নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিচিত নাম সাকিব আল হাসান। এখনো বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে দাপিয়ে বেড়ান এই অলরাউন্ডার। মোস্তাফিজুর রহমান-লিটন দাসরাও এখন ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ। তবে এমন একসময় ছিল, ঢালাওভাবে ডাক পেতেন না বাংলাদেশের খেলোয়াড়েরা।
সময়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও যেন একটা বড় পরিবর্তন স্পষ্ট। সাকিবের পাশাপাশি মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোহাম্মদ মিঠুনদের মতো একঝাঁক ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন এবং কেউ খেলছেনও।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এটাকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ব্যস্ত সূচি হয়ে উঠেছে প্রতিটি মৌসুম। খেলোয়াড়দের ওপর খেলার চাপও যায় অনেকটা। তাই খেলোয়াড়ের শারীরিক অবস্থা এবং আগে-পরের সিরিজ ও টুর্নামেন্ট বিবেচনায় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হচ্ছে জানিয়েছেন তিনি।
আজ মিরপুরে সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য এটি একটি ইতিবাচক দিক, আমাদের ক্রিকেটাররা বাইরের বিভিন্ন লিগে ডাক পাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড যেটা করছে, প্রত্যেক ক্রিকেটারের ওয়ার্কলোড (কাজের চাপ) এবং তাদের (ফ্র্যাঞ্চাইজি লিগের) আগের অংশগ্রহণ ও পরে অংশগ্রহণ—সবকিছু বিবেচনায় নিয়ে আমরা অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা করেছি। সেভাবেই আমাদের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’
লিগের সংখ্যাও বেড়েছে অনেক। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ঘরোয়া লিগের খেলাও রয়েছে। সবকিছু দেখেই সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘এর আগে আমাদের একটা পলিসি ছিল যে (বছরে) সর্বোচ্চ দুটা লিগে আমরা অনুমতি দেব। কিন্তু এখন যেভাবে ঘরোয়া লিগগুলো হচ্ছে, এর ফলে লিগের সংখ্যায় না গিয়ে, ওয়ার্কলোডটাকে বিবেচনায় নিচ্ছি। আন্তর্জাতিক অংশগ্রহণ, ঘরোয়া লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড দরকার, এগুলো বিবেচনা করে এবং ভবিষ্যতে যে টুর্নামেন্টগুলো আছে, সেগুলোতে অংশগ্রহণ আরেকটি বিবেচনার বিষয়। সবগুলো বিবেচনা করেই আমরা ছাড়পত্র দিচ্ছি।’
ওয়ার্কলোডের কথা বিবেচনা করেই তাসকিন আহমদেকে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, ‘লঙ্কান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনা আছে। তার যে সম্প্রতি অংশগ্রহণ ছিল, তার ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্য খেলোয়াড়দের যাদের, প্রায় সবাইকেই আমরা ছাড়পত্র দিচ্ছি।’
বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিচিত নাম সাকিব আল হাসান। এখনো বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে দাপিয়ে বেড়ান এই অলরাউন্ডার। মোস্তাফিজুর রহমান-লিটন দাসরাও এখন ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ। তবে এমন একসময় ছিল, ঢালাওভাবে ডাক পেতেন না বাংলাদেশের খেলোয়াড়েরা।
সময়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও যেন একটা বড় পরিবর্তন স্পষ্ট। সাকিবের পাশাপাশি মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোহাম্মদ মিঠুনদের মতো একঝাঁক ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন এবং কেউ খেলছেনও।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এটাকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ব্যস্ত সূচি হয়ে উঠেছে প্রতিটি মৌসুম। খেলোয়াড়দের ওপর খেলার চাপও যায় অনেকটা। তাই খেলোয়াড়ের শারীরিক অবস্থা এবং আগে-পরের সিরিজ ও টুর্নামেন্ট বিবেচনায় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হচ্ছে জানিয়েছেন তিনি।
আজ মিরপুরে সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য এটি একটি ইতিবাচক দিক, আমাদের ক্রিকেটাররা বাইরের বিভিন্ন লিগে ডাক পাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড যেটা করছে, প্রত্যেক ক্রিকেটারের ওয়ার্কলোড (কাজের চাপ) এবং তাদের (ফ্র্যাঞ্চাইজি লিগের) আগের অংশগ্রহণ ও পরে অংশগ্রহণ—সবকিছু বিবেচনায় নিয়ে আমরা অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা করেছি। সেভাবেই আমাদের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’
লিগের সংখ্যাও বেড়েছে অনেক। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ঘরোয়া লিগের খেলাও রয়েছে। সবকিছু দেখেই সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘এর আগে আমাদের একটা পলিসি ছিল যে (বছরে) সর্বোচ্চ দুটা লিগে আমরা অনুমতি দেব। কিন্তু এখন যেভাবে ঘরোয়া লিগগুলো হচ্ছে, এর ফলে লিগের সংখ্যায় না গিয়ে, ওয়ার্কলোডটাকে বিবেচনায় নিচ্ছি। আন্তর্জাতিক অংশগ্রহণ, ঘরোয়া লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড দরকার, এগুলো বিবেচনা করে এবং ভবিষ্যতে যে টুর্নামেন্টগুলো আছে, সেগুলোতে অংশগ্রহণ আরেকটি বিবেচনার বিষয়। সবগুলো বিবেচনা করেই আমরা ছাড়পত্র দিচ্ছি।’
ওয়ার্কলোডের কথা বিবেচনা করেই তাসকিন আহমদেকে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, ‘লঙ্কান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনা আছে। তার যে সম্প্রতি অংশগ্রহণ ছিল, তার ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্য খেলোয়াড়দের যাদের, প্রায় সবাইকেই আমরা ছাড়পত্র দিচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫