নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতকে হারিয়ে ২০২৩ এশিয়া কাপ অধ্যায় শেষ করেছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শেষ করে ফ্লাইটে দেশেও ফিরেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে কলম্বো থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ক্রিকেটাররা।
দুই দিন বিশ্রামের পর নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। যদিও কিছু ক্রিকেটারকে ওই সিরিজ থেকে বিশ্রাম দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে আরও কিছু ক্রিকেটার এবং যাঁরা ফর্মে নেই তাঁদেরও দেখার সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
তবে দেশে ফিরে অলরাউন্ডার মিরাজ জানিয়েছেন, এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপের আগে দলের মনোবলও বাড়িয়েছে। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘ম্যাচটা এ রকম ছিল, আমাদের তো কোনো সম্ভাবনা ছিল না এশিয়া কাপে ফাইনালে ওঠার। কিন্তু আমাদের একটা আশা ছিল ভারতের বিপক্ষে যদি জিততে পারি, তাহলে আত্মবিশ্বাসটা ভালো থাকবে বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে। আমাদের সামনে তো বড় ইভেন্ট বিশ্বকাপ, যেহেতু ভারতে খেলা, ওদের হারাতে পারলে দলের মনোবল বেড়ে যাবে। ওটাই হয়েছে। শেষ ম্যাচে যেভাবে এসেছি, অসাধারণ।’
খেলোয়াড়দের চোট আর অসুস্থতার কারণে নিজেদের সেরাটা দিতে পারেননি বলেও মনে করছেন মিরাজ। যদি সবাই ফিট থাকত, তবে এশিয়া কাপটা আরও ভালো হতো বলে বিশ্বাস তাঁর। দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মিরাজ বলেন, ‘সব মিলিয়ে আমি মনে করি, এশিয়া কাপে খেলোয়াড়দের চোট খুব ভুগিয়েছি (বাংলাদেশকে)। আমরা যদি সবাই ফিট থাকতাম, খুব ভালো একটা টুর্নামেন্ট হতো, আমি ব্যক্তিগতভাবে মনে করেছি। যেহেতু কয়েকজন চোটে পড়েছে, বিশ্বকাপের আগে খুব দ্রুত সেরে ওঠার চেষ্টা করব।’
চোটের কারণে ওপেনার তামিম ইকবাল আগেই এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন। চোটে ছিটকে পড়েন পেসার ইবাদত হোসেন। টুর্নামেন্টের আগমুহূর্তে লিটন দাসের জ্বর, গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলতে পারেননি এই উইকেটরক্ষক-ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান নাজমুল হোসেন শান্ত।
তবু বাংলাদেশ গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে ৮৯ রানের বড় জয় পেয়েছিল। সুপার ফোরে ভারতের বিপক্ষে জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষেও সুযোগ তৈরি করেছিল, যদিও শেষ পর্যন্ত হয়নি। অভিজ্ঞ খেলোয়াড়েরা থাকলে হয়তো মিরাজের কথামতো অন্যরকম এশিয়া কাপ হতেও পারত বাংলাদেশের জন্য।
এশিয়া কাপ শেষ, ফিট এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে বিশ্বকাপে যেতে চান মিরাজ, ‘যেটা আমি আগেও বলেছি, কম্বিনেশন তো সব সময় আমাদের দলের ভেতরে ভালো থাকে। কিন্তু চোটটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যারা চোটে পড়েছে, তারা যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে। তামিম ভাই দলের সঙ্গে ছিল না, শান্ত খেলার মাঝে চোটে পড়ে গেছে। ও কিন্তু খুব ভালো শুরু করেছিল, দুটি ম্যাচেই অনেক বড় রান করেছে। লিটনের চোট ছিল। মুশফিক ভাইয়ের খেলার মধ্যে পরিবার সমস্যায় পড়েছিল। কিন্তু আমি সব মিলিয়ে মনে করি, সবাই বিশ্বকাপে যেতে চাই ফিট হয়ে। সবাই মানসিকভাবে শক্তিশালী হয়ে যেতে চাই।’
ভারতকে হারিয়ে ২০২৩ এশিয়া কাপ অধ্যায় শেষ করেছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শেষ করে ফ্লাইটে দেশেও ফিরেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে কলম্বো থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ক্রিকেটাররা।
দুই দিন বিশ্রামের পর নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। যদিও কিছু ক্রিকেটারকে ওই সিরিজ থেকে বিশ্রাম দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে আরও কিছু ক্রিকেটার এবং যাঁরা ফর্মে নেই তাঁদেরও দেখার সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
তবে দেশে ফিরে অলরাউন্ডার মিরাজ জানিয়েছেন, এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপের আগে দলের মনোবলও বাড়িয়েছে। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘ম্যাচটা এ রকম ছিল, আমাদের তো কোনো সম্ভাবনা ছিল না এশিয়া কাপে ফাইনালে ওঠার। কিন্তু আমাদের একটা আশা ছিল ভারতের বিপক্ষে যদি জিততে পারি, তাহলে আত্মবিশ্বাসটা ভালো থাকবে বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে। আমাদের সামনে তো বড় ইভেন্ট বিশ্বকাপ, যেহেতু ভারতে খেলা, ওদের হারাতে পারলে দলের মনোবল বেড়ে যাবে। ওটাই হয়েছে। শেষ ম্যাচে যেভাবে এসেছি, অসাধারণ।’
খেলোয়াড়দের চোট আর অসুস্থতার কারণে নিজেদের সেরাটা দিতে পারেননি বলেও মনে করছেন মিরাজ। যদি সবাই ফিট থাকত, তবে এশিয়া কাপটা আরও ভালো হতো বলে বিশ্বাস তাঁর। দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মিরাজ বলেন, ‘সব মিলিয়ে আমি মনে করি, এশিয়া কাপে খেলোয়াড়দের চোট খুব ভুগিয়েছি (বাংলাদেশকে)। আমরা যদি সবাই ফিট থাকতাম, খুব ভালো একটা টুর্নামেন্ট হতো, আমি ব্যক্তিগতভাবে মনে করেছি। যেহেতু কয়েকজন চোটে পড়েছে, বিশ্বকাপের আগে খুব দ্রুত সেরে ওঠার চেষ্টা করব।’
চোটের কারণে ওপেনার তামিম ইকবাল আগেই এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন। চোটে ছিটকে পড়েন পেসার ইবাদত হোসেন। টুর্নামেন্টের আগমুহূর্তে লিটন দাসের জ্বর, গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলতে পারেননি এই উইকেটরক্ষক-ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান নাজমুল হোসেন শান্ত।
তবু বাংলাদেশ গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে ৮৯ রানের বড় জয় পেয়েছিল। সুপার ফোরে ভারতের বিপক্ষে জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষেও সুযোগ তৈরি করেছিল, যদিও শেষ পর্যন্ত হয়নি। অভিজ্ঞ খেলোয়াড়েরা থাকলে হয়তো মিরাজের কথামতো অন্যরকম এশিয়া কাপ হতেও পারত বাংলাদেশের জন্য।
এশিয়া কাপ শেষ, ফিট এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে বিশ্বকাপে যেতে চান মিরাজ, ‘যেটা আমি আগেও বলেছি, কম্বিনেশন তো সব সময় আমাদের দলের ভেতরে ভালো থাকে। কিন্তু চোটটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যারা চোটে পড়েছে, তারা যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে। তামিম ভাই দলের সঙ্গে ছিল না, শান্ত খেলার মাঝে চোটে পড়ে গেছে। ও কিন্তু খুব ভালো শুরু করেছিল, দুটি ম্যাচেই অনেক বড় রান করেছে। লিটনের চোট ছিল। মুশফিক ভাইয়ের খেলার মধ্যে পরিবার সমস্যায় পড়েছিল। কিন্তু আমি সব মিলিয়ে মনে করি, সবাই বিশ্বকাপে যেতে চাই ফিট হয়ে। সবাই মানসিকভাবে শক্তিশালী হয়ে যেতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫