ক্রীড়া ডেস্ক
লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে উইলিয়াম ও’রুর্ককে রীতিমতো অসহায় লেগেছে। প্রতিপক্ষ যদি এমন বিধ্বংসী ব্যাটিং করে, তখন তালগোল পাকানোই তো স্বাভাবিক। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জিতেশ শর্মার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
শুধু জিতেশ শর্মাই নন, লক্ষ্ণৌর পেসার ও’রুর্ককে বেধড়ক পিটিয়েছেন বিরাট কোহলি-ফিল সল্টরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ও’রুর্ক দিয়েছেন ২২ রান। এই ওভারে কোহলি মেরেছেন চারটি চার ও অপর চারটি মেরেছেন সল্ট। এমন খরুচে বোলিং ও’রুর্ক করেছেন ইনিংসের ১৮তম ওভারে। বেঙ্গালুরুর জিততে যখন তিন ওভারে ২৮ রান দরকার, তখন ২১ রান দিয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। যেখানে জিতেশ শর্মা দুটি করে চার ও ছক্কায় একাই ২০ রান নিয়েছেন। ও’রুর্ক ৪ ওভারে ৭৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। তাঁর খরুচে বোলিংই মূলত বেঙ্গালুরুকে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় এনে দিয়েছে। লক্ষ্ণৌ ২২৭ রানের পাহাড় গড়েও তাই জিততে পারেনি।
৪ ওভারে ৭৪ রান দিলেও আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের তালিকায় ও’রুর্কের নাম ওঠেনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ৭৬ রান খরচ করেছেন জফরা আর্চার। রাজস্থান রয়্যালসের হয়ে এবারই তিনি খরুচে বোলিং করেছেন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তিনে থাকা মোহাম্মদ শামিও বাজে বোলিংয়ের কীর্তিটা গড়েছেন এবারের আইপিএলেই। সবচেয়ে বাজে বোলিংয়ের তিনটি যেহেতু ২০২৫ আইপিএলের, তাহলে বোঝাই যাচ্ছে এবার কী পরিমাণ রানবন্যা হয়েছে।
অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২৭ রান করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৬১ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্ত। তবে তাঁর এই সেঞ্চুরি ব্যর্থ হয়েছে জিতেশের বিধ্বংসী ব্যাটিংয়ে। ৩৩ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংস খেলে জিতেশ বেঙ্গালুরুকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৮ চার ও ৬ ছক্কা মেরেছেন তিনি। আইপিএল ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।
আইপিএলে এক ইনিংসে সবচেয়ে বাজে বোলিংয়ের পাঁচ রেকর্ড
দল রান খরচ প্রতিপক্ষ সাল
জফরা আর্চার রাজস্থান রয়্যালস ৭৬ সানরাইজার্স হায়দরাবাদ ২০২৫
মোহাম্মদ শামি সানরাইজার্স হায়দরাবাদ ৭৫ পাঞ্জাব কিংস ২০২৫
উইলিয়াম ও’রুর্ক লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৭৪ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৫
মোহিত শর্মা গুজরাট টাইটান্স ৭৩ দিল্লি ক্যাপিটালস ২০২৪
বাসিল থাম্পি সানরাইজার্স হায়দরাবাদ ৭০ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০১৮
লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে উইলিয়াম ও’রুর্ককে রীতিমতো অসহায় লেগেছে। প্রতিপক্ষ যদি এমন বিধ্বংসী ব্যাটিং করে, তখন তালগোল পাকানোই তো স্বাভাবিক। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জিতেশ শর্মার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
শুধু জিতেশ শর্মাই নন, লক্ষ্ণৌর পেসার ও’রুর্ককে বেধড়ক পিটিয়েছেন বিরাট কোহলি-ফিল সল্টরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ও’রুর্ক দিয়েছেন ২২ রান। এই ওভারে কোহলি মেরেছেন চারটি চার ও অপর চারটি মেরেছেন সল্ট। এমন খরুচে বোলিং ও’রুর্ক করেছেন ইনিংসের ১৮তম ওভারে। বেঙ্গালুরুর জিততে যখন তিন ওভারে ২৮ রান দরকার, তখন ২১ রান দিয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। যেখানে জিতেশ শর্মা দুটি করে চার ও ছক্কায় একাই ২০ রান নিয়েছেন। ও’রুর্ক ৪ ওভারে ৭৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। তাঁর খরুচে বোলিংই মূলত বেঙ্গালুরুকে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় এনে দিয়েছে। লক্ষ্ণৌ ২২৭ রানের পাহাড় গড়েও তাই জিততে পারেনি।
৪ ওভারে ৭৪ রান দিলেও আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের তালিকায় ও’রুর্কের নাম ওঠেনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ৭৬ রান খরচ করেছেন জফরা আর্চার। রাজস্থান রয়্যালসের হয়ে এবারই তিনি খরুচে বোলিং করেছেন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তিনে থাকা মোহাম্মদ শামিও বাজে বোলিংয়ের কীর্তিটা গড়েছেন এবারের আইপিএলেই। সবচেয়ে বাজে বোলিংয়ের তিনটি যেহেতু ২০২৫ আইপিএলের, তাহলে বোঝাই যাচ্ছে এবার কী পরিমাণ রানবন্যা হয়েছে।
অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২৭ রান করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৬১ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্ত। তবে তাঁর এই সেঞ্চুরি ব্যর্থ হয়েছে জিতেশের বিধ্বংসী ব্যাটিংয়ে। ৩৩ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংস খেলে জিতেশ বেঙ্গালুরুকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৮ চার ও ৬ ছক্কা মেরেছেন তিনি। আইপিএল ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।
আইপিএলে এক ইনিংসে সবচেয়ে বাজে বোলিংয়ের পাঁচ রেকর্ড
দল রান খরচ প্রতিপক্ষ সাল
জফরা আর্চার রাজস্থান রয়্যালস ৭৬ সানরাইজার্স হায়দরাবাদ ২০২৫
মোহাম্মদ শামি সানরাইজার্স হায়দরাবাদ ৭৫ পাঞ্জাব কিংস ২০২৫
উইলিয়াম ও’রুর্ক লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৭৪ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৫
মোহিত শর্মা গুজরাট টাইটান্স ৭৩ দিল্লি ক্যাপিটালস ২০২৪
বাসিল থাম্পি সানরাইজার্স হায়দরাবাদ ৭০ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০১৮
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে