বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন সুনীল নারাইন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁকে সর্বশেষ খেলতে দেখা গেছে তিন বছর আগে।
উইন্ডিজের খেলা থাকলেই ইদানীং নারাইনকে নিয়ে কথা হয়। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়—কেন জাতীয় দলের হয়ে খেলেন না তিনি? সংবাদমাধ্যমে এ প্রশ্নের জবাব নারাইন নিজেই দিয়েছেন।
উইন্ডিজের হয়ে নারাইন শেষবার খেলেছেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। এরপর আর মেরুন জার্সিতে দেখা যায়নি তাঁকে। কারণ হিসেবে সরাসরি ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই) ও ম্যানেজমেন্টকে দায়ী না করলেও আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের দিকেই। বলেছেন, ‘না খেলার অনেক কারণ আছে। সেসব নিয়ে কথা বলতে চাই না। সবাই দেশের (জাতীয় দলের) হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’
গতকাল তো উইন্ডিজ নারী দলের অলরাউন্ডার ডিন্ড্রা ডটিন ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো নয়’ অভিযোগ তুলে অবসরই নিয়েছেন। তবে নারাইন এখনই অবসরের চিন্তা করছেন না। ক্যারিবিয়ান এই তারকা আবারও উইন্ডিজের হয়ে খেলতে চান, ‘আশা করছি ভবিষ্যতে আবার দেশের জার্সি পরব। যখনই সুযোগ পাব, উইন্ডিজের হয়ে খেলব। দেশের হয়ে খেলার জন্য উন্মুখ আছি।’
নারাইনের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। তখন থেকেই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলছেন। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে দুবার শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন।
সর্বশেষ বিপিএলেও নারাইন ছিলেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অপরিহার্য সদস্য। দলকে শিরোপা জেতানোর পথে বিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন সুনীল নারাইন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁকে সর্বশেষ খেলতে দেখা গেছে তিন বছর আগে।
উইন্ডিজের খেলা থাকলেই ইদানীং নারাইনকে নিয়ে কথা হয়। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়—কেন জাতীয় দলের হয়ে খেলেন না তিনি? সংবাদমাধ্যমে এ প্রশ্নের জবাব নারাইন নিজেই দিয়েছেন।
উইন্ডিজের হয়ে নারাইন শেষবার খেলেছেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। এরপর আর মেরুন জার্সিতে দেখা যায়নি তাঁকে। কারণ হিসেবে সরাসরি ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই) ও ম্যানেজমেন্টকে দায়ী না করলেও আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের দিকেই। বলেছেন, ‘না খেলার অনেক কারণ আছে। সেসব নিয়ে কথা বলতে চাই না। সবাই দেশের (জাতীয় দলের) হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’
গতকাল তো উইন্ডিজ নারী দলের অলরাউন্ডার ডিন্ড্রা ডটিন ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো নয়’ অভিযোগ তুলে অবসরই নিয়েছেন। তবে নারাইন এখনই অবসরের চিন্তা করছেন না। ক্যারিবিয়ান এই তারকা আবারও উইন্ডিজের হয়ে খেলতে চান, ‘আশা করছি ভবিষ্যতে আবার দেশের জার্সি পরব। যখনই সুযোগ পাব, উইন্ডিজের হয়ে খেলব। দেশের হয়ে খেলার জন্য উন্মুখ আছি।’
নারাইনের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। তখন থেকেই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলছেন। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে দুবার শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন।
সর্বশেষ বিপিএলেও নারাইন ছিলেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অপরিহার্য সদস্য। দলকে শিরোপা জেতানোর পথে বিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে