ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার পরই কিনা সাক্ষী হলেন দলের ৬২ রানে অলআউট হয়ে যাওয়া। ভারতকে ৩২৫ রানে অলআউট করে নিউজিল্যান্ড অলআউট ৬২ রানে। ইনিংসে ১০ উইকেট নেওয়ার এমন একটা কীর্তি উদ্যাপনের সুযোগই পেলেন না আজাজ প্যাটেল। এমন অম্লমধুর অভিজ্ঞতা হবে প্যাটেল নিশ্চয়ই ঘুণাক্ষরেও ভাবেননি।
ভারতকে গুটিয়ে দেওয়ার কাজটা প্যাটেল একা করেছেন। তবে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেওয়ার কাজটা রবিচন্দ্রন অশ্বিনরা সবাই মিলে সেরেছেন। ভারতীয় বোলারদের তোপের মুখে কিউইরা টিকতে পারল মাত্র ২৮.১ ওভার। শুরুটা ওপেনিং ব্যাটার উইল ইয়াংকে দিয়ে। মোহাম্মদ সিরাজের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াং (৪)। দলের রানে আর ৫ রান যোগ করতেই সিরাজ এবার ফিরিয়ে দেন আরেক ওপেনার টম ল্যাথামকে (১০)।
আসা যাওয়ার এই অন্তিম স্রোতে একে একে যোগ হন বাকি কিউই ব্যাটাররা। ৩৬ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন কাইল জেমিসন। ৮ ওভারে মাত্র ৮ রান দিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অফ স্পিনার অশ্বিন। চার ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার সিরাজ। দুই উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। বাকি একটি উইকেট নিয়েছেন আরেক অফ স্পিনার জয়ন্ত যাদব।
নিউজিল্যান্ডকে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান করেছে স্বাগতিকেরা।
ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার পরই কিনা সাক্ষী হলেন দলের ৬২ রানে অলআউট হয়ে যাওয়া। ভারতকে ৩২৫ রানে অলআউট করে নিউজিল্যান্ড অলআউট ৬২ রানে। ইনিংসে ১০ উইকেট নেওয়ার এমন একটা কীর্তি উদ্যাপনের সুযোগই পেলেন না আজাজ প্যাটেল। এমন অম্লমধুর অভিজ্ঞতা হবে প্যাটেল নিশ্চয়ই ঘুণাক্ষরেও ভাবেননি।
ভারতকে গুটিয়ে দেওয়ার কাজটা প্যাটেল একা করেছেন। তবে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেওয়ার কাজটা রবিচন্দ্রন অশ্বিনরা সবাই মিলে সেরেছেন। ভারতীয় বোলারদের তোপের মুখে কিউইরা টিকতে পারল মাত্র ২৮.১ ওভার। শুরুটা ওপেনিং ব্যাটার উইল ইয়াংকে দিয়ে। মোহাম্মদ সিরাজের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াং (৪)। দলের রানে আর ৫ রান যোগ করতেই সিরাজ এবার ফিরিয়ে দেন আরেক ওপেনার টম ল্যাথামকে (১০)।
আসা যাওয়ার এই অন্তিম স্রোতে একে একে যোগ হন বাকি কিউই ব্যাটাররা। ৩৬ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন কাইল জেমিসন। ৮ ওভারে মাত্র ৮ রান দিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অফ স্পিনার অশ্বিন। চার ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার সিরাজ। দুই উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। বাকি একটি উইকেট নিয়েছেন আরেক অফ স্পিনার জয়ন্ত যাদব।
নিউজিল্যান্ডকে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান করেছে স্বাগতিকেরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫