দুই বছর আগে কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকেই পুরো বিশ্ব ছিল লকডাউনে। মহামারি করোনার সময় মানা হতো কঠোর বিধিনিষেধ। কঠোর বিধিনিষেধ বাদ যায়নি ক্রীড়াঙ্গনের ক্ষেত্রেও। সবচেয়ে বেশি বিধিনিষেধ মানা হয়েছিল অস্ট্রেলিয়াতে। টিকা না নেওয়ায় নোভাক জোকোভিজকে খেলতে দেওয়া হয়নি গেল দুই অস্ট্রেলিয়ান ওপেনে।
সেই বিধিনিষেধ এখন আর নেই বিশ্বে। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে হলেও থাকছে না আর সেই কঠোর বিধিনিষেধ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, করানো পজিটিভ হলেও ক্রিকেটাররা খেলতে পারবেন বিশ্বকাপে। যদি আক্রান্ত ক্রিকেটার নিজেকে সুস্থবোধ মনে করেন।
এত দিন করোনা পজিটিভ হলে খেলোয়াড়দের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো। কোভিড আক্রান্ত হলেই খেলতে পারতেন না ম্যাচে। সেই নিয়ম এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে আর থাকল না। সংক্ষিপ্ত সংস্করণের অষ্টম আসরে নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। আইসিসি জানিয়েছে, এবার ক্রিকেটারদের বাধ্যতামূলক করোনা টেস্ট করা হবে না। তবে কারও শরীরে উপসর্গ দেখা দিলে পরীক্ষা করান হবে। পরে রিপোর্ট পজিটিভ এলে তাকে খেলানো হবে কি না-সেই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট দলের ফিজিও। করোনার রিপোর্ট পজিটিভ এলে সেই ক্রিকেটারকে দলের বাকিদের থেকে একটু দূরে থাকতে হবে। কারও সংস্পর্শে আসতে পারবেন না তিনি। তবে ব্যাট, বল, ফিল্ডিং করতে তাঁর কোনো বাধা থাকবে না।
এই নিয়মটা যে এবারেই প্রথম এমনটা নয়। এর আগে বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের নারী দলের বিপক্ষে করোনা আক্রান্ত হওয়ার পর খেলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার তাহিলা ম্যাকগ্রা। তবে সে সময় তাঁর খেলা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। আইসিসির ঘোষণায় এবার আর সমালোচনা করার কোনো সুযোগ নেই।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
দুই বছর আগে কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকেই পুরো বিশ্ব ছিল লকডাউনে। মহামারি করোনার সময় মানা হতো কঠোর বিধিনিষেধ। কঠোর বিধিনিষেধ বাদ যায়নি ক্রীড়াঙ্গনের ক্ষেত্রেও। সবচেয়ে বেশি বিধিনিষেধ মানা হয়েছিল অস্ট্রেলিয়াতে। টিকা না নেওয়ায় নোভাক জোকোভিজকে খেলতে দেওয়া হয়নি গেল দুই অস্ট্রেলিয়ান ওপেনে।
সেই বিধিনিষেধ এখন আর নেই বিশ্বে। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে হলেও থাকছে না আর সেই কঠোর বিধিনিষেধ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, করানো পজিটিভ হলেও ক্রিকেটাররা খেলতে পারবেন বিশ্বকাপে। যদি আক্রান্ত ক্রিকেটার নিজেকে সুস্থবোধ মনে করেন।
এত দিন করোনা পজিটিভ হলে খেলোয়াড়দের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো। কোভিড আক্রান্ত হলেই খেলতে পারতেন না ম্যাচে। সেই নিয়ম এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে আর থাকল না। সংক্ষিপ্ত সংস্করণের অষ্টম আসরে নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। আইসিসি জানিয়েছে, এবার ক্রিকেটারদের বাধ্যতামূলক করোনা টেস্ট করা হবে না। তবে কারও শরীরে উপসর্গ দেখা দিলে পরীক্ষা করান হবে। পরে রিপোর্ট পজিটিভ এলে তাকে খেলানো হবে কি না-সেই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট দলের ফিজিও। করোনার রিপোর্ট পজিটিভ এলে সেই ক্রিকেটারকে দলের বাকিদের থেকে একটু দূরে থাকতে হবে। কারও সংস্পর্শে আসতে পারবেন না তিনি। তবে ব্যাট, বল, ফিল্ডিং করতে তাঁর কোনো বাধা থাকবে না।
এই নিয়মটা যে এবারেই প্রথম এমনটা নয়। এর আগে বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের নারী দলের বিপক্ষে করোনা আক্রান্ত হওয়ার পর খেলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার তাহিলা ম্যাকগ্রা। তবে সে সময় তাঁর খেলা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। আইসিসির ঘোষণায় এবার আর সমালোচনা করার কোনো সুযোগ নেই।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫