রেকর্ড গড়তে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজকে যেন পাখির চোখ করে রেখেছিলেন বাবর আজম। টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজেও পাল্লা দিয়ে গড়ছেন রেকর্ড। পাকিস্তানি অধিনায়ককে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছেন রমিজ রাজা।
করাচিতে গতকাল চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছেন বাবর। ১১৭ বলে ১০৭ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড নিজের করে নেন। ৯৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক। এর আগে ওয়ানডেতে ১০১ ইনিংসে ৫০০০ রানের কীর্তি গড়েছিলেন হাশিম আমলা। তাছাড়া চলমান পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে রান সংগ্রাহকদের তালিকায় সেরা তিনে আছেন বাবর। বাবরের প্রশংসা করতে গিয়ে রমিজ বলেন, ‘ডন ব্র্যাডম্যানের চেয়ে কোনো অংশে কম নয় বাবর আজম। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে সেরা খেলোয়াড়। আমি তার মতো এমন ধারাবাহিক খেলোয়াড় এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে তেমন একটা দেখিনি। তার এই পারফরম্যান্সের ভিত্তি হলো টেকনিক ও ধৈর্য। তার কৌশলগত কোনো সমস্যা নেই। ঘাসযুক্ত পিচ হোক বা করাচির মতো উইকেট, যেখানে বোলাররা সংগ্রাম করে।’
বাবরের রেকর্ড গড়ার দিনে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে পাকিস্তান। পাকিস্তানের শীর্ষে ওঠা বাবরের জন্য সম্ভব হয়েছে বলে মনে করেন রমিজ, ‘সে দ্রুততম ৫০০০ রান করেছে এবং ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে গেছে, যা বড় অর্জন। তার কারণেই পাকিস্তান এক নম্বর দল হয়ে উঠেছে।’
রেকর্ড গড়তে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজকে যেন পাখির চোখ করে রেখেছিলেন বাবর আজম। টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজেও পাল্লা দিয়ে গড়ছেন রেকর্ড। পাকিস্তানি অধিনায়ককে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছেন রমিজ রাজা।
করাচিতে গতকাল চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছেন বাবর। ১১৭ বলে ১০৭ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড নিজের করে নেন। ৯৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক। এর আগে ওয়ানডেতে ১০১ ইনিংসে ৫০০০ রানের কীর্তি গড়েছিলেন হাশিম আমলা। তাছাড়া চলমান পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে রান সংগ্রাহকদের তালিকায় সেরা তিনে আছেন বাবর। বাবরের প্রশংসা করতে গিয়ে রমিজ বলেন, ‘ডন ব্র্যাডম্যানের চেয়ে কোনো অংশে কম নয় বাবর আজম। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে সেরা খেলোয়াড়। আমি তার মতো এমন ধারাবাহিক খেলোয়াড় এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে তেমন একটা দেখিনি। তার এই পারফরম্যান্সের ভিত্তি হলো টেকনিক ও ধৈর্য। তার কৌশলগত কোনো সমস্যা নেই। ঘাসযুক্ত পিচ হোক বা করাচির মতো উইকেট, যেখানে বোলাররা সংগ্রাম করে।’
বাবরের রেকর্ড গড়ার দিনে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে পাকিস্তান। পাকিস্তানের শীর্ষে ওঠা বাবরের জন্য সম্ভব হয়েছে বলে মনে করেন রমিজ, ‘সে দ্রুততম ৫০০০ রান করেছে এবং ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে গেছে, যা বড় অর্জন। তার কারণেই পাকিস্তান এক নম্বর দল হয়ে উঠেছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫