বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন স্বর্ণা আক্তার। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েরা পেয়েছে প্রথম জয়। প্রোটিয়া মেয়েদের বিপক্ষে প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টিতে পাওয়া জয়টিতে বড় ভূমিকা স্বর্ণার। এই লেগস্পিনারই চাপের মুখে বাংলাদেশকে ম্যাচে ফেরান।
লক্ষ্য তাড়া করতে নামা প্রোটিয়াদের ইনিংসের ১৮তম ওভার করতে এসে নেন দুই উইকেট। ইনিংসের শেষ ওভারেও করেন জোড়া শিকার। তার আগে এনে দিয়েছিলেন আরেকটি ব্রেকথ্রু। ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়ে স্বর্ণাই ম্যাচসেরা। গতকাল বেনোনিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৩ রানের জয়ে বাংলাদেশও এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
এমন ম্যাচ জেতানো দুর্দান্ত বোলিং করার ব্যাপারে কী পরিকল্পনা ছিল সেটি জানিয়েছেন স্বর্ণা। এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বাইরের দেশে এসে আমরা প্রথম ম্যাচ খুব ভালো...মানে আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল বিধায় আমরা ভালো করতে পেরেছি। আমার পরিকল্পনা ছিল উইকেট টু উইকেট ডট বল করা আর কীভাবে খেলাটাকে বের করা যায়।’
আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে স্বর্ণার প্রায় ৩০ সেকেন্ডের এক ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে এই বাংলাদেশি তারকা পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘পরবতীর পরিকল্পনা থাকবে, যেহেতু আমি অলরাউন্ডার, ব্যাটিংয়ের সুযোগ পাইনি তবে বোলার হিসেবে আমার ভূমিকা পালন করতে পারছি আজকে (গতকাল), এটা নিয়ে আলহামদুলিল্লাহ। সামনে যদি সুযোগ পাই আরও ভালো কিছু করব ইনশাল্লাহ।’
বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন স্বর্ণা আক্তার। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েরা পেয়েছে প্রথম জয়। প্রোটিয়া মেয়েদের বিপক্ষে প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টিতে পাওয়া জয়টিতে বড় ভূমিকা স্বর্ণার। এই লেগস্পিনারই চাপের মুখে বাংলাদেশকে ম্যাচে ফেরান।
লক্ষ্য তাড়া করতে নামা প্রোটিয়াদের ইনিংসের ১৮তম ওভার করতে এসে নেন দুই উইকেট। ইনিংসের শেষ ওভারেও করেন জোড়া শিকার। তার আগে এনে দিয়েছিলেন আরেকটি ব্রেকথ্রু। ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়ে স্বর্ণাই ম্যাচসেরা। গতকাল বেনোনিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৩ রানের জয়ে বাংলাদেশও এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
এমন ম্যাচ জেতানো দুর্দান্ত বোলিং করার ব্যাপারে কী পরিকল্পনা ছিল সেটি জানিয়েছেন স্বর্ণা। এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বাইরের দেশে এসে আমরা প্রথম ম্যাচ খুব ভালো...মানে আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল বিধায় আমরা ভালো করতে পেরেছি। আমার পরিকল্পনা ছিল উইকেট টু উইকেট ডট বল করা আর কীভাবে খেলাটাকে বের করা যায়।’
আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে স্বর্ণার প্রায় ৩০ সেকেন্ডের এক ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে এই বাংলাদেশি তারকা পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘পরবতীর পরিকল্পনা থাকবে, যেহেতু আমি অলরাউন্ডার, ব্যাটিংয়ের সুযোগ পাইনি তবে বোলার হিসেবে আমার ভূমিকা পালন করতে পারছি আজকে (গতকাল), এটা নিয়ে আলহামদুলিল্লাহ। সামনে যদি সুযোগ পাই আরও ভালো কিছু করব ইনশাল্লাহ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫