দুঃসময় পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। বিশ্বকাপ শুরুর দিন দলটি হারিয়েছে বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে। সেদিনই আবার নামিবিয়ার কাছে ৫৫ রানে ম্যাচ হেরে বড় ধাক্কাও খেয়েছে এশিয়ার চ্যাম্পিয়নরা। আর আজ হারালেন আরেক পেসার দুষ্মন্ত চামিরাকে। পায়ের মাংসপেশির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।
সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পেয়েছিলেন চামিরা। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে জেতা ম্যাচে দুর্দান্ত বল করেছিলেন তিনি। ৩ ওভার ৫ বলে ১৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে বোলিং কোটার শেষ বলটা করতে পারেননি মাংসপেশিতে টান পাওয়ায়। সেদিন জানা গিয়েছিল, পরের ম্যাচে লঙ্কানরা পাবে না তাঁকে।
আজ জানা গেল, শুধু নেদারল্যান্ডসের বিপক্ষেই নয়, বিশ্বকাপ থেকেই একেবারে ছিটকে গেছেন চামিরা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের মেডিকেল উপদেষ্টা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা। তিনি বলেছেন, ‘সে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। গোড়ালির অস্ত্রোপচারের পর সে বিরতি নিতে পারে, যা তার প্রয়োজন। তার আগের চোট ছিল গোড়ালির সামনের অংশে। এবার মাংসপেশিতে টান পেয়েছে। এটা গ্রেড-২ পর্যায়ে ছিঁড়ে গেছে।’
আগামীকাল গিলংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে এভাবে একের পর এক ক্রিকেটার হারানো দলের জন্য বড় ধাক্কার। এ ছাড়া আরও জানা গেছে, বেশ কয়েকজন ক্রিকেটারের ছোট ছোট চোট রয়েছে। ফলে টিকে থাকার ম্যাচে সেরা একাদশ নামানো নিয়ে দেখা দিয়েছে দলটিতে অনিশ্চয়তা।
একাদশ সাজানো নিয়ে দলটির অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটার আছেন। কিন্তু জানি না, তাঁরা কবে দলের সঙ্গে যোগ দেবেন। পরের ম্যাচ (নেদারল্যান্ডস) চালিয়ে নেওয়া যাবে, কিন্তু টুর্নামেন্টে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু বোলার প্রয়োজন আছে। কত জন লাগবে তা ঠিক হয়নি। তবে নিশ্চিতভাবেই, দু-তিনজন পেসার লাগবে।’
দুঃসময় পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। বিশ্বকাপ শুরুর দিন দলটি হারিয়েছে বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে। সেদিনই আবার নামিবিয়ার কাছে ৫৫ রানে ম্যাচ হেরে বড় ধাক্কাও খেয়েছে এশিয়ার চ্যাম্পিয়নরা। আর আজ হারালেন আরেক পেসার দুষ্মন্ত চামিরাকে। পায়ের মাংসপেশির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।
সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পেয়েছিলেন চামিরা। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে জেতা ম্যাচে দুর্দান্ত বল করেছিলেন তিনি। ৩ ওভার ৫ বলে ১৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে বোলিং কোটার শেষ বলটা করতে পারেননি মাংসপেশিতে টান পাওয়ায়। সেদিন জানা গিয়েছিল, পরের ম্যাচে লঙ্কানরা পাবে না তাঁকে।
আজ জানা গেল, শুধু নেদারল্যান্ডসের বিপক্ষেই নয়, বিশ্বকাপ থেকেই একেবারে ছিটকে গেছেন চামিরা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের মেডিকেল উপদেষ্টা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা। তিনি বলেছেন, ‘সে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। গোড়ালির অস্ত্রোপচারের পর সে বিরতি নিতে পারে, যা তার প্রয়োজন। তার আগের চোট ছিল গোড়ালির সামনের অংশে। এবার মাংসপেশিতে টান পেয়েছে। এটা গ্রেড-২ পর্যায়ে ছিঁড়ে গেছে।’
আগামীকাল গিলংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে এভাবে একের পর এক ক্রিকেটার হারানো দলের জন্য বড় ধাক্কার। এ ছাড়া আরও জানা গেছে, বেশ কয়েকজন ক্রিকেটারের ছোট ছোট চোট রয়েছে। ফলে টিকে থাকার ম্যাচে সেরা একাদশ নামানো নিয়ে দেখা দিয়েছে দলটিতে অনিশ্চয়তা।
একাদশ সাজানো নিয়ে দলটির অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটার আছেন। কিন্তু জানি না, তাঁরা কবে দলের সঙ্গে যোগ দেবেন। পরের ম্যাচ (নেদারল্যান্ডস) চালিয়ে নেওয়া যাবে, কিন্তু টুর্নামেন্টে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু বোলার প্রয়োজন আছে। কত জন লাগবে তা ঠিক হয়নি। তবে নিশ্চিতভাবেই, দু-তিনজন পেসার লাগবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫