কথায় আছে, বিপদ কখনো বলে কয়ে আসে না। পার্ল রয়্যালসের হয়ে দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি খেলছেন ফ্যাবিয়ান অ্যালেন। সেখানে আচমকা ডাকাতির শিকার হয়েছেন তিনি। বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে সর্বস্ব খুইয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।
পার্ল রয়্যালসের ওয়েবসাইটে গতকালের এক বিবৃতিতে জানা গেছে, জোহানেসবার্গে অ্যালেনের সঙ্গে ডাকাতির ঘটনা ঘটেছে গত ২৫ জানুয়ারি। কয়েকজন সতীর্থের সঙ্গে স্যান্ডটন সান হোটেলে ফিরছিলেন। এটাই তাদের টিম হোটেল। ক্যারিবীয় অলরাউন্ডারকে হোটেলের কাছাকাছি এসে ঘিরে ধরেন বন্দুকধারীরা। ক্রিকইনফো জানতে পেরেছে, অ্যালেনের ব্যক্তিগত সব জিনিসই লুট করা হয়েছে। যার মধ্যে ছিল বিলাসবহুল ঘড়ি, ফোন ও ব্যাগ। ঘটনার ঠিক আগের দিন জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বিপক্ষে জোবার্গ সুপার কিংসের বিপক্ষে ম্যাচ খেলেছিল পার্ল রয়্যালস। সেই ম্যাচ পার্ল রয়্যালস জিতেছিল ৫ উইকেটে।
ঘটনার পর অ্যালেন অথবা রয়্যালস কেউ থানায় অভিযোগ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। রয়্যালস আজ এক বিবৃতি দিয়েছে। সেখানে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে এটা নিশ্চিত করেছে যে অ্যালেন সুস্থ আছেন। আগামীকাল সুপার কিংসের বিপক্ষে এলিমিনেটরের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। রয়্যালস এক বিবৃতিতে বলেছে, ‘খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা ও ভালো থাকার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি খুব ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। যাতে তারা ব্যক্তিগত সময় ভালোভাবে কাটাতে পারেন। এমন ঘটনার পর ফ্র্যাঞ্চাইজি ও দলের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে। এসএ টোয়েন্টিতে খেলতে তিনি আগ্রহী।’
এসএ টোয়েন্টির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। যদিও টুর্নামেন্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পিটিআই বলেছে, ‘নিরবচ্ছিন্নভাবে টুর্নামেন্ট চালানোর জন্য লিগ কর্তৃপক্ষ খেলার সঙ্গে জড়িত সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
ছয় দলের মধ্যে পার্ল রয়্যালস এবার লিগ পর্ব শেষ করেছে তিন নম্বরে থেকে। ১০ ম্যাচে ৫টি করে ও পরাজয়ে তাদের পয়েন্ট ২২। অ্যালেন খেলেছেন ৮ ম্যাচ। ৭.৬০ গড় ও ১৪০.৭৪ স্ট্রাইকরেটে অ্যালেন করেন ৩৮ রান। বোলিংয়ে ৮.৮৭ ইকোনমিতে নেন ২ উইকেট। চারে থাকা জোবার্গ সুপার কিংসের বিপক্ষে আগামীকাল এলিমিনেটরে খেলবে রয়্যালস।
কথায় আছে, বিপদ কখনো বলে কয়ে আসে না। পার্ল রয়্যালসের হয়ে দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি খেলছেন ফ্যাবিয়ান অ্যালেন। সেখানে আচমকা ডাকাতির শিকার হয়েছেন তিনি। বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে সর্বস্ব খুইয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।
পার্ল রয়্যালসের ওয়েবসাইটে গতকালের এক বিবৃতিতে জানা গেছে, জোহানেসবার্গে অ্যালেনের সঙ্গে ডাকাতির ঘটনা ঘটেছে গত ২৫ জানুয়ারি। কয়েকজন সতীর্থের সঙ্গে স্যান্ডটন সান হোটেলে ফিরছিলেন। এটাই তাদের টিম হোটেল। ক্যারিবীয় অলরাউন্ডারকে হোটেলের কাছাকাছি এসে ঘিরে ধরেন বন্দুকধারীরা। ক্রিকইনফো জানতে পেরেছে, অ্যালেনের ব্যক্তিগত সব জিনিসই লুট করা হয়েছে। যার মধ্যে ছিল বিলাসবহুল ঘড়ি, ফোন ও ব্যাগ। ঘটনার ঠিক আগের দিন জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বিপক্ষে জোবার্গ সুপার কিংসের বিপক্ষে ম্যাচ খেলেছিল পার্ল রয়্যালস। সেই ম্যাচ পার্ল রয়্যালস জিতেছিল ৫ উইকেটে।
ঘটনার পর অ্যালেন অথবা রয়্যালস কেউ থানায় অভিযোগ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। রয়্যালস আজ এক বিবৃতি দিয়েছে। সেখানে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে এটা নিশ্চিত করেছে যে অ্যালেন সুস্থ আছেন। আগামীকাল সুপার কিংসের বিপক্ষে এলিমিনেটরের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। রয়্যালস এক বিবৃতিতে বলেছে, ‘খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা ও ভালো থাকার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি খুব ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। যাতে তারা ব্যক্তিগত সময় ভালোভাবে কাটাতে পারেন। এমন ঘটনার পর ফ্র্যাঞ্চাইজি ও দলের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে। এসএ টোয়েন্টিতে খেলতে তিনি আগ্রহী।’
এসএ টোয়েন্টির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। যদিও টুর্নামেন্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পিটিআই বলেছে, ‘নিরবচ্ছিন্নভাবে টুর্নামেন্ট চালানোর জন্য লিগ কর্তৃপক্ষ খেলার সঙ্গে জড়িত সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
ছয় দলের মধ্যে পার্ল রয়্যালস এবার লিগ পর্ব শেষ করেছে তিন নম্বরে থেকে। ১০ ম্যাচে ৫টি করে ও পরাজয়ে তাদের পয়েন্ট ২২। অ্যালেন খেলেছেন ৮ ম্যাচ। ৭.৬০ গড় ও ১৪০.৭৪ স্ট্রাইকরেটে অ্যালেন করেন ৩৮ রান। বোলিংয়ে ৮.৮৭ ইকোনমিতে নেন ২ উইকেট। চারে থাকা জোবার্গ সুপার কিংসের বিপক্ষে আগামীকাল এলিমিনেটরে খেলবে রয়্যালস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে