ক্রীড়া ডেস্ক
রোহিত শর্মা না থাকায় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। পুরো সিরিজে ভারতকে এক হাতেই যেন টানছেন এই পেসার। পঞ্চম ও শেষ টেস্টে বোলিংয়ের পাশাপাশি নেতৃত্বের গুরুদায়িত্ব—বুমরার কাজ খুব একটা সহজ নয়। কিন্তু মাঝপথেই সব এলোমেলো অবস্থা। আজ টেস্টের দ্বিতীয় দিন চোট পেয়ে মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবেন কি না বুমরা, এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
দিনের খেলা শেষে আরেক পেসার প্রসিধ কৃষ্ণাও স্বস্তির খবর দিতে পারেননি। জানিয়েছেন, বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছেন। সেই চোটের অবস্থা কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে। প্রসিধ বলেছেন, ‘বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছে। চিকিৎসকেরা আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।’ যদিও বুমরা দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন কি না, সে ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করেননি প্রসিধ।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩২ তম ওভারের শেষ বলটা বুমরা করেছেন অ্যালেক্স ক্যারিকে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির বল মিড অনে ঠেলে দিয়ে কোনো রান নেননি ক্যারি। তারপরই অস্বস্তি অনুভব করেন বুমরা। বুমরাকে স্ক্যান করতে কাছাকাছি এক হাসপাতালে যেতে হয়েছে। সেখানেই ধরা পড়ে তাঁর পিঠের পেশির চোট।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, বুমরার চোট গুরুতর নয়। তবে তাঁকে নিয়ে ঝুঁকি নেবে কি না, এসব ব্যাপারও ভাবছে টিম ম্যানেজমেন্ট। কারণ আগামী ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট রয়েছে তাদের সামনেও। সব মিলিয়ে বলা যায়, সিডনি টেস্টের মাঝপথে বড় বিপদেই পড়েছে ভারত।
রোহিত শর্মা না থাকায় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। পুরো সিরিজে ভারতকে এক হাতেই যেন টানছেন এই পেসার। পঞ্চম ও শেষ টেস্টে বোলিংয়ের পাশাপাশি নেতৃত্বের গুরুদায়িত্ব—বুমরার কাজ খুব একটা সহজ নয়। কিন্তু মাঝপথেই সব এলোমেলো অবস্থা। আজ টেস্টের দ্বিতীয় দিন চোট পেয়ে মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবেন কি না বুমরা, এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
দিনের খেলা শেষে আরেক পেসার প্রসিধ কৃষ্ণাও স্বস্তির খবর দিতে পারেননি। জানিয়েছেন, বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছেন। সেই চোটের অবস্থা কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে। প্রসিধ বলেছেন, ‘বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছে। চিকিৎসকেরা আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।’ যদিও বুমরা দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন কি না, সে ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করেননি প্রসিধ।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩২ তম ওভারের শেষ বলটা বুমরা করেছেন অ্যালেক্স ক্যারিকে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির বল মিড অনে ঠেলে দিয়ে কোনো রান নেননি ক্যারি। তারপরই অস্বস্তি অনুভব করেন বুমরা। বুমরাকে স্ক্যান করতে কাছাকাছি এক হাসপাতালে যেতে হয়েছে। সেখানেই ধরা পড়ে তাঁর পিঠের পেশির চোট।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, বুমরার চোট গুরুতর নয়। তবে তাঁকে নিয়ে ঝুঁকি নেবে কি না, এসব ব্যাপারও ভাবছে টিম ম্যানেজমেন্ট। কারণ আগামী ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট রয়েছে তাদের সামনেও। সব মিলিয়ে বলা যায়, সিডনি টেস্টের মাঝপথে বড় বিপদেই পড়েছে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫