বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট ঘটনার পর লাইমলাইটে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তা নিয়ে চলছে এখনো আলাপ আলোচনা। তুমুল আলোচিত এই ঘটনার পর নিউজিল্যান্ডের বিপক্ষে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছে শ্রীলঙ্কা। এই ম্যাচে ম্যাথুসের পুরোনো এক রেকর্ড ভাঙার প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন কুশল পেরেরা।
টস হেরে আজ প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শ্রীলঙ্কা। ওপেনিংয়ে নামলেও প্রথম ওভার খেলার সুযোগ হয়নি কুশল পেরেরা। দ্বিতীয় ওভারে তিনি যখন ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। যেখানে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে টিম সাউদির বল খোচা দিতে গিয়েছিলেন পেরেরা। তবে তুলনামূলক সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি নিউজিল্যান্ড উইকেটরক্ষক টম লাথাম। জীবন পেয়ে রানের খাতা খোলা পেরেরা এরপর আক্রমণাত্মক হয়েছেন। চতুর্থ ওভার বোলিংয়ে আসা সাউদির ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন। ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে চার, ছক্কা ও চার মেরেছেন পেরেরা।
এক প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও সেই বিষয়ে পেরেরার যেন ছিল থোড়াই কেয়ার। যে সাউদির বলে জীবন পেয়েছেন, তাকেই বেধড়ক পেটানো শুরু করলেন পেরেরা। ষষ্ঠ ওভার থেকে এক ছক্কা ও তিন চারে ১৮ রান নিলেন লঙ্কান বাঁহাতি ওপেনার। চার-ছক্কার ফুলঝুরি ছোটানো পেরেরা এরপর অষ্টম ওভারেই করে ফেলেছেন রেকর্ড। অষ্টম ওভারের তৃতীয় বলে লকি ফার্গুসনকে চার মেরে ২২ বলে ফিফটি করেন পেরেরা। যা বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় দ্রুততম ফিফটি। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হোবার্টে ২০ বলে ফিফটি করে লঙ্কানদের দ্রুততম ফিফটির রেকর্ড ম্যাথুসের।
২২ বলে ফিফটির রেকর্ড গড়ার পর অবশ্য পেরেরা ইনিংস বড় করতে পারেননি। দশম ওভারের তৃতীয় বলে ফার্গুসনকে তুলে মারতে যান পেরেরা। আকাশে ভেসে থাকা বল কাভারে তালুবন্দী করেছেন মিচেল স্যান্টনার। ২৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন পেরেরা। তাতে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৫ উইকেটে ৭০ রান। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ইনিংস মেরামতের চেষ্টা করছেন ম্যাথুস ও ধনঞ্জয় ডি সিলভা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ১৫ ওভারে ৫ উইকেটে ৯৫ রান। ম্যাথুস ২২ বলে ১৩ রানে ব্যাটিং করছেন। আর ডি সিলভা ১৫ বলে ১২ রান করে অপরাজিত আছেন।
বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্রুততম ফিফটি:
বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট ঘটনার পর লাইমলাইটে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তা নিয়ে চলছে এখনো আলাপ আলোচনা। তুমুল আলোচিত এই ঘটনার পর নিউজিল্যান্ডের বিপক্ষে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছে শ্রীলঙ্কা। এই ম্যাচে ম্যাথুসের পুরোনো এক রেকর্ড ভাঙার প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন কুশল পেরেরা।
টস হেরে আজ প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শ্রীলঙ্কা। ওপেনিংয়ে নামলেও প্রথম ওভার খেলার সুযোগ হয়নি কুশল পেরেরা। দ্বিতীয় ওভারে তিনি যখন ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। যেখানে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে টিম সাউদির বল খোচা দিতে গিয়েছিলেন পেরেরা। তবে তুলনামূলক সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি নিউজিল্যান্ড উইকেটরক্ষক টম লাথাম। জীবন পেয়ে রানের খাতা খোলা পেরেরা এরপর আক্রমণাত্মক হয়েছেন। চতুর্থ ওভার বোলিংয়ে আসা সাউদির ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন। ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে চার, ছক্কা ও চার মেরেছেন পেরেরা।
এক প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও সেই বিষয়ে পেরেরার যেন ছিল থোড়াই কেয়ার। যে সাউদির বলে জীবন পেয়েছেন, তাকেই বেধড়ক পেটানো শুরু করলেন পেরেরা। ষষ্ঠ ওভার থেকে এক ছক্কা ও তিন চারে ১৮ রান নিলেন লঙ্কান বাঁহাতি ওপেনার। চার-ছক্কার ফুলঝুরি ছোটানো পেরেরা এরপর অষ্টম ওভারেই করে ফেলেছেন রেকর্ড। অষ্টম ওভারের তৃতীয় বলে লকি ফার্গুসনকে চার মেরে ২২ বলে ফিফটি করেন পেরেরা। যা বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় দ্রুততম ফিফটি। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হোবার্টে ২০ বলে ফিফটি করে লঙ্কানদের দ্রুততম ফিফটির রেকর্ড ম্যাথুসের।
২২ বলে ফিফটির রেকর্ড গড়ার পর অবশ্য পেরেরা ইনিংস বড় করতে পারেননি। দশম ওভারের তৃতীয় বলে ফার্গুসনকে তুলে মারতে যান পেরেরা। আকাশে ভেসে থাকা বল কাভারে তালুবন্দী করেছেন মিচেল স্যান্টনার। ২৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন পেরেরা। তাতে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৫ উইকেটে ৭০ রান। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ইনিংস মেরামতের চেষ্টা করছেন ম্যাথুস ও ধনঞ্জয় ডি সিলভা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ১৫ ওভারে ৫ উইকেটে ৯৫ রান। ম্যাথুস ২২ বলে ১৩ রানে ব্যাটিং করছেন। আর ডি সিলভা ১৫ বলে ১২ রান করে অপরাজিত আছেন।
বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্রুততম ফিফটি:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫