কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের পর নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, পরের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে আসতে বলবেন তিনি। রংপুর রাইডার্সের অধিনায়কের কথাই গতকাল সত্যি হলো। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অলরাউন্ডার।
বিপিএল শুরুর পর থেকেই সাকিবকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রংপুরের হয়ে তাঁর ব্যাটিং করতে না নামা নিয়ে। চোখের সমস্যায় ভুগছেন বলে ব্যাটিংয়ে নামছেন না তিনি। তাই অলরাউন্ডার থেকে শুধু বোলার হিসেবে খেলছেন বাংলাদেশের অধিনায়ক।
এর বাইরেও অনেক আলোচনা-সমালোচনা ছিল। গতকাল সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। চোখের বিষয়ে তিনি বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই, কখন এটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে বারবার চোখ, চোখ, চোখ বলছেন, আসলে আমার চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা ছাড়া আপনার চেয়ে ভালো দেখি। আসলে কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।’
রংপুরের হয়ে ব্যাটিং করতে না পারার জন্য নিজেও অনুতপ্ত সাকিব। তিনি বলেছেন, ‘জীবনে কখনো এমনটা হয়নি। প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে। তারা আমাকে যে প্রত্যাশা অনুযায়ী দলে নিয়েছিল। অথচ তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না। তার পরও তারা যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছে, তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এ রকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ, তারা আমাকে যেভাবে দেখাশোনা করছে এই সময়ে, তারা অবস্থাটা বুঝেছে এবং যেভাবে সামলাচ্ছে, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।’
কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের পর নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, পরের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে আসতে বলবেন তিনি। রংপুর রাইডার্সের অধিনায়কের কথাই গতকাল সত্যি হলো। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অলরাউন্ডার।
বিপিএল শুরুর পর থেকেই সাকিবকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রংপুরের হয়ে তাঁর ব্যাটিং করতে না নামা নিয়ে। চোখের সমস্যায় ভুগছেন বলে ব্যাটিংয়ে নামছেন না তিনি। তাই অলরাউন্ডার থেকে শুধু বোলার হিসেবে খেলছেন বাংলাদেশের অধিনায়ক।
এর বাইরেও অনেক আলোচনা-সমালোচনা ছিল। গতকাল সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। চোখের বিষয়ে তিনি বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই, কখন এটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে বারবার চোখ, চোখ, চোখ বলছেন, আসলে আমার চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা ছাড়া আপনার চেয়ে ভালো দেখি। আসলে কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।’
রংপুরের হয়ে ব্যাটিং করতে না পারার জন্য নিজেও অনুতপ্ত সাকিব। তিনি বলেছেন, ‘জীবনে কখনো এমনটা হয়নি। প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে। তারা আমাকে যে প্রত্যাশা অনুযায়ী দলে নিয়েছিল। অথচ তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না। তার পরও তারা যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছে, তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এ রকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ, তারা আমাকে যেভাবে দেখাশোনা করছে এই সময়ে, তারা অবস্থাটা বুঝেছে এবং যেভাবে সামলাচ্ছে, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে