প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে যাওয়ার সূচি চূড়ান্ত হয়েছে। পূর্ণাঙ্গ এই সফরে সমান তিনটি টেস্ট, ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সফর চূড়ান্ত হওয়ার এক দিন পর এ নিয়ে কথা বলেছেন টিম পেইন। লম্বা সময় পাকিস্তান সফরে না যাওয়ার পেছনে কিছু খেলোয়াড়ের অস্বস্তির কথা বলছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক পেইন।
নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি পাকিস্তান সফর স্থগিত করেছে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। এমন সময়ে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। সফর নিয়ে পেইন বলেছেন, ‘যদি আমরা নিজেদের কাছে সৎ হই, তবে কয়েকজন থাকতে পারে, যারা সেখানে (পাকিস্তান সফরে) যেতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না। আবার কেউ কেউ সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো বিশেষজ্ঞের পরামর্শ নেবে। সবাই কমবেশি তথ্য জানতে আগ্রহী থাকবে।’
সফরে যাওয়ার আগে নিজেদের মধ্যে আলোচনার কথা জানিয়েছেন পেইন। তবে এমনটা শুধু পাকিস্তান সফরে যাওয়ার ক্ষেত্রে হবে তা নয়, অন্য সফরে যাওয়ার আগেও হয়েছিল বলে জানালেন পেইন, ‘অন্য দেশে ভ্রমণে যাওয়ার আগেও এমন হয়েছিল। আবার এমন কিছু সমস্যা আছে যেগুলো একদম শেষ মুহূর্তে সামনে আসে। এটি নিয়ে শিগগিরই আলোচনা করব। আশা করি, তখন সবাই সঠিক উত্তর পাবে।’
২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান গিয়েছিলেন পেইন। তখন নিরাপত্তাব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার দেখিয়েছিলেন জানিয়ে বলেছেন, ‘আমার জীবনে দেখা সেরা নিরাপত্তাব্যবস্থা ছিল সেই সফরে। আমাদের মাথার ওপর হেলিকপ্টার ছিল, চারপাশে রাস্তা বন্ধ ছিল, দুর্দান্ত নিরাপত্তা ছিল।’
প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে যাওয়ার সূচি চূড়ান্ত হয়েছে। পূর্ণাঙ্গ এই সফরে সমান তিনটি টেস্ট, ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সফর চূড়ান্ত হওয়ার এক দিন পর এ নিয়ে কথা বলেছেন টিম পেইন। লম্বা সময় পাকিস্তান সফরে না যাওয়ার পেছনে কিছু খেলোয়াড়ের অস্বস্তির কথা বলছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক পেইন।
নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি পাকিস্তান সফর স্থগিত করেছে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। এমন সময়ে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। সফর নিয়ে পেইন বলেছেন, ‘যদি আমরা নিজেদের কাছে সৎ হই, তবে কয়েকজন থাকতে পারে, যারা সেখানে (পাকিস্তান সফরে) যেতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না। আবার কেউ কেউ সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো বিশেষজ্ঞের পরামর্শ নেবে। সবাই কমবেশি তথ্য জানতে আগ্রহী থাকবে।’
সফরে যাওয়ার আগে নিজেদের মধ্যে আলোচনার কথা জানিয়েছেন পেইন। তবে এমনটা শুধু পাকিস্তান সফরে যাওয়ার ক্ষেত্রে হবে তা নয়, অন্য সফরে যাওয়ার আগেও হয়েছিল বলে জানালেন পেইন, ‘অন্য দেশে ভ্রমণে যাওয়ার আগেও এমন হয়েছিল। আবার এমন কিছু সমস্যা আছে যেগুলো একদম শেষ মুহূর্তে সামনে আসে। এটি নিয়ে শিগগিরই আলোচনা করব। আশা করি, তখন সবাই সঠিক উত্তর পাবে।’
২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান গিয়েছিলেন পেইন। তখন নিরাপত্তাব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার দেখিয়েছিলেন জানিয়ে বলেছেন, ‘আমার জীবনে দেখা সেরা নিরাপত্তাব্যবস্থা ছিল সেই সফরে। আমাদের মাথার ওপর হেলিকপ্টার ছিল, চারপাশে রাস্তা বন্ধ ছিল, দুর্দান্ত নিরাপত্তা ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫