নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১২৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভালো শুরুর পরও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করতে পারে বাংলাদেশ। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১২৩ রান।
টানা ব্যর্থ হওয়ায় আজ ওপেনিং জুটিতে পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। সৌম্য সরকাররে জায়গায় মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেন করেন অলরাউন্ডার মেহেদী হাসান। ওপেনিং জুটিতে সিরিজের ভালো শুরুটা আসে এই ম্যাচেই। ৪.৩ ওভারে ৪২ রান আসে নাঈম–মেহেদীর ব্যাট থেকে। ১৩ রান করা মেহেদী অ্যাশটন টার্নারের বলে মারতে গিয়ে মিডউইকেটে অ্যাশটন অ্যাগারের হাতে ধরা পড়েন।
এরপরই অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের চেপে ধরেন। নাঈম ২৩ বলে ২৩ রান করে ড্যান ক্রিস্টিয়ানের বলে পয়েন্টে অ্যাগারের ক্যাচে পরিণত হন। সাকিব আল হাসানও দলকে চাপ মুক্ত করতে পারেননি। ২০ বলে ১১ রানের ধীর গতির ইনিংস খেলে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু ফাঁদে পড়েন সাকিব। দলের রান তখন ৩ উইকেট ৬০ রান।
চারে নামার সৌম্য ও অধিনায়ক মাহমুদউল্লাহ ধীর গতিতে রানের চাকা সচল রাখেন। মাহমুদউল্লাহ ইনিংস বড় করতে পারেনি। ১৪ বলে ১৯ রান করে টাইমিংয়ের হেরফের করে অ্যাগারের বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ। এরপর বিদায় নেন সৌম্য (১৬)। ক্রিস্টিয়ানের বলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন তিনি।
শেষ দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে ব্যর্থ হন। নুরুল হাসান সোহান ৮ রান করে নাথান এলিসের বলে বোল্ড হন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১২৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভালো শুরুর পরও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করতে পারে বাংলাদেশ। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১২৩ রান।
টানা ব্যর্থ হওয়ায় আজ ওপেনিং জুটিতে পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। সৌম্য সরকাররে জায়গায় মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেন করেন অলরাউন্ডার মেহেদী হাসান। ওপেনিং জুটিতে সিরিজের ভালো শুরুটা আসে এই ম্যাচেই। ৪.৩ ওভারে ৪২ রান আসে নাঈম–মেহেদীর ব্যাট থেকে। ১৩ রান করা মেহেদী অ্যাশটন টার্নারের বলে মারতে গিয়ে মিডউইকেটে অ্যাশটন অ্যাগারের হাতে ধরা পড়েন।
এরপরই অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের চেপে ধরেন। নাঈম ২৩ বলে ২৩ রান করে ড্যান ক্রিস্টিয়ানের বলে পয়েন্টে অ্যাগারের ক্যাচে পরিণত হন। সাকিব আল হাসানও দলকে চাপ মুক্ত করতে পারেননি। ২০ বলে ১১ রানের ধীর গতির ইনিংস খেলে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু ফাঁদে পড়েন সাকিব। দলের রান তখন ৩ উইকেট ৬০ রান।
চারে নামার সৌম্য ও অধিনায়ক মাহমুদউল্লাহ ধীর গতিতে রানের চাকা সচল রাখেন। মাহমুদউল্লাহ ইনিংস বড় করতে পারেনি। ১৪ বলে ১৯ রান করে টাইমিংয়ের হেরফের করে অ্যাগারের বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ। এরপর বিদায় নেন সৌম্য (১৬)। ক্রিস্টিয়ানের বলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন তিনি।
শেষ দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে ব্যর্থ হন। নুরুল হাসান সোহান ৮ রান করে নাথান এলিসের বলে বোল্ড হন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫