Ajker Patrika

২০২২ এশিয়া কাপ পাকিস্তানে!

২০২২ এশিয়া কাপ পাকিস্তানে!

ঢাকা: করোনায় ২০২০ এশিয়া কাপ পিছিয়ে এ বছরের জুনে হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। করোনায় আবারও তা বাতিল হয়ে গেছে। এখন টানা দুটি (২০২২ ও ২০২৩) এশিয়া কাপ আয়োজনের গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২২ এশিয়া কাপ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে পাকিস্তান। ২০২৩ এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায়।

২০২২ এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার সম্ভাবনা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গত বছরের এশিয়া কাপ এ বছর হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। মনে হয় না এ বছর আর এশিয়া কাপ হবে, যেহেতু সামনে সব দলেরই ব্যস্ত সূচি আছে। ২০২২ এশিয়া কাপ আমাদের এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৩ এশিয়া কাপ শ্রীলঙ্কায় হতে পারে।’

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ১৪তম পর্ব অনুষ্ঠিত হয়েছিল। যেখানে বাংলাদেশকে হারিয়ে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপের শিরোপা শোকেসে তুলেছিল ভারত। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা ছিল। করোনায় তা আর সম্ভব হয়নি। ২০১৬ সালে টি- টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতা দলটিও ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত