ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে এবার চ্যালেঞ্জটা টেস্ট সিরিজের। টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার। সেরা খেলোয়াড়েরা না থাকলেও টেস্ট সিরিজেও প্রোটিয়াদের ফেবারিট মানছেন রাসেল ডমিঙ্গো। তবে নিজেদের সেরাটা দিতে পারলে এখানেও ফল পক্ষে আনা সম্ভব, সেটাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ।
আজ বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় কোচের কথাই প্রতিধ্বনিত হলো পেসার তাসকিন আহমেদের কণ্ঠে। যেকোনো মুহূর্ত থেকে ম্যাচ জেতার বিশ্বাসটা সবার মধ্যে আছে জানিয়ে ২৬ বছর বয়সী এ পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবার আত্মবিশ্বাস আছে। অন্তত ম্যাচ জিততে পারি, এই বিশ্বাস সবার মধ্যে আছে। আমরা জেতার জন্যই খেলব।’
খেলায় যেকোনো ফল হতে পারে। তবে তাতে ভেঙে না পড়ে মানসিকভাবে শক্ত থাকাই মূল ব্যাপার বলে মনে করেন তাসকিন, ‘মানসিকভাবে আমাদের সংকল্পবদ্ধ ও আগ্রাসী থাকা মূল ব্যাপার। সেরাটা দিয়ে আমরা জিততে চাইব।’
একটা সময় স্পিন দিয়েই প্রতিপক্ষকে কাবু করার পরিকল্পনা সাজাত বাংলাদেশ। গত এক দেড় বছরে পরিচিত সে দৃশ্যটা বদলেছে। সে জন্য সামনের কাতারেই থাকবেন তাসকিন। গতির সঙ্গে লাইন-লেংথে ব্যাপক উন্নতি আনতে সক্ষম হয়েছেন তিনি। তবে এখানে থেমে না থেকে উন্নতির ধার অব্যাহত রাখতে চান তাসকিন, ‘গত দুই বছর আমরা ফাস্ট বোলাররা কষ্ট করছি। আমাদের উন্নতি হচ্ছে, আরও উন্নতি করতে হবে। আমরা চাই, দলের সবাই যেন বিশ্বমানের বোলার হতে পারি।’
বিশ্বমানের বোলার হওয়ার সেই সামর্থ্য আছে বলে বিশ্বাস করেন তাসকিন। তিনি আরও বলেন, ‘নিজেদের সেই সামর্থ্য (বিশ্বমানের বোলার হওয়া) আমাদের আছেও। আমরা একটা বিভাগ হিসেবে কাজ করছি। কোচরাও অনেক সহায়তা করছেন। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, ধারাবাহিকভাবে এগোতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু করার আশা রাখছি।’
টেস্ট ক্রিকেটে চ্যালেঞ্জটা বেশি জানিয়ে তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেট সবচেয়ে চ্যালেঞ্জিং সংস্করণ। টেস্টে ভালো করতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে। সবচেয়ে কঠিন সংস্করণ এটা। আমি বিশ্বমানের টেস্ট বোলার হতে চাই।’
ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে এবার চ্যালেঞ্জটা টেস্ট সিরিজের। টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার। সেরা খেলোয়াড়েরা না থাকলেও টেস্ট সিরিজেও প্রোটিয়াদের ফেবারিট মানছেন রাসেল ডমিঙ্গো। তবে নিজেদের সেরাটা দিতে পারলে এখানেও ফল পক্ষে আনা সম্ভব, সেটাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ।
আজ বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় কোচের কথাই প্রতিধ্বনিত হলো পেসার তাসকিন আহমেদের কণ্ঠে। যেকোনো মুহূর্ত থেকে ম্যাচ জেতার বিশ্বাসটা সবার মধ্যে আছে জানিয়ে ২৬ বছর বয়সী এ পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবার আত্মবিশ্বাস আছে। অন্তত ম্যাচ জিততে পারি, এই বিশ্বাস সবার মধ্যে আছে। আমরা জেতার জন্যই খেলব।’
খেলায় যেকোনো ফল হতে পারে। তবে তাতে ভেঙে না পড়ে মানসিকভাবে শক্ত থাকাই মূল ব্যাপার বলে মনে করেন তাসকিন, ‘মানসিকভাবে আমাদের সংকল্পবদ্ধ ও আগ্রাসী থাকা মূল ব্যাপার। সেরাটা দিয়ে আমরা জিততে চাইব।’
একটা সময় স্পিন দিয়েই প্রতিপক্ষকে কাবু করার পরিকল্পনা সাজাত বাংলাদেশ। গত এক দেড় বছরে পরিচিত সে দৃশ্যটা বদলেছে। সে জন্য সামনের কাতারেই থাকবেন তাসকিন। গতির সঙ্গে লাইন-লেংথে ব্যাপক উন্নতি আনতে সক্ষম হয়েছেন তিনি। তবে এখানে থেমে না থেকে উন্নতির ধার অব্যাহত রাখতে চান তাসকিন, ‘গত দুই বছর আমরা ফাস্ট বোলাররা কষ্ট করছি। আমাদের উন্নতি হচ্ছে, আরও উন্নতি করতে হবে। আমরা চাই, দলের সবাই যেন বিশ্বমানের বোলার হতে পারি।’
বিশ্বমানের বোলার হওয়ার সেই সামর্থ্য আছে বলে বিশ্বাস করেন তাসকিন। তিনি আরও বলেন, ‘নিজেদের সেই সামর্থ্য (বিশ্বমানের বোলার হওয়া) আমাদের আছেও। আমরা একটা বিভাগ হিসেবে কাজ করছি। কোচরাও অনেক সহায়তা করছেন। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, ধারাবাহিকভাবে এগোতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু করার আশা রাখছি।’
টেস্ট ক্রিকেটে চ্যালেঞ্জটা বেশি জানিয়ে তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেট সবচেয়ে চ্যালেঞ্জিং সংস্করণ। টেস্টে ভালো করতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে। সবচেয়ে কঠিন সংস্করণ এটা। আমি বিশ্বমানের টেস্ট বোলার হতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫