হার দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু করাটা মুম্বাই ইন্ডিয়ানসের এক ‘ঐতিহ্য’ই বলা চলে। গুনে গুনে টানা ১২ বার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে তারা। যার মধ্যে রয়েছে ২০২৪ আইপিএলও। তবু মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া যেন এসব নিয়ে ভাবতে নারাজ।
গুজরাট টাইটানস থেকে আবারও মুম্বাইতে ফিরলেন হার্দিক। ফিরেছেন তিনি অধিনায়ক হিসেবেই। নিজের সাবেক দলের বিপক্ষেই গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামেন হার্দিক। তবে গুজরাটের কাছে মুম্বাই হেরেছে ৬ রানে। শুধু তাই নয়, এবারেরটা বাদ দিলে (প্রথম ম্যাচ হেরে আইপিএল শুরু করা) গত ১১ মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। হার্দিক হয়তো ইতিহাস থেকেই অনুপ্রেরণা খুঁজছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুম্বাই অধিনায়ক বলেন, ‘এটা কোনো ব্যাপার নয়। এখনো ১৩ ম্যাচ বাকি রয়েছে।’
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে গুজরাট গতকাল ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করেছে। রান তাড়া করতে নামা মুম্বাইয়ের একটা পর্যায়ে দরকার ছিল শেষ ৫ ওভারে ৪৩ রান, হাতে ছিল ৭ উইকেট। এখান থেকেই ধস নামার শুরু মুম্বাইয়ের ইনিংসে। হার্দিকের দল আটকে যায় ৯ উইকেটে ১৬২ রানে। কাছাকাছি গিয়ে ম্যাচ হারার প্রসঙ্গে হার্দিক বলেন, ‘অবশ্যই আমাদের সেই ৪২ রান তাড়া করে জেতা উচিত ছিল। তবে মাঝেমধ্যে তেমন একটা দিন আসে যেখানে পাঁচ ওভারে যা হওয়ার কথা তার তুলনায় স্কোর কম হয়। আমি মনে করি যে আমরা খেই হারিয়ে ফেলেছি।’
হার দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু করাটা মুম্বাই ইন্ডিয়ানসের এক ‘ঐতিহ্য’ই বলা চলে। গুনে গুনে টানা ১২ বার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে তারা। যার মধ্যে রয়েছে ২০২৪ আইপিএলও। তবু মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া যেন এসব নিয়ে ভাবতে নারাজ।
গুজরাট টাইটানস থেকে আবারও মুম্বাইতে ফিরলেন হার্দিক। ফিরেছেন তিনি অধিনায়ক হিসেবেই। নিজের সাবেক দলের বিপক্ষেই গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামেন হার্দিক। তবে গুজরাটের কাছে মুম্বাই হেরেছে ৬ রানে। শুধু তাই নয়, এবারেরটা বাদ দিলে (প্রথম ম্যাচ হেরে আইপিএল শুরু করা) গত ১১ মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। হার্দিক হয়তো ইতিহাস থেকেই অনুপ্রেরণা খুঁজছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুম্বাই অধিনায়ক বলেন, ‘এটা কোনো ব্যাপার নয়। এখনো ১৩ ম্যাচ বাকি রয়েছে।’
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে গুজরাট গতকাল ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করেছে। রান তাড়া করতে নামা মুম্বাইয়ের একটা পর্যায়ে দরকার ছিল শেষ ৫ ওভারে ৪৩ রান, হাতে ছিল ৭ উইকেট। এখান থেকেই ধস নামার শুরু মুম্বাইয়ের ইনিংসে। হার্দিকের দল আটকে যায় ৯ উইকেটে ১৬২ রানে। কাছাকাছি গিয়ে ম্যাচ হারার প্রসঙ্গে হার্দিক বলেন, ‘অবশ্যই আমাদের সেই ৪২ রান তাড়া করে জেতা উচিত ছিল। তবে মাঝেমধ্যে তেমন একটা দিন আসে যেখানে পাঁচ ওভারে যা হওয়ার কথা তার তুলনায় স্কোর কম হয়। আমি মনে করি যে আমরা খেই হারিয়ে ফেলেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫