ক্রীড়া ডেস্ক
লাহোর থেকে মাউন্ট মঙ্গানুই-গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে ৪৭ বছর। দীর্ঘ এই সময়ে কত রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়েছে। পাকিস্তানি কিংবদন্তি মুদাসসর নজারের বহু পুরোনো এক রেকর্ড প্রায় ভেঙেই গিয়েছিল আজ।
লাল বলের ক্রিকেটে মাটি আঁকড়ে কীভাবে পড়ে থাকতে হয়, সেটা আজ নতুন করে দেখালেন জিৎ রাভাল। বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে ৫৫১ মিনিটে সেঞ্চুরি করেছেন রাভাল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিসট্রিক্টসের হয়ে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। ম্যাচের চতুর্থ দিনে আজ সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে করেছেন কিউই এই ক্রিকেটার। সময়ের হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় এটা তৃতীয়। সবার ওপরে এখনো আছে নজারের সেই রেকর্ড। ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৭ মিনিটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি।
রাভাল ৫৫১ মিনিটের ম্যারাথন ইনিংসের শুরুটা করেছিলেন ৮ ডিসেম্বর শেষ বিকেলে। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি ৫৮৯ মিনিট ব্যাটিং করেছেন। ৩৯৬ বলে ১০৭ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১০ চার মেরেছেন তিনি। সেন্ট্রাল ডিসট্রিক্টস-নর্দান ডিসট্রিক্টস ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। নর্দার্ন প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে। এরপর সেন্ট্রাল তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৯১ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা নর্দার্ন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৬২ রান করতেই শেষ হয়ে যায় ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে রাভাল সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০-এর জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ৪৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে কেবল তিনি ২৪ টেস্ট খেলেন। ৩০.০৭ গড়ে করেন ১১৪৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ৭ ফিফটি।
রাভাল ও নজারের মাঝে আছেন সাদাগোপান রমেশ। ৫৫৬ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় রমেশ আছেন তিনে। ২০০১ সালে চেন্নাইয়ে কেরালার বিপক্ষে সেঞ্চুরি করে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। রমেশ খেলেন তামিলনাড়ুর হয়ে।
দল | মিনিট | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
মুদাসসর নজার পাকিস্তান | ৫৫৭ | ইংল্যান্ড | লাহোর | ১৯৭৭ |
সাদাগোপান রমেশ তামিলনাড়ু | ৫৫৬ | কেলারা | চেন্নাই | ২০০১ |
জিৎ রাভাল নর্দার্ন ডিসট্রিক্টস | ৫৫১ | সেন্ট্রাল ডিসট্রিক্টস | মাউন্ট মঙ্গানুই | ২০২৪ |
প্রশান্ত মহাপাত্র উড়িষ্যা | ৫৫০ | বেঙ্গল | বাড়িপাড়া | ১৯৯৫ |
জ্যাকি ম্যাকগ্লু দক্ষিণ আফ্রিকা | ৫৪৫ | অস্ট্রেলিয়া | ডারবান | ১৯৫৮ |
লাহোর থেকে মাউন্ট মঙ্গানুই-গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে ৪৭ বছর। দীর্ঘ এই সময়ে কত রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়েছে। পাকিস্তানি কিংবদন্তি মুদাসসর নজারের বহু পুরোনো এক রেকর্ড প্রায় ভেঙেই গিয়েছিল আজ।
লাল বলের ক্রিকেটে মাটি আঁকড়ে কীভাবে পড়ে থাকতে হয়, সেটা আজ নতুন করে দেখালেন জিৎ রাভাল। বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে ৫৫১ মিনিটে সেঞ্চুরি করেছেন রাভাল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিসট্রিক্টসের হয়ে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। ম্যাচের চতুর্থ দিনে আজ সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে করেছেন কিউই এই ক্রিকেটার। সময়ের হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় এটা তৃতীয়। সবার ওপরে এখনো আছে নজারের সেই রেকর্ড। ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৭ মিনিটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি।
রাভাল ৫৫১ মিনিটের ম্যারাথন ইনিংসের শুরুটা করেছিলেন ৮ ডিসেম্বর শেষ বিকেলে। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি ৫৮৯ মিনিট ব্যাটিং করেছেন। ৩৯৬ বলে ১০৭ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১০ চার মেরেছেন তিনি। সেন্ট্রাল ডিসট্রিক্টস-নর্দান ডিসট্রিক্টস ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। নর্দার্ন প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে। এরপর সেন্ট্রাল তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৯১ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা নর্দার্ন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৬২ রান করতেই শেষ হয়ে যায় ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে রাভাল সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০-এর জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ৪৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে কেবল তিনি ২৪ টেস্ট খেলেন। ৩০.০৭ গড়ে করেন ১১৪৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ৭ ফিফটি।
রাভাল ও নজারের মাঝে আছেন সাদাগোপান রমেশ। ৫৫৬ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় রমেশ আছেন তিনে। ২০০১ সালে চেন্নাইয়ে কেরালার বিপক্ষে সেঞ্চুরি করে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। রমেশ খেলেন তামিলনাড়ুর হয়ে।
দল | মিনিট | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
মুদাসসর নজার পাকিস্তান | ৫৫৭ | ইংল্যান্ড | লাহোর | ১৯৭৭ |
সাদাগোপান রমেশ তামিলনাড়ু | ৫৫৬ | কেলারা | চেন্নাই | ২০০১ |
জিৎ রাভাল নর্দার্ন ডিসট্রিক্টস | ৫৫১ | সেন্ট্রাল ডিসট্রিক্টস | মাউন্ট মঙ্গানুই | ২০২৪ |
প্রশান্ত মহাপাত্র উড়িষ্যা | ৫৫০ | বেঙ্গল | বাড়িপাড়া | ১৯৯৫ |
জ্যাকি ম্যাকগ্লু দক্ষিণ আফ্রিকা | ৫৪৫ | অস্ট্রেলিয়া | ডারবান | ১৯৫৮ |
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে