বিরাট কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না। গতকাল সংবাদ সম্মেলন করে কোহলি জানিয়ে দেন তাঁকে কেউ টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেননি। কোহলির এমন দাবির পর আলোচনা ডাল পালা মেলেছে। বিরাট কোহলি ও ভারতীয় বোর্ডের এই কথার লড়াইয়ে সুনীল গাভাস্কারের সমর্থন অবশ্য বোর্ডের দিকে।
এদিকে ভারতীয় বোর্ডও গতকাল কোহলির সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানিয়েছে। নিজেদের দাবিতে অনড় তারা। বোর্ডের এক কর্তা জানান, তাঁরা সেপ্টেম্বরে কোহলিকে সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন। বিরাটের ওয়ানডে অধিনায়কত্ব প্রসঙ্গে তাদের আগের কথায় আবারও বলেন, ‘কোহলি এটা বলতে পারেন না যে, আমরা তাঁর সঙ্গে আলোচনা করিনি। সেপ্টেম্বরে ওঁর সঙ্গে কথা বলি এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করি।’
গতকাল দুই পক্ষের একে অপরকে অভিযোগের পর ভারতীয় ক্রিকেটে জল আরও বেশি ঘোলা হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভের পদত্যাগও দাবি করছেন কেউ কেউ। কিংবদন্তি সুনীল গাভাস্কার সমর্থন দিয়েছেন বিসিসিআইকে। গাভাস্কার কোহলির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘নির্বাচক প্রধান স্বয়ং কোহলিকে জানিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা। তাহলে কোহলি আরও কী আশা করেছিলেন? কীভাবে জানানো হলে সন্তুষ্ট হতেন তিনি।’
কোহলি গতকালের সংবাদ সম্মেলনে বলেছিলেন অধিনায়কত্ব ছাড়তে বলার আগে তার সঙ্গে বোর্ড আলোচনা করেনি। গাভাস্কার কোহলির এই কথা উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি বুঝতে পারছি না এর মধ্যে বিতর্কের কী আছে। যদি দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে কোহলিকে নির্বাচক কমিটির চেয়ারম্যান নিজে জানায়, তাহলে নিশ্চিতভাবেই ওর সঙ্গে আলোচনা করা হয়েছিল।’
বিরাট কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না। গতকাল সংবাদ সম্মেলন করে কোহলি জানিয়ে দেন তাঁকে কেউ টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেননি। কোহলির এমন দাবির পর আলোচনা ডাল পালা মেলেছে। বিরাট কোহলি ও ভারতীয় বোর্ডের এই কথার লড়াইয়ে সুনীল গাভাস্কারের সমর্থন অবশ্য বোর্ডের দিকে।
এদিকে ভারতীয় বোর্ডও গতকাল কোহলির সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানিয়েছে। নিজেদের দাবিতে অনড় তারা। বোর্ডের এক কর্তা জানান, তাঁরা সেপ্টেম্বরে কোহলিকে সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন। বিরাটের ওয়ানডে অধিনায়কত্ব প্রসঙ্গে তাদের আগের কথায় আবারও বলেন, ‘কোহলি এটা বলতে পারেন না যে, আমরা তাঁর সঙ্গে আলোচনা করিনি। সেপ্টেম্বরে ওঁর সঙ্গে কথা বলি এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করি।’
গতকাল দুই পক্ষের একে অপরকে অভিযোগের পর ভারতীয় ক্রিকেটে জল আরও বেশি ঘোলা হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভের পদত্যাগও দাবি করছেন কেউ কেউ। কিংবদন্তি সুনীল গাভাস্কার সমর্থন দিয়েছেন বিসিসিআইকে। গাভাস্কার কোহলির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘নির্বাচক প্রধান স্বয়ং কোহলিকে জানিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা। তাহলে কোহলি আরও কী আশা করেছিলেন? কীভাবে জানানো হলে সন্তুষ্ট হতেন তিনি।’
কোহলি গতকালের সংবাদ সম্মেলনে বলেছিলেন অধিনায়কত্ব ছাড়তে বলার আগে তার সঙ্গে বোর্ড আলোচনা করেনি। গাভাস্কার কোহলির এই কথা উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি বুঝতে পারছি না এর মধ্যে বিতর্কের কী আছে। যদি দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে কোহলিকে নির্বাচক কমিটির চেয়ারম্যান নিজে জানায়, তাহলে নিশ্চিতভাবেই ওর সঙ্গে আলোচনা করা হয়েছিল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫