টেস্ট ক্রিকেটকে যেন পুনর্জন্ম দিচ্ছে ইংল্যান্ড। বাজবল তত্ত্বের প্রয়োগ মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টেও করছে তারা। প্রথম ইনিংসে ওভার প্রতি সাড়ে পাঁচের বেশি রান তুলে ৯ উইকেটে ৩২৫ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। দিন শেষে ২৮৮ রানে এগিয়েও আছে তারা।
ইংল্যান্ডের ৩২৫ রানের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৩ উইকেটে ৩৭ রান করেছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষের ব্যাটাররা ওভার প্রতি সাড়ে পাঁচের বেশি রান তুলতে সক্ষম হলেও ২.০৫ রান রেটে ব্যাটিং করেছেন স্বাগতিকদের ব্যাটার। রান নেওয়ার গতি ধীর হলেও দ্রুতই হারিয়ে ফেলেছে মহামূল্যবান ৩ উইকেট। ১৭ রানে ব্যাট করা ডেভন কনওয়ের সঙ্গে নাইট ওয়াচ ম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা নেইল ওয়াগনার ৪ রানে অপরাজিত আছেন। ৩ উইকেটের মধ্যে ২টি নিয়েছেন চল্লিশে চালশে না হওয়া পেসার জেমস অ্যান্ডারসন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিজেদের নতুন তত্ত্বের প্রয়োগ করেছে ইংল্যান্ড। টেস্টে হারলেও বাজবল তত্ত্বে কোনো পরিবর্তন আসবে না বলে আগেই ঘোষণা দিয়ে রাখা দলটি তা আবারো প্রমাণ করল। মাত্র ৫৮.২ ওভারে ৯ উইকেটে ৩২৫ রানে প্রথম ইনিংস ঘোষণা তাদের তত্ত্বের সত্যতাই প্রমাণ করে। এ সময় ৫.৫৭ রান রেটে ব্যাটিং করেছেন দলটির ব্যাটাররা।
ইনিংসের শুরুটা কিউইদের হলেও পরে তাদের বোলারদের শাসন করেছেন বেন ডাকেট-হ্যারি ব্রুকরা। দলীয় ১৮ রানে জ্যাক ক্রলি আউট হলে ওলি পোপকে নিয়ে তৃতীয় উইকেটে ৯৯ রানের জুটি গড়েন ডাকেট। ইংল্যান্ড ১০০ রান তুলে মাত্র ৯৯ বলে। প্রতিপক্ষের বোলারদের পিটিয়ে মাত্র ৬৮ বলে ৮৪ রান করে আউট হন ডাকেট। তাঁর বিদায়ের পর দলটি দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বসে।
ডাকেটের মতোই পরে স্বাগতিকদের বোলারদের শাসন করেছেন ব্রুক। ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ৮১ বলে দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেছেন তিনি। মাঝে ষষ্ঠ উইকেটে বেন ফোকসকে নিয়ে তাঁর ব্যক্তিগত রানের মতোই ঠিক ৮৯ রানের জুটিও গড়েন সাদা পোশাকে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলা এই ব্যাটার। তাঁর আউটের পর মাত্র ২৭ রানে ৩ উইকেট হারালে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ৮২ রানে ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার ওয়াগনার।
টেস্টের ইতিহাসে এত কম ওভারে প্রথম ইনিংস ঘোষণা করার উদাহরণ আছে একটি। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৪.৫ ওভারে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। টেস্ট ক্রিকেটকে ধৈর্যের খেলা বলা হলেও ইংল্যান্ড এর সংজ্ঞাটা পরিবর্তন করে দিচ্ছে। টেস্টে ড্র নয় জয়কে মুখ্য মনে করেই তারা মাঠে খেলছে।
টেস্ট ক্রিকেটকে যেন পুনর্জন্ম দিচ্ছে ইংল্যান্ড। বাজবল তত্ত্বের প্রয়োগ মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টেও করছে তারা। প্রথম ইনিংসে ওভার প্রতি সাড়ে পাঁচের বেশি রান তুলে ৯ উইকেটে ৩২৫ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। দিন শেষে ২৮৮ রানে এগিয়েও আছে তারা।
ইংল্যান্ডের ৩২৫ রানের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৩ উইকেটে ৩৭ রান করেছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষের ব্যাটাররা ওভার প্রতি সাড়ে পাঁচের বেশি রান তুলতে সক্ষম হলেও ২.০৫ রান রেটে ব্যাটিং করেছেন স্বাগতিকদের ব্যাটার। রান নেওয়ার গতি ধীর হলেও দ্রুতই হারিয়ে ফেলেছে মহামূল্যবান ৩ উইকেট। ১৭ রানে ব্যাট করা ডেভন কনওয়ের সঙ্গে নাইট ওয়াচ ম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা নেইল ওয়াগনার ৪ রানে অপরাজিত আছেন। ৩ উইকেটের মধ্যে ২টি নিয়েছেন চল্লিশে চালশে না হওয়া পেসার জেমস অ্যান্ডারসন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিজেদের নতুন তত্ত্বের প্রয়োগ করেছে ইংল্যান্ড। টেস্টে হারলেও বাজবল তত্ত্বে কোনো পরিবর্তন আসবে না বলে আগেই ঘোষণা দিয়ে রাখা দলটি তা আবারো প্রমাণ করল। মাত্র ৫৮.২ ওভারে ৯ উইকেটে ৩২৫ রানে প্রথম ইনিংস ঘোষণা তাদের তত্ত্বের সত্যতাই প্রমাণ করে। এ সময় ৫.৫৭ রান রেটে ব্যাটিং করেছেন দলটির ব্যাটাররা।
ইনিংসের শুরুটা কিউইদের হলেও পরে তাদের বোলারদের শাসন করেছেন বেন ডাকেট-হ্যারি ব্রুকরা। দলীয় ১৮ রানে জ্যাক ক্রলি আউট হলে ওলি পোপকে নিয়ে তৃতীয় উইকেটে ৯৯ রানের জুটি গড়েন ডাকেট। ইংল্যান্ড ১০০ রান তুলে মাত্র ৯৯ বলে। প্রতিপক্ষের বোলারদের পিটিয়ে মাত্র ৬৮ বলে ৮৪ রান করে আউট হন ডাকেট। তাঁর বিদায়ের পর দলটি দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বসে।
ডাকেটের মতোই পরে স্বাগতিকদের বোলারদের শাসন করেছেন ব্রুক। ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ৮১ বলে দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেছেন তিনি। মাঝে ষষ্ঠ উইকেটে বেন ফোকসকে নিয়ে তাঁর ব্যক্তিগত রানের মতোই ঠিক ৮৯ রানের জুটিও গড়েন সাদা পোশাকে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলা এই ব্যাটার। তাঁর আউটের পর মাত্র ২৭ রানে ৩ উইকেট হারালে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ৮২ রানে ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার ওয়াগনার।
টেস্টের ইতিহাসে এত কম ওভারে প্রথম ইনিংস ঘোষণা করার উদাহরণ আছে একটি। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৪.৫ ওভারে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। টেস্ট ক্রিকেটকে ধৈর্যের খেলা বলা হলেও ইংল্যান্ড এর সংজ্ঞাটা পরিবর্তন করে দিচ্ছে। টেস্টে ড্র নয় জয়কে মুখ্য মনে করেই তারা মাঠে খেলছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫