বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি তাদের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। শেষ ওভারে ডেভিড মিলারের ঝড়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা।
ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৫ রান। লাহিরু কুমারার দ্বিতীয় ও তৃতীয় বলে ছয় হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেলেন ডেভিড মিলার। আর পঞ্চম বলে রাবাদা বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। তাতেই ম্লান হয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত হ্যাটট্রিক।
১৮ তম ওভারে হাসারাঙ্গা এসে প্রথম বলেই ফেরান উইকেটে থিতু হওয়া টেম্বা বাভুমাকে। ৪৬ বলে ৪৬ করার বাভুমা পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ দিলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরী হয় হাসারাঙ্গা। ডোয়াইন প্রিটোরিয়াস উইকেটে এসে তুলে মারতে গিয়ে সেই নিশাঙ্কা হাতেই ক্যাচ দিলে হ্যাটট্রিক পূরণ হয় এই লঙ্কান লেগ স্পিনারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিক করা হাসারাঙ্গা শুরুটা করেছিলেন আগের ওভারের শেষ বলে আরেক সেট ব্যাটার এইডেন মার্করামকে (১৯) বোল্ড করে। হ্যাটট্রিক করা ওভারে ৬ রান দিলে ম্যাচ হেলে পড়ে শ্রীলঙ্কার দিকে। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি মিলারের ১৩ বলে ২৩ রানের ক্যামিওতে।
শ্রীলঙ্কার দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের চতুর্থ ওভারে দুই ওপেনার রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি কককে ফেরান দুশমন্ত চামিরা। দলীয় ৪৯ রানে ফন ডার ডুসেন শানাকার সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়লে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমা ও এইডেন মার্কারাম ৪২ বলে ৪৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকাকে। তবে শেষ দিকে হাসারঙ্গার হ্যাটট্রিকে আবারও ম্যাচ মুঠো থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা তুলেছিল ১৪২ রান। লঙ্কানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া তাবারেজ সামশি। একমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার নিশাঙ্কা। ৫৮ বলে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন এই লঙ্কান ব্যাটার।
বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি তাদের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। শেষ ওভারে ডেভিড মিলারের ঝড়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা।
ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৫ রান। লাহিরু কুমারার দ্বিতীয় ও তৃতীয় বলে ছয় হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেলেন ডেভিড মিলার। আর পঞ্চম বলে রাবাদা বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। তাতেই ম্লান হয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত হ্যাটট্রিক।
১৮ তম ওভারে হাসারাঙ্গা এসে প্রথম বলেই ফেরান উইকেটে থিতু হওয়া টেম্বা বাভুমাকে। ৪৬ বলে ৪৬ করার বাভুমা পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ দিলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরী হয় হাসারাঙ্গা। ডোয়াইন প্রিটোরিয়াস উইকেটে এসে তুলে মারতে গিয়ে সেই নিশাঙ্কা হাতেই ক্যাচ দিলে হ্যাটট্রিক পূরণ হয় এই লঙ্কান লেগ স্পিনারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিক করা হাসারাঙ্গা শুরুটা করেছিলেন আগের ওভারের শেষ বলে আরেক সেট ব্যাটার এইডেন মার্করামকে (১৯) বোল্ড করে। হ্যাটট্রিক করা ওভারে ৬ রান দিলে ম্যাচ হেলে পড়ে শ্রীলঙ্কার দিকে। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি মিলারের ১৩ বলে ২৩ রানের ক্যামিওতে।
শ্রীলঙ্কার দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের চতুর্থ ওভারে দুই ওপেনার রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি কককে ফেরান দুশমন্ত চামিরা। দলীয় ৪৯ রানে ফন ডার ডুসেন শানাকার সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়লে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমা ও এইডেন মার্কারাম ৪২ বলে ৪৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকাকে। তবে শেষ দিকে হাসারঙ্গার হ্যাটট্রিকে আবারও ম্যাচ মুঠো থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা তুলেছিল ১৪২ রান। লঙ্কানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া তাবারেজ সামশি। একমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার নিশাঙ্কা। ৫৮ বলে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন এই লঙ্কান ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫