ক্রীড়া ডেস্ক
ট্রাভিস হেড যেন ভারতের আসল মাথাব্যথা। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা এক রকম ডালভাত বানিয়েছে ফেলেছেন তিনি। এশিয়ার দলটির বিপক্ষে টেস্টে টানা দুই ইনিংসে তিন অঙ্কের দেখা পেয়েছেন হেড। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে হেডের সেঞ্চুরিতে ভারতের ওপর ছড়ি ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া-ভারত সিরিজের তৃতীয় টেস্ট গতকাল শুরু হয়েছে ব্রিসবেনের গ্যাবায়। তবে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছিল কেবল ৮০ বল। অস্ট্রেলিয়া কোনো উইকেট হারায়নি। আজ টেস্টের দ্বিতীয় দিনেই রানের পাহাড় গড়েছে অজিরা। প্রথম ইনিংসে এরই মধ্যে ৪০৫ রান করে ফেলেছে স্বাগতিকেরা।
প্রথম ইনিংসে বিনা উইকেটে ২৮ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তবে অজিদের উদ্বোধনী জুটি ভেঙে গেছে তাড়াতাড়ি। ১৭তম ওভারের প্রথম বলে উসমান খাজাকে ফেরান জসপ্রীত বুমরা। এক ওভার বিরতিতে এসে আরেক ওপেনার নাথান ম্যাকসুইনির উইকেটও তুলে ফেলেন বুমরা। বিনা উইকেটে ৩১ রান থেকে মুহূর্তেই ২ উইকেটে ৩৮ রানে পরিণত হয় অজিরা।
শুরুতেই চাপে পড়া অস্ট্রেলিয়াকে টেনে তোলার চেষ্টা করেন স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন। তৃতীয় উইকেটে স্মিথ-লাবুশেন গড়েন ৮৯ বলে ৩৭ রানের জুটি। ৩৪তম ওভারের দ্বিতীয় বলে লাবুশেনকে ফিরিয়ে জুটি ভাঙেন নীতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৩৩.২ ওভারে ৩ উইকেটে ৭৫ রান।
পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন ভারতের আসল মাথাব্যথা হেড। চতুর্থ উইকেটে স্মিথের সঙ্গে ৩০২ বলে ২৪১ রানের জুটি গড়তে অবদান রাখেন হেড। ৭৯.৮০ স্ট্রাইকরেটই প্রমাণ করে এই জুটি কতটা বিস্ফোরক ব্যাটিং করেছেন। স্মিথ, হেড দুই ব্যাটারই সেঞ্চুরি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি পেয়েছেন স্মিথ। তাঁর সঙ্গী হেড ক্রিকেটের রাজকীয় সংস্করণে তুলে নিয়েছেন নবম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে এটা হেডের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। এশিয়ার দলটির বিপক্ষে টেস্টে তিন সেঞ্চুরি তিনি পেয়েছেন ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের ডিসেম্বর-এই দেড় বছরের ব্যবধানে।
৮৩তম ওভারের শেষ বলে স্মিথকে ফিরিয়ে ২৪১ রানের মহাকাব্যিক জুটিটি ভাঙেন বুমরা। ১৯০ বলে ১২ চারে ১০১ রান করেন স্মিথ। তিনি সেঞ্চুরির পর ইনিংস বড় করতে না পারলেও হেড ১৫০ পেরিয়েছেন। ১৬০ বলে ১৮ চারে ১৫২ রান করেন হেড। ৯৫ স্ট্রাইকরেটে ব্যাটিং করা এই বিস্ফোরক ক্রিকেটারের উইকেটও নিয়েছেন বুমরা। ব্রিসবেনে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৭ উইকেটে ৪০৫ রানে। বুমরা ৭২ রানে নিয়েছেন ৫ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও রেড্ডি।
ট্রাভিস হেড যেন ভারতের আসল মাথাব্যথা। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা এক রকম ডালভাত বানিয়েছে ফেলেছেন তিনি। এশিয়ার দলটির বিপক্ষে টেস্টে টানা দুই ইনিংসে তিন অঙ্কের দেখা পেয়েছেন হেড। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে হেডের সেঞ্চুরিতে ভারতের ওপর ছড়ি ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া-ভারত সিরিজের তৃতীয় টেস্ট গতকাল শুরু হয়েছে ব্রিসবেনের গ্যাবায়। তবে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছিল কেবল ৮০ বল। অস্ট্রেলিয়া কোনো উইকেট হারায়নি। আজ টেস্টের দ্বিতীয় দিনেই রানের পাহাড় গড়েছে অজিরা। প্রথম ইনিংসে এরই মধ্যে ৪০৫ রান করে ফেলেছে স্বাগতিকেরা।
প্রথম ইনিংসে বিনা উইকেটে ২৮ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তবে অজিদের উদ্বোধনী জুটি ভেঙে গেছে তাড়াতাড়ি। ১৭তম ওভারের প্রথম বলে উসমান খাজাকে ফেরান জসপ্রীত বুমরা। এক ওভার বিরতিতে এসে আরেক ওপেনার নাথান ম্যাকসুইনির উইকেটও তুলে ফেলেন বুমরা। বিনা উইকেটে ৩১ রান থেকে মুহূর্তেই ২ উইকেটে ৩৮ রানে পরিণত হয় অজিরা।
শুরুতেই চাপে পড়া অস্ট্রেলিয়াকে টেনে তোলার চেষ্টা করেন স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন। তৃতীয় উইকেটে স্মিথ-লাবুশেন গড়েন ৮৯ বলে ৩৭ রানের জুটি। ৩৪তম ওভারের দ্বিতীয় বলে লাবুশেনকে ফিরিয়ে জুটি ভাঙেন নীতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৩৩.২ ওভারে ৩ উইকেটে ৭৫ রান।
পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন ভারতের আসল মাথাব্যথা হেড। চতুর্থ উইকেটে স্মিথের সঙ্গে ৩০২ বলে ২৪১ রানের জুটি গড়তে অবদান রাখেন হেড। ৭৯.৮০ স্ট্রাইকরেটই প্রমাণ করে এই জুটি কতটা বিস্ফোরক ব্যাটিং করেছেন। স্মিথ, হেড দুই ব্যাটারই সেঞ্চুরি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি পেয়েছেন স্মিথ। তাঁর সঙ্গী হেড ক্রিকেটের রাজকীয় সংস্করণে তুলে নিয়েছেন নবম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে এটা হেডের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। এশিয়ার দলটির বিপক্ষে টেস্টে তিন সেঞ্চুরি তিনি পেয়েছেন ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের ডিসেম্বর-এই দেড় বছরের ব্যবধানে।
৮৩তম ওভারের শেষ বলে স্মিথকে ফিরিয়ে ২৪১ রানের মহাকাব্যিক জুটিটি ভাঙেন বুমরা। ১৯০ বলে ১২ চারে ১০১ রান করেন স্মিথ। তিনি সেঞ্চুরির পর ইনিংস বড় করতে না পারলেও হেড ১৫০ পেরিয়েছেন। ১৬০ বলে ১৮ চারে ১৫২ রান করেন হেড। ৯৫ স্ট্রাইকরেটে ব্যাটিং করা এই বিস্ফোরক ক্রিকেটারের উইকেটও নিয়েছেন বুমরা। ব্রিসবেনে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৭ উইকেটে ৪০৫ রানে। বুমরা ৭২ রানে নিয়েছেন ৫ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও রেড্ডি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫