নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল—টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এমন একটি প্রসঙ্গ সামনে আসায় আলোচনা বেড়েছিল আরও। যদিও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছিলেন শুধু খেলায় মনোযোগী হওয়ার কথা। তবে আজ কলম্বোয় ইনিংস ও ৭৮ রানে হারের পর সেই আলোচনা আর জল্পনা-জটিলতায় রাখেননি। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে শান্ত জানিয়ে দিয়েছেন—তিনি আর টেস্ট দলের অধিনায়কত্ব করবেন না।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল। আমি টেস্ট অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব ধারাবাহিক করতে চাই না। সবাইকে পরিস্কারভাবে ম্যাসেজটা দিতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, এটাতে দলের ভালো কিছুই হবে।’
এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় শান্তকে। তখন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, আলোচনা ছাড়াই তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়।
গলে প্রথম টেস্টে ব্যাটিং ও নেতৃত্বে দারুণ ভূমিকা রাখেন শান্ত। তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়বেন না বলেও আশা করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে দ্বিতীয় টেস্টে এসে সব ছাপিয়ে হতাশায় আচ্ছন্ন বাংলাদেশ। ব্যাটিংয়ে ধসে পড়ার সেই পুরোনো গল্প। দুই ইনিংস মিলে শ্রীলঙ্কার এক ইনিংসের রান করতে না পারা, কিছুটা হতাশারই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘প্রথম টেস্ট যেভাবে শেষ করেছিলাম, তারপর এই টেস্টের পারফরম্যান্স খুবই হতাশাজনক। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং মান অনুযায়ী হয়নি। সুযোগ ছিল, কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।’
শান্তর নেতৃত্বে ১৪ টেস্টে ৪ জয়ের বিপরীতে ৯ হার, একটি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে দেশের মাঠে প্রথম টেস্ট জয় ছিল বাংলাদেশ বিশেষ অর্জন।
কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল—টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এমন একটি প্রসঙ্গ সামনে আসায় আলোচনা বেড়েছিল আরও। যদিও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছিলেন শুধু খেলায় মনোযোগী হওয়ার কথা। তবে আজ কলম্বোয় ইনিংস ও ৭৮ রানে হারের পর সেই আলোচনা আর জল্পনা-জটিলতায় রাখেননি। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে শান্ত জানিয়ে দিয়েছেন—তিনি আর টেস্ট দলের অধিনায়কত্ব করবেন না।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল। আমি টেস্ট অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব ধারাবাহিক করতে চাই না। সবাইকে পরিস্কারভাবে ম্যাসেজটা দিতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, এটাতে দলের ভালো কিছুই হবে।’
এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় শান্তকে। তখন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, আলোচনা ছাড়াই তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়।
গলে প্রথম টেস্টে ব্যাটিং ও নেতৃত্বে দারুণ ভূমিকা রাখেন শান্ত। তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়বেন না বলেও আশা করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে দ্বিতীয় টেস্টে এসে সব ছাপিয়ে হতাশায় আচ্ছন্ন বাংলাদেশ। ব্যাটিংয়ে ধসে পড়ার সেই পুরোনো গল্প। দুই ইনিংস মিলে শ্রীলঙ্কার এক ইনিংসের রান করতে না পারা, কিছুটা হতাশারই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘প্রথম টেস্ট যেভাবে শেষ করেছিলাম, তারপর এই টেস্টের পারফরম্যান্স খুবই হতাশাজনক। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং মান অনুযায়ী হয়নি। সুযোগ ছিল, কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।’
শান্তর নেতৃত্বে ১৪ টেস্টে ৪ জয়ের বিপরীতে ৯ হার, একটি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে দেশের মাঠে প্রথম টেস্ট জয় ছিল বাংলাদেশ বিশেষ অর্জন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে