ক্রীড়া ডেস্ক
প্যাট কামিন্সের নেতৃত্বে ভারতের বিপক্ষে ১০ বছর পর টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। অজিরা টানা দ্বিতীয়বার উঠে গেল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ভারত কাঁপানোর পর এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের গন্তব্য শ্রীলঙ্কা। তবে লঙ্কা সফরে নাও থাকতে পারেন কামিন্স।
ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুধুই আনুষ্ঠানিকতার। এ মাসের শেষে (২৯ জানুয়ারি) গলে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। তবে কামিন্সের স্ত্রী রেবেকা জেন কামিন্স (বেকি) সন্তানসম্ভবা। দ্বিতীয়বার সন্তানের বাবা হতে যাচ্ছেন দেখে শ্রীলঙ্কায় কামিন্সের না খেলার সম্ভাবনা বেশি। সিডনিতে গতকাল বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের পর সাংবাদিকদের কামিন্স বলেন, ‘শ্রীলঙ্কার ব্যাপারে অপেক্ষা করে দেখব কী করা যায়। বেকি অপেক্ষা করছে আমার জন্য। তবে খুব সম্ভবত আমার সেখানে (শ্রীলঙ্কা) না যাওয়ার সম্ভাবনা বেশি।’
কামিন্স শ্রীলঙ্কা সফরে না থাকলে স্টিভ স্মিথ হতে পারেন অধিনায়ক। টেস্টে স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত খেলেছেন ৩৮ টেস্ট। তবে ২০২১ সাল থেকে হিসেব করলে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন স্মিথ। এটা হয়েছে কামিন্সের অনুপস্থিতিতেই। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দুটি টেস্টই হবে গলে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ফেব্রুয়ারি।
২০২১ সালে টিম পেইনের থেকে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্বভার বুঝে নেন কামিন্স। চার বছরে কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ৩৩ টেস্ট খেলেছে। তাঁর নেতৃত্বে ২০২৩ সালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। কামিন্স অধিনায়ক থাকা অবস্থায়ই ইংল্যান্ডের মাঠে একই বছর অ্যাশেজ ড্র করেছে অজিরা। তবে এবার পরিবারের পাশে থাকতে পূর্ণকালীন সফর মিস করতে যাচ্ছেন তিনি। ২০২৩ সালে মা মারা যাওয়ায় কামিন্সকে ভারত সিরিজের মাঝপথে অস্ট্রেলিয়া যেতে হয়েছিল।
প্যাট কামিন্সের নেতৃত্বে ভারতের বিপক্ষে ১০ বছর পর টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। অজিরা টানা দ্বিতীয়বার উঠে গেল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ভারত কাঁপানোর পর এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের গন্তব্য শ্রীলঙ্কা। তবে লঙ্কা সফরে নাও থাকতে পারেন কামিন্স।
ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুধুই আনুষ্ঠানিকতার। এ মাসের শেষে (২৯ জানুয়ারি) গলে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। তবে কামিন্সের স্ত্রী রেবেকা জেন কামিন্স (বেকি) সন্তানসম্ভবা। দ্বিতীয়বার সন্তানের বাবা হতে যাচ্ছেন দেখে শ্রীলঙ্কায় কামিন্সের না খেলার সম্ভাবনা বেশি। সিডনিতে গতকাল বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের পর সাংবাদিকদের কামিন্স বলেন, ‘শ্রীলঙ্কার ব্যাপারে অপেক্ষা করে দেখব কী করা যায়। বেকি অপেক্ষা করছে আমার জন্য। তবে খুব সম্ভবত আমার সেখানে (শ্রীলঙ্কা) না যাওয়ার সম্ভাবনা বেশি।’
কামিন্স শ্রীলঙ্কা সফরে না থাকলে স্টিভ স্মিথ হতে পারেন অধিনায়ক। টেস্টে স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত খেলেছেন ৩৮ টেস্ট। তবে ২০২১ সাল থেকে হিসেব করলে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন স্মিথ। এটা হয়েছে কামিন্সের অনুপস্থিতিতেই। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দুটি টেস্টই হবে গলে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ফেব্রুয়ারি।
২০২১ সালে টিম পেইনের থেকে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্বভার বুঝে নেন কামিন্স। চার বছরে কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ৩৩ টেস্ট খেলেছে। তাঁর নেতৃত্বে ২০২৩ সালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। কামিন্স অধিনায়ক থাকা অবস্থায়ই ইংল্যান্ডের মাঠে একই বছর অ্যাশেজ ড্র করেছে অজিরা। তবে এবার পরিবারের পাশে থাকতে পূর্ণকালীন সফর মিস করতে যাচ্ছেন তিনি। ২০২৩ সালে মা মারা যাওয়ায় কামিন্সকে ভারত সিরিজের মাঝপথে অস্ট্রেলিয়া যেতে হয়েছিল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫