অনলাইন ডেস্ক
বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের মাঝেই কিছুটা দেরি করে ম্যাচ খেলতে এসেছে দুর্বার রাজশাহী। তবে তাদের সঙ্গে আসেনি কোনো বিদেশি ক্রিকেটার। প্রধান কোচ এজাজ আহমেদ দলের সঙ্গে এলেও ওয়ার্ম-আপে ক্রিকেটারদের নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। পরে রাজশাহীর একাদশে সত্যি সত্যি ছিল না কোনো বিদেশি ক্রিকেটার।
সন্ধ্যায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহীর বিশেষ অনুরোধে টুর্নামেন্টের বৃহৎ স্বার্থে বিশেষ বিবেচনায় নাকি তারা বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলতে দিয়েছে। বিপিএল শুরুর পর থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণ দেখিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। আজ বিকেলে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী দলের আচরণে আমরা অত্যন্ত বিব্রত। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, যথাযথভাবে দল পরিচালনা করবে। কিন্তু তারা তা ভঙ্গ করেছে। এতে বিপিএল ও দেশের ক্রিকেটের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা তাদের বিষয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি।’
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সীমা অতিক্রম করেছে বলে মনে করেন মিঠু, ‘চুক্তিতে সব স্পষ্টভাবে উল্লেখ ছিল। এমন আচরণ মেনে নেওয়া যায় না। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছুতে ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা সীমা অতিক্রম করছে। সমস্যার সমাধানে আমরা আলোচনা করেছি, তবে চুক্তির শর্ত না মানার ঘটনাগুলো এখন আর গ্রহণযোগ্য নয়। সবকিছুর একটা সীমা আছে, যা তারা বারবার লঙ্ঘন করছে।’
আজ সারা দিনই আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। ম্যাচ বয়কটেরও দিয়েছিল ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত রাজশাহী ম্যাচ খেললেও বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন।
আরও পড়ুন:
বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের মাঝেই কিছুটা দেরি করে ম্যাচ খেলতে এসেছে দুর্বার রাজশাহী। তবে তাদের সঙ্গে আসেনি কোনো বিদেশি ক্রিকেটার। প্রধান কোচ এজাজ আহমেদ দলের সঙ্গে এলেও ওয়ার্ম-আপে ক্রিকেটারদের নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। পরে রাজশাহীর একাদশে সত্যি সত্যি ছিল না কোনো বিদেশি ক্রিকেটার।
সন্ধ্যায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহীর বিশেষ অনুরোধে টুর্নামেন্টের বৃহৎ স্বার্থে বিশেষ বিবেচনায় নাকি তারা বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলতে দিয়েছে। বিপিএল শুরুর পর থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণ দেখিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। আজ বিকেলে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী দলের আচরণে আমরা অত্যন্ত বিব্রত। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, যথাযথভাবে দল পরিচালনা করবে। কিন্তু তারা তা ভঙ্গ করেছে। এতে বিপিএল ও দেশের ক্রিকেটের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা তাদের বিষয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি।’
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সীমা অতিক্রম করেছে বলে মনে করেন মিঠু, ‘চুক্তিতে সব স্পষ্টভাবে উল্লেখ ছিল। এমন আচরণ মেনে নেওয়া যায় না। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছুতে ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা সীমা অতিক্রম করছে। সমস্যার সমাধানে আমরা আলোচনা করেছি, তবে চুক্তির শর্ত না মানার ঘটনাগুলো এখন আর গ্রহণযোগ্য নয়। সবকিছুর একটা সীমা আছে, যা তারা বারবার লঙ্ঘন করছে।’
আজ সারা দিনই আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। ম্যাচ বয়কটেরও দিয়েছিল ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত রাজশাহী ম্যাচ খেললেও বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে