নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক দফায় আলোচনা-সভা করেও এশিয়া কাপ পাকিস্তানে নাকি অন্য কোথাও হবে, সেটি নির্ধারণ করতে পারেনি এশিয়ান ক্রিকেট ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ নিয়েও অনাগ্রহের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপ নিয়ে বিসিবি কোন পথে হাঁটছে, তা নিয়েও হচ্ছে
আলোচনা। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য আজ জানিয়েছেন, এসিসি যে মডেল বা যেখানে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেবে সেখানেই খেলার ব্যাপারে আগ্রহী তারা।
আজ মিরপুরে জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘এশিয়া কাপ নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে যেটা জানব, তা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে। যখন আমরা এসিসি থেকে জানতে পারব সিদ্ধান্ত কী, কোথায়, কখন ম্যাচ হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। যেহেতু আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আমরা পাইনি, সেই সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি।’
ভারত হাইব্রিড মডেল নিয়ে আপত্তি তুলেছে। বাংলাদেশ রাজি কিনা? এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেছেন, ‘আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এসিসি থেকে সিদ্ধান্ত আসবে, এশিয়া কাপ হতে যাচ্ছে। কোন মডেলে হতে যাচ্ছে, হাইব্রিড নাকি অন্য কিছু, এ ব্যাপারে যে সিদ্ধান্ত হবে, যারা সদস্য আছে তারা এই সিদ্ধান্ত (মেনে) নেবে। সেই সিদ্ধান্ত যেই মডেলই হোক, সেই টুর্নামেন্টে আমরা খেলতে আগ্রহী।’
পাকিস্তানের বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার কথাও আলোচনায় আছে। তবে সামনেই বিশ্বকাপ, দুবাইয়ে তীব্র গরমে চোটে পড়ার আশঙ্কা থাকে ক্রিকেটারদের। তাই জালাল ইউনুস বললেন, ‘এখন যদি এসিসি সিদ্ধান্ত নেয় দুবাইতেই হবে। সব সদস্য যদি মেনে নেয় তখন আমাদেরও খেলতে হবে সেখানে। (অস্বস্তি) কিছুটা তো থাকবে নিশ্চয়ই। এত গরমের মধ্যে ওয়ানডে ম্যাচ খেলা অনেক কঠিন। গতবার আমরা টি-টোয়েন্টিতে দেখেছি, রাত ৯টার আগে আমরা অনুশীলন করতে পারতাম না প্রচণ্ড গরমের জন্য।’
জালাল ইউনুস যোগ করেন, ‘অস্বস্তি তো থাকবেই। বিশেষ করে যখন আমরা বিশ্বকাপের দিকে ফোকাসড। সেটার জন্য প্রস্তুতি, সতর্কতা নিয়ে আমরা চিন্তা করছি, সে জন্যই আমরা চাচ্ছিলাম না দুবাইতে খেলতে। আমাদের কথা হচ্ছে, আমাদের এসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
এশিয়া কাপ আয়োজন করতে ভারতকে পিসিবি এক হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল। আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। যেমন, আরব আমিরাত বা ইংল্যান্ডেও হতে পারে। এই হাইব্রিড মডেলকে সমর্থন করছে না বিসিসিআই। যেকোনো একটি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হোক, ভারতের চাওয়া এটাই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক বোর্ড সদস্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘পিসিবিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তান এরই মধ্যে জানিয়েছে যে, পাকিস্তানে খেলতে তাদের আপত্তি নেই। কিন্তু ভারত এই হাইব্রিড মডেল সমর্থন করছে না। চূড়ান্ত সিদ্ধান্ত হবে এসিসির নির্বাহী বোর্ডের সভায়। এই সভা আহ্বান করবেন বিসিসিআই সচিব জয় শাহ।’
গত পরশু বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা হয়েছিল। এই সভা শেষেও জয় শাহ জানিয়েছিলেন, এসিসি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে এশিয়া কাপের ভেন্যুর।
কয়েক দফায় আলোচনা-সভা করেও এশিয়া কাপ পাকিস্তানে নাকি অন্য কোথাও হবে, সেটি নির্ধারণ করতে পারেনি এশিয়ান ক্রিকেট ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ নিয়েও অনাগ্রহের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপ নিয়ে বিসিবি কোন পথে হাঁটছে, তা নিয়েও হচ্ছে
আলোচনা। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য আজ জানিয়েছেন, এসিসি যে মডেল বা যেখানে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেবে সেখানেই খেলার ব্যাপারে আগ্রহী তারা।
আজ মিরপুরে জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘এশিয়া কাপ নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে যেটা জানব, তা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে। যখন আমরা এসিসি থেকে জানতে পারব সিদ্ধান্ত কী, কোথায়, কখন ম্যাচ হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। যেহেতু আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আমরা পাইনি, সেই সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি।’
ভারত হাইব্রিড মডেল নিয়ে আপত্তি তুলেছে। বাংলাদেশ রাজি কিনা? এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেছেন, ‘আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এসিসি থেকে সিদ্ধান্ত আসবে, এশিয়া কাপ হতে যাচ্ছে। কোন মডেলে হতে যাচ্ছে, হাইব্রিড নাকি অন্য কিছু, এ ব্যাপারে যে সিদ্ধান্ত হবে, যারা সদস্য আছে তারা এই সিদ্ধান্ত (মেনে) নেবে। সেই সিদ্ধান্ত যেই মডেলই হোক, সেই টুর্নামেন্টে আমরা খেলতে আগ্রহী।’
পাকিস্তানের বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার কথাও আলোচনায় আছে। তবে সামনেই বিশ্বকাপ, দুবাইয়ে তীব্র গরমে চোটে পড়ার আশঙ্কা থাকে ক্রিকেটারদের। তাই জালাল ইউনুস বললেন, ‘এখন যদি এসিসি সিদ্ধান্ত নেয় দুবাইতেই হবে। সব সদস্য যদি মেনে নেয় তখন আমাদেরও খেলতে হবে সেখানে। (অস্বস্তি) কিছুটা তো থাকবে নিশ্চয়ই। এত গরমের মধ্যে ওয়ানডে ম্যাচ খেলা অনেক কঠিন। গতবার আমরা টি-টোয়েন্টিতে দেখেছি, রাত ৯টার আগে আমরা অনুশীলন করতে পারতাম না প্রচণ্ড গরমের জন্য।’
জালাল ইউনুস যোগ করেন, ‘অস্বস্তি তো থাকবেই। বিশেষ করে যখন আমরা বিশ্বকাপের দিকে ফোকাসড। সেটার জন্য প্রস্তুতি, সতর্কতা নিয়ে আমরা চিন্তা করছি, সে জন্যই আমরা চাচ্ছিলাম না দুবাইতে খেলতে। আমাদের কথা হচ্ছে, আমাদের এসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
এশিয়া কাপ আয়োজন করতে ভারতকে পিসিবি এক হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল। আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। যেমন, আরব আমিরাত বা ইংল্যান্ডেও হতে পারে। এই হাইব্রিড মডেলকে সমর্থন করছে না বিসিসিআই। যেকোনো একটি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হোক, ভারতের চাওয়া এটাই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক বোর্ড সদস্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘পিসিবিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তান এরই মধ্যে জানিয়েছে যে, পাকিস্তানে খেলতে তাদের আপত্তি নেই। কিন্তু ভারত এই হাইব্রিড মডেল সমর্থন করছে না। চূড়ান্ত সিদ্ধান্ত হবে এসিসির নির্বাহী বোর্ডের সভায়। এই সভা আহ্বান করবেন বিসিসিআই সচিব জয় শাহ।’
গত পরশু বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা হয়েছিল। এই সভা শেষেও জয় শাহ জানিয়েছিলেন, এসিসি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে এশিয়া কাপের ভেন্যুর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে