শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, পাকিস্তান ক্রিকেট দল ‘আনপ্রেডিক্টেবল’ সবখানেই। ড্রেসিংরুম থেকে শুরু করে ক্রিকেট বোর্ড—সব জায়গায় চলতে থাকে একের পর এক নতুন ইস্যু। এমনকি তাদের ড্রেসিংরুমে ক্রিকেটারদের ঘুম নিয়েও চলছে আলাপ-আলোচনা। সে ব্যাপারেই এবার কথা বলেছেন হাসান আলী।
ড্রেসিংরুমে পাকিস্তানি ক্রিকেটারদের ঘুমকান্ড নিয়ে মোহাম্মদ হাফিজ কথা বলেছেন কয়েক মাস আগে। গত বছরের ডিসেম্বর এবং এ বছরের জানুয়ারি—অস্ট্রেলিয়ায় প্রায় মাসব্যাপী তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে যায় পাকিস্তান। তখন টিম ডিরেক্টর, কোচ একই সঙ্গে দুই দায়িত্বে থাকা হাফিজ দলের কয়েকজন ক্রিকেটারকে ঘুমোতে দেখেছেন।
অস্ট্রেলিয়ার সেই সিরিজের প্রথম টেস্টে একাদশে ছিলেন না হাসান। তবু ঘটনা যেহেতু সেই সময়ের, তাতে হাফিজের কথা শুনে তাঁর (হাসান) পুরোনো স্মৃতি মনে পড়াটাই স্বাভাবিক। স্থানীয় ক্রিকেট প্ল্যাটফর্মে বিশেষ সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমি আসলে জানি না। তবে হাফিজ যেটা বলেছে, সেটা ঠিকই। আমার মনে হয় না, তারপর আর কেউ ঘুমায়নি। হাফিজ যখন বলেছে, সেই প্রথম ম্যাচে আমি ছিলাম না। যারা একাদশে ছিলেন না, তারা ডাগআউটে বসে খেলা দেখেছেন। এমনকি ম্যানেজমেন্টও সেখানে ছিল।’
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বোলারের নির্দিষ্ট ওভার বোলিং করার নিয়ম থাকলেও টেস্টে তা নেই। ওভারের পর ওভার করে যেতে হয়। পেসারদের ক্ষেত্রে চাপটা তখন বেশি পড়ে। সেই চাপের প্রসঙ্গ উল্লেখ করেছেন হাসান, ‘পেস বোলারদের নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই। যখন আপনি দেড় দিন বোলিং করবেন, তখন সেই ধকল কাটিয়ে ওঠার ব্যাপার রয়েছে। তখন চাইলে ২০-৩০ মিনিট ঘুমোনো যায়। অতীতে ম্যানেজমেন্ট পেস বোলারদের জন্য তেমন নিয়ম চালু করেছিল। তবে দলের কোচ এবং ডিরেক্টর অব ক্রিকেট যখন বলেছেন, তখন সেটা যথেষ্ট। যে নিয়ম তিনি বানিয়েছেন, সেটা অনুসরণ করতেই হতো।’
শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, পাকিস্তান ক্রিকেট দল ‘আনপ্রেডিক্টেবল’ সবখানেই। ড্রেসিংরুম থেকে শুরু করে ক্রিকেট বোর্ড—সব জায়গায় চলতে থাকে একের পর এক নতুন ইস্যু। এমনকি তাদের ড্রেসিংরুমে ক্রিকেটারদের ঘুম নিয়েও চলছে আলাপ-আলোচনা। সে ব্যাপারেই এবার কথা বলেছেন হাসান আলী।
ড্রেসিংরুমে পাকিস্তানি ক্রিকেটারদের ঘুমকান্ড নিয়ে মোহাম্মদ হাফিজ কথা বলেছেন কয়েক মাস আগে। গত বছরের ডিসেম্বর এবং এ বছরের জানুয়ারি—অস্ট্রেলিয়ায় প্রায় মাসব্যাপী তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে যায় পাকিস্তান। তখন টিম ডিরেক্টর, কোচ একই সঙ্গে দুই দায়িত্বে থাকা হাফিজ দলের কয়েকজন ক্রিকেটারকে ঘুমোতে দেখেছেন।
অস্ট্রেলিয়ার সেই সিরিজের প্রথম টেস্টে একাদশে ছিলেন না হাসান। তবু ঘটনা যেহেতু সেই সময়ের, তাতে হাফিজের কথা শুনে তাঁর (হাসান) পুরোনো স্মৃতি মনে পড়াটাই স্বাভাবিক। স্থানীয় ক্রিকেট প্ল্যাটফর্মে বিশেষ সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমি আসলে জানি না। তবে হাফিজ যেটা বলেছে, সেটা ঠিকই। আমার মনে হয় না, তারপর আর কেউ ঘুমায়নি। হাফিজ যখন বলেছে, সেই প্রথম ম্যাচে আমি ছিলাম না। যারা একাদশে ছিলেন না, তারা ডাগআউটে বসে খেলা দেখেছেন। এমনকি ম্যানেজমেন্টও সেখানে ছিল।’
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বোলারের নির্দিষ্ট ওভার বোলিং করার নিয়ম থাকলেও টেস্টে তা নেই। ওভারের পর ওভার করে যেতে হয়। পেসারদের ক্ষেত্রে চাপটা তখন বেশি পড়ে। সেই চাপের প্রসঙ্গ উল্লেখ করেছেন হাসান, ‘পেস বোলারদের নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই। যখন আপনি দেড় দিন বোলিং করবেন, তখন সেই ধকল কাটিয়ে ওঠার ব্যাপার রয়েছে। তখন চাইলে ২০-৩০ মিনিট ঘুমোনো যায়। অতীতে ম্যানেজমেন্ট পেস বোলারদের জন্য তেমন নিয়ম চালু করেছিল। তবে দলের কোচ এবং ডিরেক্টর অব ক্রিকেট যখন বলেছেন, তখন সেটা যথেষ্ট। যে নিয়ম তিনি বানিয়েছেন, সেটা অনুসরণ করতেই হতো।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫