ওয়ানডে বিশ্বকাপের সব কিছু ঠিকঠাক হলেও টুর্নামেন্টে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা সেটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই অনিশ্চয়তা কাটাতে সরকারের কাছে কিছুদিন আগে চিঠি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজ একটি কমিটি গঠন করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করেছেন তিনি। এই কমিটির প্রধান কাজ হবে ভারতে যাওয়ার পরিকল্পনা করা।
কমিটির প্রতিবেদনের উপর নির্ভর করবে পাকিস্তানের বিশ্বকাপে যাওয়া না যাওয়া। বিশ্বকাপে গ্রুপ পর্বের ৯ ম্যাচ পাকিস্তান খেলবে ৫ স্টেডিয়ামে। এই পাঁচ ভেন্যুতে নিরাপত্তা দল পাঠানোর চিন্তা করেছে পিসিবি। এরপরেই ভারতে বিশ্বকাপ খেলার জন্য বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানদের চূড়ান্ত অনুমতি দেবে সরকার।
সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে কিছুদিন আগে এক পিসিবির সূত্র বলেছিলেন, ‘ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেওয়া পাকিস্তান সরকারের বিশেষাধিকার। সরকারের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয়, তাহলে ভারতে একটি দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের হাতে।’
৫ অক্টোবর বিশ্বকাপের ১৩তম সংস্করণর শুরুর পরের দিনই পাকিস্তানের ম্যাচ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে আহমেদাবাদে।
ওয়ানডে বিশ্বকাপের সব কিছু ঠিকঠাক হলেও টুর্নামেন্টে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা সেটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই অনিশ্চয়তা কাটাতে সরকারের কাছে কিছুদিন আগে চিঠি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজ একটি কমিটি গঠন করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করেছেন তিনি। এই কমিটির প্রধান কাজ হবে ভারতে যাওয়ার পরিকল্পনা করা।
কমিটির প্রতিবেদনের উপর নির্ভর করবে পাকিস্তানের বিশ্বকাপে যাওয়া না যাওয়া। বিশ্বকাপে গ্রুপ পর্বের ৯ ম্যাচ পাকিস্তান খেলবে ৫ স্টেডিয়ামে। এই পাঁচ ভেন্যুতে নিরাপত্তা দল পাঠানোর চিন্তা করেছে পিসিবি। এরপরেই ভারতে বিশ্বকাপ খেলার জন্য বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানদের চূড়ান্ত অনুমতি দেবে সরকার।
সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে কিছুদিন আগে এক পিসিবির সূত্র বলেছিলেন, ‘ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেওয়া পাকিস্তান সরকারের বিশেষাধিকার। সরকারের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয়, তাহলে ভারতে একটি দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের হাতে।’
৫ অক্টোবর বিশ্বকাপের ১৩তম সংস্করণর শুরুর পরের দিনই পাকিস্তানের ম্যাচ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে আহমেদাবাদে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫