বিরাট কোহলি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন কদিন আগেই। সেটি নিয়ে আলোচনা থামেনি এখনো। এর মধ্যেই আরেক সিদ্ধান্ত নিয়ে ফেললেন কোহলি। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও নেতৃত্ব ছাড়ছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে গত রাত থেকে শুরু হয়েছে স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। আজ সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে কোহলির বেঙ্গালোর। তার আগেই তারকা ব্যাটসম্যান জানিয়েছেন, এই মৌসুম শেষে ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বের ব্যাটন তুলে দেবেন অন্য কারও হাতে।
তবে বেঙ্গালোরের নয়, কোহলির ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন ব্রায়ান লারা। ক্যারিবীয় কিংবদন্তি মনে করেন, অধিনায়ক হিসেবে কোহলিই সবচেয়ে যোগ্য ছিলেন। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টিতে ভারত সব বড় দলের বিপক্ষেই জয় পেয়েছে।
৫২ বছর বয়সী লারার ভাষ্য, ‘কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। ও দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়ে আসছে। ওর অসাধারণ নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডসহ সব বড় দলের বিপক্ষে জয় পেয়েছে ভারত। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এটাই ওর প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে। এমন সিদ্ধান্তে সত্যিই অবাক হয়েছি আমি।’
একদিক থেকে অবশ্য কোহলির সিদ্ধান্তকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন লারা। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় ওয়ানডে ও টেস্টে মনোযোগ বাড়ানোকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কোহলি। ব্যাপারটিকে পূর্ণ সমর্থন দিচ্ছেন লারা, ‘এটা সত্যি ওর ওপর যে চাপ পড়ছে, তাতে হয়তো এই দায়িত্ব ছেড়ে টেস্ট ও একদিনের ক্রিকেটে বেশি মন দিতে চেয়েছে। সে দিক থেকে এটা ভালো সিদ্ধান্ত।’
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকার সময়ে নিজের অভিজ্ঞতা টেনে এনে লারা জানান তাঁরও এই সমস্যা হয়েছিল, ‘আমারও একই সমস্যা হয়েছিল। আমি তো দুবার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলাম। কখনো কখনো পুরো ব্যাপারটা সত্যিই খুব চাপের হয়ে যায়।’
কোহলি যে চিন্তা থেকেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিন, লারা বিষয়টিকে দেখছেন এভাবে, ‘ওর সঙ্গে আমার কথা হয়নি। তবে মনে হয় না, শুধু ব্যক্তিগত জায়গা থেকে ও এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেটের ভালোর জন্যই ও এটা করতে পারে।’
বিরাট কোহলি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন কদিন আগেই। সেটি নিয়ে আলোচনা থামেনি এখনো। এর মধ্যেই আরেক সিদ্ধান্ত নিয়ে ফেললেন কোহলি। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও নেতৃত্ব ছাড়ছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে গত রাত থেকে শুরু হয়েছে স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। আজ সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে কোহলির বেঙ্গালোর। তার আগেই তারকা ব্যাটসম্যান জানিয়েছেন, এই মৌসুম শেষে ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বের ব্যাটন তুলে দেবেন অন্য কারও হাতে।
তবে বেঙ্গালোরের নয়, কোহলির ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন ব্রায়ান লারা। ক্যারিবীয় কিংবদন্তি মনে করেন, অধিনায়ক হিসেবে কোহলিই সবচেয়ে যোগ্য ছিলেন। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টিতে ভারত সব বড় দলের বিপক্ষেই জয় পেয়েছে।
৫২ বছর বয়সী লারার ভাষ্য, ‘কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। ও দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়ে আসছে। ওর অসাধারণ নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডসহ সব বড় দলের বিপক্ষে জয় পেয়েছে ভারত। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এটাই ওর প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে। এমন সিদ্ধান্তে সত্যিই অবাক হয়েছি আমি।’
একদিক থেকে অবশ্য কোহলির সিদ্ধান্তকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন লারা। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় ওয়ানডে ও টেস্টে মনোযোগ বাড়ানোকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কোহলি। ব্যাপারটিকে পূর্ণ সমর্থন দিচ্ছেন লারা, ‘এটা সত্যি ওর ওপর যে চাপ পড়ছে, তাতে হয়তো এই দায়িত্ব ছেড়ে টেস্ট ও একদিনের ক্রিকেটে বেশি মন দিতে চেয়েছে। সে দিক থেকে এটা ভালো সিদ্ধান্ত।’
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকার সময়ে নিজের অভিজ্ঞতা টেনে এনে লারা জানান তাঁরও এই সমস্যা হয়েছিল, ‘আমারও একই সমস্যা হয়েছিল। আমি তো দুবার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলাম। কখনো কখনো পুরো ব্যাপারটা সত্যিই খুব চাপের হয়ে যায়।’
কোহলি যে চিন্তা থেকেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিন, লারা বিষয়টিকে দেখছেন এভাবে, ‘ওর সঙ্গে আমার কথা হয়নি। তবে মনে হয় না, শুধু ব্যক্তিগত জায়গা থেকে ও এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেটের ভালোর জন্যই ও এটা করতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫