নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পরই দুবাইয়ে বোর্ড সভায় বসে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই সভায় ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টকে ঢেলে সাজাতে সুদূরপ্রসারী চিন্তাভাবনা আইসিসির রয়েছে বলে জানা গেছে।
আইসিসির ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হচ্ছে আগামী বছরের জুনে। লর্ডসের ফাইনাল শেষে দুই বছর মেয়াদী নতুন চক্র (২০২৫-২৭) শুরু হবে দ্রুতই। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে কমপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আইসিসির এক সূত্র জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে। কারণ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-ক্রিকেটের তিন মোড়ল যখন নিজেদের মধ্যে টেস্ট সিরিজ খেলে, তখন দুইয়ের বেশি ম্যাচ থাকে সিরিজে।যেখানে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হয়েছে পাঁচ ম্যাচের অ্যাশেজ দিয়ে। এ বছরের শুরুতে ভারত-ইংল্যান্ড খেলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে ভারত আবার খেলবে ৫ টেস্ট।
‘তিন মোড়লের’ মতো এক সিরিজে ৫ টা টেস্ট খেলার সুযোগ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো পায় না বললেই চলে। টাইমস অব ইন্ডিয়াকে আইসিসির এক সূত্র বলেছেন, ‘কিছু দল যেমন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা বেশির ভাগ সময় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে। শুধুমাত্র ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া দীর্ঘ সিরিজের টেস্ট খেলছে। টেস্টের প্রসারে এটা তেমন একটা উপকারী না।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলগুলোর সবাই সমান ম্যাচ খেলার সুযোগ পায় না। সেক্ষেত্রে শতকরা হিসেবে পয়েন্ট টেবিলে অবস্থান ঠিক করে আইসিসি। এক ম্যাচ জিতলে পাবে ১২ পয়েন্ট। টাই ও ড্রয়ের জন্য পয়েন্ট ৬ ও ৪। পয়েন্ট বণ্টন পছন্দ হয়নি আইসিসির সেই সূত্রের, ‘পয়েন্ট বণ্টনের ব্যাপারও খুবই দৃষ্টিকটু। সুপারিশগুলো গ্রহণ করা হচ্ছে এমন বৈষম্য দূর করতে।’
১৪৭ বছরের টেস্ট ইতিহাসে দিবা-রাত্রির টেস্ট হয়েছে ২২টি। এ বছরের জানুয়ারিতে ব্রিসবেনে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টটাই ক্রিকেটের রাজকীয়
সংস্করণে সবশেষ কোনো দিবা-রাত্রির ম্যাচ। সবচেয়ে বেশি ১২টি গোলাপী বলের টেস্ট আয়োজন হয়েছে অস্ট্রেলিয়ার মাঠে। ভারতে সবশেষ দিবারাত্রির টেস্ট আয়োজন হয়েছে ২০২২ সালে। আরও বেশি গোলাপী বলের টেস্ট আয়োজন করার প্রয়োজন রয়েছে বলে আইসিসির সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘আইসিসি ক্রিকেট কমিটির মনে হচ্ছে গোলাপী বলের টেস্ট মাঠে আরও দর্শক টানবে। ভারতে তিনটা গোলাপী বলের টেস্টে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি টিকিট বিক্রি হয়েছে। টেস্ট খেলুড়ে দলগুলোকে আরও বেশি গোলাপী বলের টেস্ট আয়োজন করতে হবে।’
ওয়ানডের জন্যও নতুন সুপারিশ আইসিসি গ্রহণ করেছে বলে জানা গেছে। প্রথম ২৫ ওভারের মধ্যে ২ বল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে আইসিসির সূত্র জানিয়েছে, ‘অধিনায়কদের কাছে এই সুপারিশ পাঠানো হবে। এই ব্যাপারে একটা ঐক্যমতে আসা যাবে। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে রিভার্স সুইং। ফিঙ্গার স্পিনাররাও অনেক কার্যকরী হবেন।’
আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। কমিটিতে আছেন মাহেলা জয়াবর্ধনে, ভিভিএস লক্ষ্মণ, শন পোলক, ড্যানিয়েল ভেট্টরি, রজার হারপারের মতো সাবেকরা। খুব শিগগিরই এই কমিটিতে আসতে যাচ্ছেন জয় শাহ। ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে তাঁর পথচলা শুরু হবে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পরই দুবাইয়ে বোর্ড সভায় বসে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই সভায় ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টকে ঢেলে সাজাতে সুদূরপ্রসারী চিন্তাভাবনা আইসিসির রয়েছে বলে জানা গেছে।
আইসিসির ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হচ্ছে আগামী বছরের জুনে। লর্ডসের ফাইনাল শেষে দুই বছর মেয়াদী নতুন চক্র (২০২৫-২৭) শুরু হবে দ্রুতই। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে কমপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আইসিসির এক সূত্র জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে। কারণ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-ক্রিকেটের তিন মোড়ল যখন নিজেদের মধ্যে টেস্ট সিরিজ খেলে, তখন দুইয়ের বেশি ম্যাচ থাকে সিরিজে।যেখানে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হয়েছে পাঁচ ম্যাচের অ্যাশেজ দিয়ে। এ বছরের শুরুতে ভারত-ইংল্যান্ড খেলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে ভারত আবার খেলবে ৫ টেস্ট।
‘তিন মোড়লের’ মতো এক সিরিজে ৫ টা টেস্ট খেলার সুযোগ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো পায় না বললেই চলে। টাইমস অব ইন্ডিয়াকে আইসিসির এক সূত্র বলেছেন, ‘কিছু দল যেমন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা বেশির ভাগ সময় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে। শুধুমাত্র ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া দীর্ঘ সিরিজের টেস্ট খেলছে। টেস্টের প্রসারে এটা তেমন একটা উপকারী না।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলগুলোর সবাই সমান ম্যাচ খেলার সুযোগ পায় না। সেক্ষেত্রে শতকরা হিসেবে পয়েন্ট টেবিলে অবস্থান ঠিক করে আইসিসি। এক ম্যাচ জিতলে পাবে ১২ পয়েন্ট। টাই ও ড্রয়ের জন্য পয়েন্ট ৬ ও ৪। পয়েন্ট বণ্টন পছন্দ হয়নি আইসিসির সেই সূত্রের, ‘পয়েন্ট বণ্টনের ব্যাপারও খুবই দৃষ্টিকটু। সুপারিশগুলো গ্রহণ করা হচ্ছে এমন বৈষম্য দূর করতে।’
১৪৭ বছরের টেস্ট ইতিহাসে দিবা-রাত্রির টেস্ট হয়েছে ২২টি। এ বছরের জানুয়ারিতে ব্রিসবেনে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টটাই ক্রিকেটের রাজকীয়
সংস্করণে সবশেষ কোনো দিবা-রাত্রির ম্যাচ। সবচেয়ে বেশি ১২টি গোলাপী বলের টেস্ট আয়োজন হয়েছে অস্ট্রেলিয়ার মাঠে। ভারতে সবশেষ দিবারাত্রির টেস্ট আয়োজন হয়েছে ২০২২ সালে। আরও বেশি গোলাপী বলের টেস্ট আয়োজন করার প্রয়োজন রয়েছে বলে আইসিসির সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘আইসিসি ক্রিকেট কমিটির মনে হচ্ছে গোলাপী বলের টেস্ট মাঠে আরও দর্শক টানবে। ভারতে তিনটা গোলাপী বলের টেস্টে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি টিকিট বিক্রি হয়েছে। টেস্ট খেলুড়ে দলগুলোকে আরও বেশি গোলাপী বলের টেস্ট আয়োজন করতে হবে।’
ওয়ানডের জন্যও নতুন সুপারিশ আইসিসি গ্রহণ করেছে বলে জানা গেছে। প্রথম ২৫ ওভারের মধ্যে ২ বল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে আইসিসির সূত্র জানিয়েছে, ‘অধিনায়কদের কাছে এই সুপারিশ পাঠানো হবে। এই ব্যাপারে একটা ঐক্যমতে আসা যাবে। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে রিভার্স সুইং। ফিঙ্গার স্পিনাররাও অনেক কার্যকরী হবেন।’
আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। কমিটিতে আছেন মাহেলা জয়াবর্ধনে, ভিভিএস লক্ষ্মণ, শন পোলক, ড্যানিয়েল ভেট্টরি, রজার হারপারের মতো সাবেকরা। খুব শিগগিরই এই কমিটিতে আসতে যাচ্ছেন জয় শাহ। ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে তাঁর পথচলা শুরু হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫