ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ের ইতিহাসে ভিনদেশি দুই ক্রিকেটার একটু বেশিই গুরুত্ব পাবেন। একজন বার্বাডোজের জফরা চিওক আর্চার, আরেকজন নিউজিল্যান্ডের বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস।
লড়াকু স্টোকসে লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে ২০১৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে ১০ ইনিংসে ৪৬৫ রান করেছিলেন তিনি, গড় ছিল ৬৬.৪২। বোলিংয়ে নিয়েছিলেন ৭ উইকেট। ইকোনমি রেট ছিল ৪.৮৩। কিউইদের বিপক্ষে ফাইনালে স্টোকসের ৮৪ রানের অপরাজিত ইনিংসটি ইংলিশদের কাছে সব সময়ই জীবন্ত হয়ে থাকবে।
স্টোকসের পাশাপাশি বার্বাডোজের আর্চার নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের বোলিং আক্রমণকে। ১১ ম্যাচে ৪.৫৭ ইকোনমি রেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন এই পেসার। কিন্তু গত বিশ্বকাপ জয়ের দুই নায়কই ২০২৩ বিশ্বকাপে না থাকার জোর সম্ভাবনা ছিল।
স্টোকস মাঝে অবসর নিয়েছিলেন সাদা বলের ক্রিকেট থেকে। কিন্তু বিশ্বকাপের আগমুহূর্তে জস বাটলারদের অনুরোধে অবসর ভেঙে আবারও ফিরলেন ওয়ানডে সংস্করণে। কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে সংস্করণে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংসটি খেলেছেন।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে স্টোকস আছেন; কিন্তু দীর্ঘদিন কনুইয়ের চোটে থাকা আর্চারের তো জায়গায় হয়নি। তবে কি আসন্ন ভারত বিশ্বকাপে এই স্পিড স্টারকে দেখাই যাবে না? একটু দেরি করে হলেও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, বিশ্বকাপে আর্চারকে নিয়েই ভারতে যাবেন ইংলিশরা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সঙ্গে থাকবেন আর্চার। ভারতে চলবে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া। আপাতত রিজার্ভ বেঞ্চে থাকবেন। কোনো ক্রিকেটার চোটে পড়লে তখন কপাল খুলে যাবে তাঁর। আর্চার সর্বশেষ গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
আজ ইংল্যান্ড পুরুষ দলের নির্বাচক লুক রাইট জানিয়েছেন, রিজার্ভ ক্রিকেটার হিসেবে আর্চারকে বিশ্বকাপে নেওয়া হবে। রাইটের ভাষায়, ‘জফরা আর্চার ভারতে দলের সঙ্গে যাবে। সে রিজার্ভ খেলোয়াড়দের একজন। কিন্তু আমাদের তার দিকে খেয়াল রাখতে হবে, পুনর্বাসনে নজর দিতে হবে।’
আর্চারকে বড় সম্পদ আখ্যা দিয়ে লুক রাইট আরও বলেন, ‘সে দ্রুতই সেরে উঠবে না, বিশেষ করে বিশ্বকাপের প্রথম অংশে। তাকে নিয়ে আমাদের দায়িত্ব আছে। দীর্ঘ মেয়াদে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেটি নিশ্চিত করতে হবে। কারণ, আমরা তাকে দীর্ঘ মেয়াদে বড় একটি সম্পদ বলে মনে করি। বিশ্বকাপের শুরুতে তাকে ফেরানোর যত ইচ্ছাই থাকুক না কেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের হাতে সময় নেই।’
ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ের ইতিহাসে ভিনদেশি দুই ক্রিকেটার একটু বেশিই গুরুত্ব পাবেন। একজন বার্বাডোজের জফরা চিওক আর্চার, আরেকজন নিউজিল্যান্ডের বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস।
লড়াকু স্টোকসে লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে ২০১৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে ১০ ইনিংসে ৪৬৫ রান করেছিলেন তিনি, গড় ছিল ৬৬.৪২। বোলিংয়ে নিয়েছিলেন ৭ উইকেট। ইকোনমি রেট ছিল ৪.৮৩। কিউইদের বিপক্ষে ফাইনালে স্টোকসের ৮৪ রানের অপরাজিত ইনিংসটি ইংলিশদের কাছে সব সময়ই জীবন্ত হয়ে থাকবে।
স্টোকসের পাশাপাশি বার্বাডোজের আর্চার নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের বোলিং আক্রমণকে। ১১ ম্যাচে ৪.৫৭ ইকোনমি রেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন এই পেসার। কিন্তু গত বিশ্বকাপ জয়ের দুই নায়কই ২০২৩ বিশ্বকাপে না থাকার জোর সম্ভাবনা ছিল।
স্টোকস মাঝে অবসর নিয়েছিলেন সাদা বলের ক্রিকেট থেকে। কিন্তু বিশ্বকাপের আগমুহূর্তে জস বাটলারদের অনুরোধে অবসর ভেঙে আবারও ফিরলেন ওয়ানডে সংস্করণে। কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে সংস্করণে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংসটি খেলেছেন।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে স্টোকস আছেন; কিন্তু দীর্ঘদিন কনুইয়ের চোটে থাকা আর্চারের তো জায়গায় হয়নি। তবে কি আসন্ন ভারত বিশ্বকাপে এই স্পিড স্টারকে দেখাই যাবে না? একটু দেরি করে হলেও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, বিশ্বকাপে আর্চারকে নিয়েই ভারতে যাবেন ইংলিশরা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সঙ্গে থাকবেন আর্চার। ভারতে চলবে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া। আপাতত রিজার্ভ বেঞ্চে থাকবেন। কোনো ক্রিকেটার চোটে পড়লে তখন কপাল খুলে যাবে তাঁর। আর্চার সর্বশেষ গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
আজ ইংল্যান্ড পুরুষ দলের নির্বাচক লুক রাইট জানিয়েছেন, রিজার্ভ ক্রিকেটার হিসেবে আর্চারকে বিশ্বকাপে নেওয়া হবে। রাইটের ভাষায়, ‘জফরা আর্চার ভারতে দলের সঙ্গে যাবে। সে রিজার্ভ খেলোয়াড়দের একজন। কিন্তু আমাদের তার দিকে খেয়াল রাখতে হবে, পুনর্বাসনে নজর দিতে হবে।’
আর্চারকে বড় সম্পদ আখ্যা দিয়ে লুক রাইট আরও বলেন, ‘সে দ্রুতই সেরে উঠবে না, বিশেষ করে বিশ্বকাপের প্রথম অংশে। তাকে নিয়ে আমাদের দায়িত্ব আছে। দীর্ঘ মেয়াদে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেটি নিশ্চিত করতে হবে। কারণ, আমরা তাকে দীর্ঘ মেয়াদে বড় একটি সম্পদ বলে মনে করি। বিশ্বকাপের শুরুতে তাকে ফেরানোর যত ইচ্ছাই থাকুক না কেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের হাতে সময় নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে