হার না মানা সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জিতিয়েছেন জো রুট। নতুন অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার পর কিপার-ব্যাটার বেন ফোকসকে নিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তিনি।
১১৫ রানের অসাধারণ ইনিংস উপহার দেওয়ার পথে দ্রুততম ব্যাটার হিসেবে ১০ হাজার টেস্ট রানের কীর্তি গড়েছেন রুট। এরপর থেকেই মার্ক টেলর, মাইকেল ভনদের মতো সাবেকরা রুটের স্তুতি গাইতে শুরু করেছেন।
তবে সবকিছুকে ছাপিয়ে গেছে রুটের একটি জাদুকরী মুহূর্ত। কোনো কিছুর সঙ্গে হেলান দিয়ে না থাকলেও অবিশ্বাস্যভাবে ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে ছিল তাঁর ব্যাট!
ভিডিওতে দেখা গেছে, লর্ডসে ম্যাচের চতুর্থ ইনিংসে বোলিং রানআপ নিচ্ছেন কাইল জেমিসন। স্ট্রাইক প্রান্তে ফোকস। সে সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা রুট কোনো কিছুর সাহায্য ছাড়াই ক্রিজে ব্যাট দাঁড় করিয়ে রাখেন। যেন ব্যাটের নিচে শিকড় গজিয়েছিল। জেমিসন বল ছোড়ার আগমুহূর্তে ব্যাট হাতে তুলে নেন রুট।
ব্যাটকে এভাবে বশে আনতে দেখে রীতিমতো অবাক সবাই। ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার তো লিখেই ফেলেছেন, ‘সে একজন জাদুকর।’
ইংল্যান্ডের একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী বার্মি-আর্মির এক সদস্য লিখেছেন, ‘শুধু ব্যাট হাতে নয়; ব্যাট ছাড়াও সে জাদুকর।’
রুট যে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক কোম্পানি ‘নিউ ব্যালান্স’-এর ব্যাট দিয়ে খেলেন, আরেকজন টুইটার ব্যবহারকারী মজার ছলে সেটিই মনে করিয়ে দিয়েছেন, ‘রুট কোন ব্যাট দিয়ে খেলেন, জানেন তো? একেই বলে নতুন ভারসাম্য।’
তবে সবার কৌতূহল মেটান সাংবাদিক পিয়ার্স মরগান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এটা কোনো জাদুবিদ্যা নয়। সাধারণত অন্য ক্রিকেটাররা যে ধরনের ব্যাট দিয়ে খেলে থাকেন, রুটেরটা তাঁদের থেকে একদমই আলাদা। তাঁর ব্যাট ফাঁপা নয়; একদম সোজা। সে কারণে বাতাসের চাপ না থাকলে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা যায়।’
হার না মানা সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জিতিয়েছেন জো রুট। নতুন অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার পর কিপার-ব্যাটার বেন ফোকসকে নিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তিনি।
১১৫ রানের অসাধারণ ইনিংস উপহার দেওয়ার পথে দ্রুততম ব্যাটার হিসেবে ১০ হাজার টেস্ট রানের কীর্তি গড়েছেন রুট। এরপর থেকেই মার্ক টেলর, মাইকেল ভনদের মতো সাবেকরা রুটের স্তুতি গাইতে শুরু করেছেন।
তবে সবকিছুকে ছাপিয়ে গেছে রুটের একটি জাদুকরী মুহূর্ত। কোনো কিছুর সঙ্গে হেলান দিয়ে না থাকলেও অবিশ্বাস্যভাবে ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে ছিল তাঁর ব্যাট!
ভিডিওতে দেখা গেছে, লর্ডসে ম্যাচের চতুর্থ ইনিংসে বোলিং রানআপ নিচ্ছেন কাইল জেমিসন। স্ট্রাইক প্রান্তে ফোকস। সে সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা রুট কোনো কিছুর সাহায্য ছাড়াই ক্রিজে ব্যাট দাঁড় করিয়ে রাখেন। যেন ব্যাটের নিচে শিকড় গজিয়েছিল। জেমিসন বল ছোড়ার আগমুহূর্তে ব্যাট হাতে তুলে নেন রুট।
ব্যাটকে এভাবে বশে আনতে দেখে রীতিমতো অবাক সবাই। ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার তো লিখেই ফেলেছেন, ‘সে একজন জাদুকর।’
ইংল্যান্ডের একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী বার্মি-আর্মির এক সদস্য লিখেছেন, ‘শুধু ব্যাট হাতে নয়; ব্যাট ছাড়াও সে জাদুকর।’
রুট যে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক কোম্পানি ‘নিউ ব্যালান্স’-এর ব্যাট দিয়ে খেলেন, আরেকজন টুইটার ব্যবহারকারী মজার ছলে সেটিই মনে করিয়ে দিয়েছেন, ‘রুট কোন ব্যাট দিয়ে খেলেন, জানেন তো? একেই বলে নতুন ভারসাম্য।’
তবে সবার কৌতূহল মেটান সাংবাদিক পিয়ার্স মরগান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এটা কোনো জাদুবিদ্যা নয়। সাধারণত অন্য ক্রিকেটাররা যে ধরনের ব্যাট দিয়ে খেলে থাকেন, রুটেরটা তাঁদের থেকে একদমই আলাদা। তাঁর ব্যাট ফাঁপা নয়; একদম সোজা। সে কারণে বাতাসের চাপ না থাকলে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা যায়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫