নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখেও চন্ডিকা হাথুরুসিংহের অভিনব পরিকল্পনা। যেখানে তামিম ইকবালরা খেলবেন, ওই চেমফসফোর্ডের উইকেট ও কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের সিলেট অনেকটা কাছাকাছি। যার জন্য কাল থেকে শুরু হতে যাওয়া তিন দিনের ক্যাম্পের জন্য হাথুরুসিংহে বেছে নেন সিলেটের ভেন্যুকে।
আজ মিরপুরে সেটি সাংবাদিকদের ও বললেন বাংলাদেশ কোচ, ‘আমরা যখন সিলেটে খেলেছি, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সঙ্গে এখানের উইকেটের মিল রয়েছে। তাই মনে হলো সেখানেই অনুশীলন করা উচিত। এ ছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই।’
উইকেট নিয়ে হাথুরুর সঙ্গে একমত বাংলাদেশ দলে পেসার হাসান মাহমুদও। তবে দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ না থাকায় এ সফরে হাসানের উপরই থাকছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এটি তাঁর জন্য বাড়তি কোনো চাপ হবে কি না? আজ সিলেটে যাওয়ার ব্যাপারে হাসান বলে গেলেন, ‘না, এটা দলের জন্য একটা ভালো দিক না। তবু আমরা চেষ্টা করব সবাই দায়িত্ব নিতে, চেষ্টা করলে ভালো কিছু হবে।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল সকাল সাড়ে ৯টা থেকে তিন ঘণ্টা চলবে মুশফিকুর রহিম-তাওহীদ হৃদয়দের প্রথম দিনের অনুশীলন। আগামী পরশু দক্ষতা বৃদ্ধির অনুশীলন শেষে সেদিনই আবার ঢাকায় ফিরবে দল।
ক্যাম্পটা কাজে লাগানোর কথা বললেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও, ‘আয়ারল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ। যে কদিন সুযোগ পাই, অনুশীলনের ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব।’
আগামী মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখেও চন্ডিকা হাথুরুসিংহের অভিনব পরিকল্পনা। যেখানে তামিম ইকবালরা খেলবেন, ওই চেমফসফোর্ডের উইকেট ও কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের সিলেট অনেকটা কাছাকাছি। যার জন্য কাল থেকে শুরু হতে যাওয়া তিন দিনের ক্যাম্পের জন্য হাথুরুসিংহে বেছে নেন সিলেটের ভেন্যুকে।
আজ মিরপুরে সেটি সাংবাদিকদের ও বললেন বাংলাদেশ কোচ, ‘আমরা যখন সিলেটে খেলেছি, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সঙ্গে এখানের উইকেটের মিল রয়েছে। তাই মনে হলো সেখানেই অনুশীলন করা উচিত। এ ছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই।’
উইকেট নিয়ে হাথুরুর সঙ্গে একমত বাংলাদেশ দলে পেসার হাসান মাহমুদও। তবে দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ না থাকায় এ সফরে হাসানের উপরই থাকছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এটি তাঁর জন্য বাড়তি কোনো চাপ হবে কি না? আজ সিলেটে যাওয়ার ব্যাপারে হাসান বলে গেলেন, ‘না, এটা দলের জন্য একটা ভালো দিক না। তবু আমরা চেষ্টা করব সবাই দায়িত্ব নিতে, চেষ্টা করলে ভালো কিছু হবে।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল সকাল সাড়ে ৯টা থেকে তিন ঘণ্টা চলবে মুশফিকুর রহিম-তাওহীদ হৃদয়দের প্রথম দিনের অনুশীলন। আগামী পরশু দক্ষতা বৃদ্ধির অনুশীলন শেষে সেদিনই আবার ঢাকায় ফিরবে দল।
ক্যাম্পটা কাজে লাগানোর কথা বললেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও, ‘আয়ারল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ। যে কদিন সুযোগ পাই, অনুশীলনের ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫