ক্রীড়া ডেস্ক
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেননি শারফেন রাদারফোর্ড। সেই সিরিজের পর উইন্ডিজের ব্যস্ত সময় কাটলেও তাঁর জায়গা হয়নি। অবশেষে তাঁর ৬ মাসের অপেক্ষা ফুরোচ্ছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। দুই দলেই আছেন রাদারফোর্ড। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে রাসেল সবশেষ খেলেছেন ২০২৪-এর নভেম্বরে। হোল্ডার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো খেলেছেন গত বছরের আগস্টে। তবে রাসেল আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারছেন না।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএল। এই টুর্নামেন্টে নিকোলাস পুরানের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে লিগ পর্বে। দল যেমনই করুক, টুর্নামেন্টে তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ১৯৬.২৫ স্ট্রাইকরেটে করেন ৪২৪ রান। তবে সদ্য আইপিএল খেলে আসায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে সুযোগ মেলেনি তাঁর।
হোল্ডার-রাদারফোর্ডের মতো ইংল্যান্ড-আয়ারল্যান্ড দুই সিরিজের দলেই আছেন ম্যাথু ফোর্ড, শিমরন হেটমেয়ার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, রভম্যান পাওয়েলরা। তবে রাসেল যেমন আয়ারল্যান্ড সিরিজে খেলছেন না, তেমনি এই সিরিজের দলে নেই ব্রান্ডন কিং, রস্টন চেজ। আইরিশ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাইড গুলি।
ওভালে আজ রাতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শেষে ৬, ৮ ও ১০ জুন তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ইংল্যান্ড সিরিজ শেষেই আয়ারল্যান্ডে উড়াল দেবে ক্যারিবীয়রা। ১২, ১৪ ও ১৫ জুন আইরিশদের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেননি শারফেন রাদারফোর্ড। সেই সিরিজের পর উইন্ডিজের ব্যস্ত সময় কাটলেও তাঁর জায়গা হয়নি। অবশেষে তাঁর ৬ মাসের অপেক্ষা ফুরোচ্ছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। দুই দলেই আছেন রাদারফোর্ড। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে রাসেল সবশেষ খেলেছেন ২০২৪-এর নভেম্বরে। হোল্ডার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো খেলেছেন গত বছরের আগস্টে। তবে রাসেল আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারছেন না।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএল। এই টুর্নামেন্টে নিকোলাস পুরানের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে লিগ পর্বে। দল যেমনই করুক, টুর্নামেন্টে তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ১৯৬.২৫ স্ট্রাইকরেটে করেন ৪২৪ রান। তবে সদ্য আইপিএল খেলে আসায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে সুযোগ মেলেনি তাঁর।
হোল্ডার-রাদারফোর্ডের মতো ইংল্যান্ড-আয়ারল্যান্ড দুই সিরিজের দলেই আছেন ম্যাথু ফোর্ড, শিমরন হেটমেয়ার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, রভম্যান পাওয়েলরা। তবে রাসেল যেমন আয়ারল্যান্ড সিরিজে খেলছেন না, তেমনি এই সিরিজের দলে নেই ব্রান্ডন কিং, রস্টন চেজ। আইরিশ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাইড গুলি।
ওভালে আজ রাতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শেষে ৬, ৮ ও ১০ জুন তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ইংল্যান্ড সিরিজ শেষেই আয়ারল্যান্ডে উড়াল দেবে ক্যারিবীয়রা। ১২, ১৪ ও ১৫ জুন আইরিশদের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে