আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর বিদায় নেওয়া মহেন্দ্র সিং ধোনির ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কটা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাজে লাগাচ্ছে অন্যভাবে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি ভারতীয় দলে থাকছেন পরার্শক বা মেন্টর হিসেবে।
বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ‘দুর্দান্ত’ বলছেন ক্রিকেট বিশ্লেষকেরাও। দুই দিন আগে মাইকেল ভন বললেন, ‘ভারতীয় দল যত সিদ্ধান্ত নিয়েছে, এটি হচ্ছে সবচেয়ে সেরা। ডাগআউটে তার (ধোনি) মতো মস্তিষ্কের উপস্থিতি আপনার খুব দরকার।’ ভারতের পথ ধরে হেঁটেছে শ্রীলঙ্কাও।
গতকাল শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে ঘোষণা করেছে মাহেলা জয়াবর্ধনের নাম। বিশ্বকাপের মূল পর্ব বা ‘সুপার টুয়েলভ’ খেলার আগে বাংলাদেশের মতো শ্রীলঙ্কাকেও খেলতে হবে বাছাইপর্ব। বাছাইয়ে লঙ্কানদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। প্রতিটি ম্যাচ পড়েছে আরব আমিরাতেই।
আপাতত এই প্রথম রাউন্ডের তিনটি ম্যাচেই শ্রীলঙ্কার পরামর্শক হচ্ছেন জয়াবর্ধনে। এই মুহূর্তে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবেকাজ করছেন তিনি। টুর্নামেন্ট শেষে যোগ দেবেন শ্রীলঙ্কা দলের সঙ্গে। আইপিএলে জৈব সুরক্ষাবলয়ের ভেতরে থাকায় সেখান থেকে শ্রীলঙ্কা দলের জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে তাঁকে কোনো বাড়তি কোয়ারেন্টিন করতে হবে না।
শুধু এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই নয়, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলেরও পরামর্শক হিসেবে কাজ করবেন জয়াবর্ধনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবে তাঁর চুক্তিটা অবৈতনিক।
ধোনি-জয়াবর্ধনে ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি। দুজনেরই অভিজ্ঞতা আছে আইসিসি টুর্নামেন্ট জেতার। একাধিক ফাইনাল খেলার। তাঁদের আছে বর্ণিল, সফল এক ক্যারিয়ার। ভারত তাই কাজে লাগাচ্ছে ধোনির মতো ক্রিকেটমস্তিষ্ককে। আর জয়াবর্ধনকে কাজে লাগাচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ দলে অবশ্য এমন কোনো মেন্টর বা পরামর্শক দেখার সম্ভাবনা আপাতত নেই। দলে একজন মেন্টর বা পরামর্শক রাখার পরিকল্পনা এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেই বলেই জানা গেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর বিদায় নেওয়া মহেন্দ্র সিং ধোনির ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কটা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাজে লাগাচ্ছে অন্যভাবে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি ভারতীয় দলে থাকছেন পরার্শক বা মেন্টর হিসেবে।
বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ‘দুর্দান্ত’ বলছেন ক্রিকেট বিশ্লেষকেরাও। দুই দিন আগে মাইকেল ভন বললেন, ‘ভারতীয় দল যত সিদ্ধান্ত নিয়েছে, এটি হচ্ছে সবচেয়ে সেরা। ডাগআউটে তার (ধোনি) মতো মস্তিষ্কের উপস্থিতি আপনার খুব দরকার।’ ভারতের পথ ধরে হেঁটেছে শ্রীলঙ্কাও।
গতকাল শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে ঘোষণা করেছে মাহেলা জয়াবর্ধনের নাম। বিশ্বকাপের মূল পর্ব বা ‘সুপার টুয়েলভ’ খেলার আগে বাংলাদেশের মতো শ্রীলঙ্কাকেও খেলতে হবে বাছাইপর্ব। বাছাইয়ে লঙ্কানদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। প্রতিটি ম্যাচ পড়েছে আরব আমিরাতেই।
আপাতত এই প্রথম রাউন্ডের তিনটি ম্যাচেই শ্রীলঙ্কার পরামর্শক হচ্ছেন জয়াবর্ধনে। এই মুহূর্তে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবেকাজ করছেন তিনি। টুর্নামেন্ট শেষে যোগ দেবেন শ্রীলঙ্কা দলের সঙ্গে। আইপিএলে জৈব সুরক্ষাবলয়ের ভেতরে থাকায় সেখান থেকে শ্রীলঙ্কা দলের জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে তাঁকে কোনো বাড়তি কোয়ারেন্টিন করতে হবে না।
শুধু এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই নয়, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলেরও পরামর্শক হিসেবে কাজ করবেন জয়াবর্ধনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবে তাঁর চুক্তিটা অবৈতনিক।
ধোনি-জয়াবর্ধনে ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি। দুজনেরই অভিজ্ঞতা আছে আইসিসি টুর্নামেন্ট জেতার। একাধিক ফাইনাল খেলার। তাঁদের আছে বর্ণিল, সফল এক ক্যারিয়ার। ভারত তাই কাজে লাগাচ্ছে ধোনির মতো ক্রিকেটমস্তিষ্ককে। আর জয়াবর্ধনকে কাজে লাগাচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ দলে অবশ্য এমন কোনো মেন্টর বা পরামর্শক দেখার সম্ভাবনা আপাতত নেই। দলে একজন মেন্টর বা পরামর্শক রাখার পরিকল্পনা এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেই বলেই জানা গেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে