টানা তৃতীয় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজ সকালে তৃতীয় জয় পাওয়ার ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছেন মিচেল মার্শ-অ্যাডাম জাম্পারা। এক ম্যাচ বাকি থাকলেও এ হারে নামিবিয়ার বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে।
নামিবিয়ার মতো এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডেরও বিদায় ঘণ্টা বাজানোর কৌশল করছে অস্ট্রেলিয়া। জস বাটলারদের বিদায় করার বিষয়টি নিজেই জানিয়েছেন জশ হ্যাজলউড। গ্রুপ ম্যাচে প্রতিপক্ষকে হারালেও সামনে যেন তাদের মুখোমুখি হতে না হয় সেটা নিশ্চিত করতেই কৌশলের পথ বেছে নেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার।
ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার বিষয়ে হ্যাজলউড বলেছেন, ‘ইংল্যান্ড যদি টিকে যায় টুর্নামেন্টে হয়তো আবার তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। শীর্ষ কয়েক দলের মধ্যে তারা অন্যতম। টি-টোয়েন্টিতে তাদের সঙ্গে দুর্দান্ত কিছু লড়াইও হয়েছে। তাই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারলে আমাদের বৃহত্তম স্বার্থের সঙ্গে সম্ভবত অন্যদেরও লাভ হবে। এটা করতে পারলে দারুণ হবে।’
ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা থামাতে হলে শেষ ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে কম ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়াকে। শেষে যেন স্কটল্যান্ড-ইংল্যান্ডের পয়েন্ট সমান ৫ হলেও রানরেটে এগিয়ে থাকে স্কটিশরা। কারণ বর্তমানে ১ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের দুটি ম্যাচ বাকি রয়েছে। শেষ দুটি জিতলে তাদের পয়েন্ট হবে স্কটল্যান্ডের সমান ৫। স্কটল্যান্ডের শেষ ম্যাচ যেহেতু নিজেদের বিপক্ষেই তাই নিশ্চিতভাবে ম্যাচ হেরে অঘটনের শিকার হতে চাইবেন না হ্যাজলউডরা।
সেটা নিশ্চিতও করেছেন হ্যাজলউড। তিনি জানিয়েছেন, স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় তারা। তবে প্রতিপক্ষকে কম ব্যবধানে হারানোর লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা প্রতিপক্ষের (স্কটল্যান্ড) বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসেই নামব। তবে তাদের (ইংল্যান্ডের পরের রাউন্ডে যাওয়া) দিক থেকে অনেক সুযোগ রয়েছে। তাই আমি মনে করি বিষয়টা (ইংল্যান্ডের বিদায়) নিশ্চিত করতে আমরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ক্লোজ ব্যবধানে শেষ করতে পারি।’
টানা তৃতীয় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজ সকালে তৃতীয় জয় পাওয়ার ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছেন মিচেল মার্শ-অ্যাডাম জাম্পারা। এক ম্যাচ বাকি থাকলেও এ হারে নামিবিয়ার বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে।
নামিবিয়ার মতো এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডেরও বিদায় ঘণ্টা বাজানোর কৌশল করছে অস্ট্রেলিয়া। জস বাটলারদের বিদায় করার বিষয়টি নিজেই জানিয়েছেন জশ হ্যাজলউড। গ্রুপ ম্যাচে প্রতিপক্ষকে হারালেও সামনে যেন তাদের মুখোমুখি হতে না হয় সেটা নিশ্চিত করতেই কৌশলের পথ বেছে নেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার।
ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার বিষয়ে হ্যাজলউড বলেছেন, ‘ইংল্যান্ড যদি টিকে যায় টুর্নামেন্টে হয়তো আবার তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। শীর্ষ কয়েক দলের মধ্যে তারা অন্যতম। টি-টোয়েন্টিতে তাদের সঙ্গে দুর্দান্ত কিছু লড়াইও হয়েছে। তাই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারলে আমাদের বৃহত্তম স্বার্থের সঙ্গে সম্ভবত অন্যদেরও লাভ হবে। এটা করতে পারলে দারুণ হবে।’
ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা থামাতে হলে শেষ ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে কম ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়াকে। শেষে যেন স্কটল্যান্ড-ইংল্যান্ডের পয়েন্ট সমান ৫ হলেও রানরেটে এগিয়ে থাকে স্কটিশরা। কারণ বর্তমানে ১ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের দুটি ম্যাচ বাকি রয়েছে। শেষ দুটি জিতলে তাদের পয়েন্ট হবে স্কটল্যান্ডের সমান ৫। স্কটল্যান্ডের শেষ ম্যাচ যেহেতু নিজেদের বিপক্ষেই তাই নিশ্চিতভাবে ম্যাচ হেরে অঘটনের শিকার হতে চাইবেন না হ্যাজলউডরা।
সেটা নিশ্চিতও করেছেন হ্যাজলউড। তিনি জানিয়েছেন, স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় তারা। তবে প্রতিপক্ষকে কম ব্যবধানে হারানোর লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা প্রতিপক্ষের (স্কটল্যান্ড) বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসেই নামব। তবে তাদের (ইংল্যান্ডের পরের রাউন্ডে যাওয়া) দিক থেকে অনেক সুযোগ রয়েছে। তাই আমি মনে করি বিষয়টা (ইংল্যান্ডের বিদায়) নিশ্চিত করতে আমরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ক্লোজ ব্যবধানে শেষ করতে পারি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫