২০২১ আইপিএল নিলামে ‘অখ্যাত’ কাইল জেমিসনকে দলে ভেড়াতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। সাড়ে ছয় ফুট উচ্চতার জেমিসনের দামও সেবার তরতর করে বেড়ে দাঁড়িয়েছিল ১৫ কোটি রূপি।
এক বছর পর সেই কিউই পেসার এখন বিশ্ব ক্রিকেটের বড় বিজ্ঞাপন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জেমিসন জানিয়ে দিলেন তিনি নিজেই এবার আইপিএল খেলতে আগ্রহী নন। নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে আর বোলিং নিয়ে কাজ করতে আসন্ন আইপিএলের নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।
গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে জেমিসন ৯টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন। ওভার প্রতি রান দিয়েছিলেন ৯.৬০ গড়ে। আইপিএলে সাদামাটা পারফরম্যান্সের জেমিসন তাক লাগিয়েছেন জাতীয় দলের জার্সি গায়ে। বিশেষ লাল বলের ক্রিকেটে। দীর্ঘদেহী এই পেসার ১২ টেস্টে ঝুলিতে পুড়িয়েছেন ৬০ উইকেট। জেমিসনকে দলে পেতে এবারও তাই বাড়তি আগ্রহ ছিল দলগুলোর। কিন্তু জেমিসনের ভাবনা আলাদা।
টানা জৈব সুরক্ষা বলয়ে থেকে তিনি ক্লান্ত। পরবর্তী ঠাসা সূচির কথা ভেবে তার মনে হয়েছে আইপিএলের সময়টায় (৬-৮ সপ্তাহ) পরিবারের সঙ্গে সময় কাটানো যেতে পারে। জেমিসন তাঁর মনের কথায় শুনেছেন। ঘরোয়া প্লাঙ্কেট শিল্ড টুর্নামেন্ট শুরুর আগে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, ‘আইপিএলে অংশ না নিতে চাওয়ার পেছনে দুটি কারণ আছে। গত এক বছর জৈব সুরক্ষা বলয়ে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। আগামী ১২ মাসের সূচির দিকে তাকিয়ে মনে হয়েছে, ওই ৬-৮ সপ্তাহ (আইপিএলের সময়কাল) পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব।’
আইপিএলে অংশ না নেওয়ার পেছনে আরেকটি কারণ নিজের নিজের ক্যারিয়ার নিয়ে ভাবনা। তিন সংস্করণেই নিউজিল্যান্ড দলে নিজেকে প্রতিষ্ঠিত করা। জেমিসন বলেন, ‘আমি এখনো অনেক তরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর কাটানোর পর মনে হচ্ছে, নিজের খেলা নিয়ে কাজ করা প্রয়োজন। এই সময়ে যেখানে থাকা উচিত ছিল, সেখানে যেতে পারিনি। নিউজিল্যান্ড দলে সব সংস্করণে জায়গা পেতে সব সময় শুধু ম্যাচ না খেলে নিজের খেলার উন্নতির জন্য নিয়ে কাজ করা উচিত। বাড়িতে সময় কাটানো আর নিজের খেলা নিয়ে কাজ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।’
এবার আইপিএলে জেমিসনকে দেখা না গেলেও পরবর্তীতে দেখা যেতে পারে দিয়েছেন সে নিশ্চয়তাও, ‘আমি এখনো বেশ তরুণ। বয়স এখনো ২৭, সামনে কয়েক বছর সময় আছে। সামনে অবশ্যই এই টুর্নামেন্টে আবার অংশ নেব।’
নিউজিল্যান্ড ক্রিকেট সম্পর্কিত আরও পড়ুন:
২০২১ আইপিএল নিলামে ‘অখ্যাত’ কাইল জেমিসনকে দলে ভেড়াতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। সাড়ে ছয় ফুট উচ্চতার জেমিসনের দামও সেবার তরতর করে বেড়ে দাঁড়িয়েছিল ১৫ কোটি রূপি।
এক বছর পর সেই কিউই পেসার এখন বিশ্ব ক্রিকেটের বড় বিজ্ঞাপন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জেমিসন জানিয়ে দিলেন তিনি নিজেই এবার আইপিএল খেলতে আগ্রহী নন। নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে আর বোলিং নিয়ে কাজ করতে আসন্ন আইপিএলের নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।
গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে জেমিসন ৯টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন। ওভার প্রতি রান দিয়েছিলেন ৯.৬০ গড়ে। আইপিএলে সাদামাটা পারফরম্যান্সের জেমিসন তাক লাগিয়েছেন জাতীয় দলের জার্সি গায়ে। বিশেষ লাল বলের ক্রিকেটে। দীর্ঘদেহী এই পেসার ১২ টেস্টে ঝুলিতে পুড়িয়েছেন ৬০ উইকেট। জেমিসনকে দলে পেতে এবারও তাই বাড়তি আগ্রহ ছিল দলগুলোর। কিন্তু জেমিসনের ভাবনা আলাদা।
টানা জৈব সুরক্ষা বলয়ে থেকে তিনি ক্লান্ত। পরবর্তী ঠাসা সূচির কথা ভেবে তার মনে হয়েছে আইপিএলের সময়টায় (৬-৮ সপ্তাহ) পরিবারের সঙ্গে সময় কাটানো যেতে পারে। জেমিসন তাঁর মনের কথায় শুনেছেন। ঘরোয়া প্লাঙ্কেট শিল্ড টুর্নামেন্ট শুরুর আগে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, ‘আইপিএলে অংশ না নিতে চাওয়ার পেছনে দুটি কারণ আছে। গত এক বছর জৈব সুরক্ষা বলয়ে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। আগামী ১২ মাসের সূচির দিকে তাকিয়ে মনে হয়েছে, ওই ৬-৮ সপ্তাহ (আইপিএলের সময়কাল) পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব।’
আইপিএলে অংশ না নেওয়ার পেছনে আরেকটি কারণ নিজের নিজের ক্যারিয়ার নিয়ে ভাবনা। তিন সংস্করণেই নিউজিল্যান্ড দলে নিজেকে প্রতিষ্ঠিত করা। জেমিসন বলেন, ‘আমি এখনো অনেক তরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর কাটানোর পর মনে হচ্ছে, নিজের খেলা নিয়ে কাজ করা প্রয়োজন। এই সময়ে যেখানে থাকা উচিত ছিল, সেখানে যেতে পারিনি। নিউজিল্যান্ড দলে সব সংস্করণে জায়গা পেতে সব সময় শুধু ম্যাচ না খেলে নিজের খেলার উন্নতির জন্য নিয়ে কাজ করা উচিত। বাড়িতে সময় কাটানো আর নিজের খেলা নিয়ে কাজ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।’
এবার আইপিএলে জেমিসনকে দেখা না গেলেও পরবর্তীতে দেখা যেতে পারে দিয়েছেন সে নিশ্চয়তাও, ‘আমি এখনো বেশ তরুণ। বয়স এখনো ২৭, সামনে কয়েক বছর সময় আছে। সামনে অবশ্যই এই টুর্নামেন্টে আবার অংশ নেব।’
নিউজিল্যান্ড ক্রিকেট সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫