকি থেকে যায়। এমনকি ক্যারিয়ারও ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই হয়তো তাঁর এই সিদ্ধান্ত।
টেস্টে হয়তো আর দেখা যাবে না তাসকিন আহমেদকে। গতকাল ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তির ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে থাকলেও টেস্টে নেই ২৮ বছর বয়সী পেসার। বোর্ড কেন তাঁকে টেস্ট সংস্করণের চুক্তিতে রাখেনি, তা নিয়ে চলছে গুঞ্জন-আলোচনা। চুক্তি ঘোষণার পর সেই গুঞ্জনটা আরেকটু উসকে দিয়েছেন তাসকিন নিজেই।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি তাসকিনের। একের পর এক চোটে অধিকাংশ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। টেস্ট খেলেছেন মাত্র ১৩টি। এই ‘আনলাকি থার্টিনে’ই কি টেস্ট ক্যারিয়ার থামছে তাঁর? গতকাল কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পর তাসকিন ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক ‘রহস্যময়’ স্টোরি দিয়েছেন। চুক্তির তালিকা পোস্ট করে জুড়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘লাইফ ইন আ...মেট্রো’তে গাওয়া জেমসের গান ‘আলবিদা’। ক্যাপশন দিয়েছেন, ‘ধন্যবাদ টেস্ট ক্রিকেট।’
উর্দু শব্দ ‘আলবিদা’র বাংলা অর্থ ‘বিদায়’। তবে কি টেস্টকে বিদায় জানালেন তাসকিন? এই পোস্টই পরিষ্কার বুঝিয়ে দেয়, টেস্টকে ‘আলবিদা’য় জানিয়েছেন। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানাননি তিনি। না প্রকাশ্যে, না বোর্ডকে। তবে বিসিবিকে জানিয়েছিলেন, আগামী মার্চে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে দলে না রাখতে।
কিছুদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, তাসকিন শুধু এই শ্রীলঙ্কা সিরিজের টেস্টে নেই। তবে বাংলাদেশি পেসারের ফেসবুক স্টোরি দেখেই বোঝা যাচ্ছে, সাদা পোশাকের ক্রিকেটে তাঁকে হয়তো আর দেখা যাবে না।
গত ওয়ানডে বিশ্বকাপের সময় ডান কাঁধে চোট পেয়েছিলেন তাসকিন। আজকের পত্রিকাকে তিনি একবার নিজেই জানিয়েছিলেন, তাঁর ৪৫ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গেছে, যার কারণে পুরো বিশ্বকাপে স্বস্তিতে বল করতে পারেননি। ছিলেন না পরিপূর্ণ ফিট। ওই সময় তাসকিনের পারিবারিক সূত্রে জানা যায়, এমন ব্যথার ওষুধ খেয়ে তাঁকে খেলতে হয়েছিল, যা প্রসূতি নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমন তীব্র ব্যথানাশক ওষুধ খেয়ে খেলতে হয়েছে তাঁকে।
বিশ্বকাপে শতভাগ ফিট না থাকায় তাসকিন ভালো বোলিংও করতে পারেননি। অথচ ভারতে গিয়েছিলেন পূর্ণ ছন্দে থেকে। সব মিলিয়ে তাসকিনের যেটা উপলব্ধি হয়েছে বা কাঁধের চোট নিয়ে মেডিকেল যেটা রিপোর্ট দিয়েছে, তাতে তাসকিন যদি দীর্ঘতম সংস্করণ বা টেস্ট ক্রিকেট চালিয়ে যান তাহলে আবারও চোটে পড়ার ঝুঁকি থেকে যায়। এমনকি ক্যারিয়ারও ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই হয়তো তাঁর এই সিদ্ধান্ত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে