ঢাকা: ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করছে আইসিসি। সদস্য দেশগুলোও এ ব্যাপারে উদ্যোগী। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন নীতি ঘোষণা করেছে। মেয়েদের মাতৃত্বকালীন সুযোগ সুবিধার সঙ্গে ভ্রমণের সময় শিশুর যত্নের ব্যাপারেও নতুন উদ্যোগ নিয়েছে পিসিবি।
এখন থেকে মাতৃত্বকালীন ছুটি শুরু হওয়ার আগেই নিজেকে খেলার বাইরে রাখতে পারবেন পাকিস্তানের নারী খেলোয়াড়েরা। মাতৃত্বকালীন ছুটি হিসেবে ১২ মাস ছুটিতে থাকতে পারবেন তাঁরা। এই সময়ে খেলোয়াড়েরা চুক্তির পুরো অর্থই পাবেন। একই সঙ্গে পরের বছর চুক্তি বাড়ানোর নিশ্চয়তাও দেবে জানিয়েছে পিসিবি। পুরুষ খেলোয়াড়েরাও চাইলে ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটিতে যেতে পারবেন। এই সময় তাঁরাও প্রাপ্য বেতন পাবেন।
এক বিবৃতিতে পিসিবি আরও জানিয়েছে, নারী খেলোয়াড়েরা দলের হয়ে বিদেশ সফরে গেলে বাচ্চার খরচের সব দায়িত্বই নেবে ক্রিকেট বোর্ড। এসব নীতিমালার প্রথম সুবিধাভোগী খেলোয়াড় হবেন বিসমাহ মারুফ। বছরের শুরুর দিকে ডাক্তারের পরামর্শ নিয়ে অনির্দিষ্টকালের ছুটিতে যান পাকিস্তান নারী দলের অধিনায়ক।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান এই সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে বলেছেন, ‘পিসিবি ক্রিকেটারদের প্রতি সব সময় যত্নশীল।’ পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতে এটা অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন ওয়াসিম। তিনি আরও বলেছেন, ‘খেলোয়াড়বান্ধব এসব নীতি খেলোয়াড়দের ক্যারিয়ারের প্রতি আরও সচেতন করে তুলবে। তাঁদের আরও নিশ্চিন্তে খেলার তাগিদ জোগাবে।’
ঢাকা: ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করছে আইসিসি। সদস্য দেশগুলোও এ ব্যাপারে উদ্যোগী। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন নীতি ঘোষণা করেছে। মেয়েদের মাতৃত্বকালীন সুযোগ সুবিধার সঙ্গে ভ্রমণের সময় শিশুর যত্নের ব্যাপারেও নতুন উদ্যোগ নিয়েছে পিসিবি।
এখন থেকে মাতৃত্বকালীন ছুটি শুরু হওয়ার আগেই নিজেকে খেলার বাইরে রাখতে পারবেন পাকিস্তানের নারী খেলোয়াড়েরা। মাতৃত্বকালীন ছুটি হিসেবে ১২ মাস ছুটিতে থাকতে পারবেন তাঁরা। এই সময়ে খেলোয়াড়েরা চুক্তির পুরো অর্থই পাবেন। একই সঙ্গে পরের বছর চুক্তি বাড়ানোর নিশ্চয়তাও দেবে জানিয়েছে পিসিবি। পুরুষ খেলোয়াড়েরাও চাইলে ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটিতে যেতে পারবেন। এই সময় তাঁরাও প্রাপ্য বেতন পাবেন।
এক বিবৃতিতে পিসিবি আরও জানিয়েছে, নারী খেলোয়াড়েরা দলের হয়ে বিদেশ সফরে গেলে বাচ্চার খরচের সব দায়িত্বই নেবে ক্রিকেট বোর্ড। এসব নীতিমালার প্রথম সুবিধাভোগী খেলোয়াড় হবেন বিসমাহ মারুফ। বছরের শুরুর দিকে ডাক্তারের পরামর্শ নিয়ে অনির্দিষ্টকালের ছুটিতে যান পাকিস্তান নারী দলের অধিনায়ক।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান এই সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে বলেছেন, ‘পিসিবি ক্রিকেটারদের প্রতি সব সময় যত্নশীল।’ পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতে এটা অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন ওয়াসিম। তিনি আরও বলেছেন, ‘খেলোয়াড়বান্ধব এসব নীতি খেলোয়াড়দের ক্যারিয়ারের প্রতি আরও সচেতন করে তুলবে। তাঁদের আরও নিশ্চিন্তে খেলার তাগিদ জোগাবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫