দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে তিন সংস্করণের ক্রিকেটই খেলবে অজিরা। তিন টেস্ট আর তিন ওয়ানডের সঙ্গে একটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।
সেরা তারকাদের নিয়ে আগেই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে বড় তারকাদের ছাড়াই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৬ সদস্যের দলে নেই ওপেনার ডেভিড ওয়ার্নার ও টেস্ট দলের অধিনায়ক পেট কামিন্স। নেই মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের মতো দুই তারকা পেসার।
সাদা বলের ক্রিকেটের দুই সিরিজের দলে নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের নায়ক ম্যাথু ওয়েডও। আর বিয়ের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছুটিতে আছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিন পেসার কামিন্স-স্টার্ক-হ্যাজেলউডের জায়গায় ১৬ সদস্যের দলে সুযোগ দেওয়া হয়েছে—শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ ও নাথান এলিস।
উইকেটকিপার ব্যাটার ওয়েড দলে না থাকায় ২০১৮ সালের পর আবারও ওয়ানডে খেলার সুযোগ পেতে যাচ্ছেন ট্রাভিস হেড। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংয়ে আলো ছড়ানো জশ ইংলিস প্রথমবারের মতো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন।
২০২০ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছেন পাকিস্তান সিরিজে। আগামী ২৯ মার্চ রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম ওয়ানডে। ৩১ মার্চ ও ২ এপ্রিল সিরিজের বাকি দুই ওয়ানডেও হবে একই ভেন্যুতে। আগামী ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টিও হবে সেখানে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, কেইন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে তিন সংস্করণের ক্রিকেটই খেলবে অজিরা। তিন টেস্ট আর তিন ওয়ানডের সঙ্গে একটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।
সেরা তারকাদের নিয়ে আগেই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে বড় তারকাদের ছাড়াই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৬ সদস্যের দলে নেই ওপেনার ডেভিড ওয়ার্নার ও টেস্ট দলের অধিনায়ক পেট কামিন্স। নেই মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের মতো দুই তারকা পেসার।
সাদা বলের ক্রিকেটের দুই সিরিজের দলে নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের নায়ক ম্যাথু ওয়েডও। আর বিয়ের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছুটিতে আছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিন পেসার কামিন্স-স্টার্ক-হ্যাজেলউডের জায়গায় ১৬ সদস্যের দলে সুযোগ দেওয়া হয়েছে—শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ ও নাথান এলিস।
উইকেটকিপার ব্যাটার ওয়েড দলে না থাকায় ২০১৮ সালের পর আবারও ওয়ানডে খেলার সুযোগ পেতে যাচ্ছেন ট্রাভিস হেড। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংয়ে আলো ছড়ানো জশ ইংলিস প্রথমবারের মতো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন।
২০২০ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছেন পাকিস্তান সিরিজে। আগামী ২৯ মার্চ রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম ওয়ানডে। ৩১ মার্চ ও ২ এপ্রিল সিরিজের বাকি দুই ওয়ানডেও হবে একই ভেন্যুতে। আগামী ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টিও হবে সেখানে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, কেইন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫