পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্টকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বিদায়ী সিরিজ তিনি রাঙাচ্ছেন নিজের মতো করে। যত আলোচনা, সমালোচনা হোক, সবকিছুকেই ওয়ার্নার যেন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন তাঁর পারফরম্যান্সে। পার্থে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই গড়েছেন রেকর্ড গড়া সেঞ্চুরি। তাতেই প্রথম দিনে চাপে পড়ে গেছে পাকিস্তান।
প্রথম দিনেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলতে থাকে স্বাগতিকেরা। ইনিংসের প্রথম ওভার করতে আসা শাহিন শাহ আফ্রিদির ওভার থেকেই ১৪ রান নিয়ে নেয় অস্ট্রেলিয়া। সেই ওভারে দুই চার মারেন উসমান খাজা। ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে অজিরা করে ৭৪ রান। খাজা টেস্টসুলভ ব্যাটিং করলেও ওয়ার্নার আক্রমণাত্মক ব্যাটিং করেন। ১৫ তম ওভার বোলিংয়ে আসা ফাহিম আশরাফকে তিনটি চার মারেন ওয়ার্নার। যেখানে ওভারের পঞ্চম বলে ফাহিমকে চার মেরে ওয়ার্নার তুলে নেন টেস্টের ৩৭ তম ফিফটি। ফিফটি করতে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের লেগেছে ৪১ বল।
ছন্দে থাকা ওয়ার্নারের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিল পাকিস্তান। তবে পাকিস্তান তাঁর উইকেট নিতে পারেনি। ২০ তম ওভারের প্রথম বলে শাহিন যখন ওয়ার্নারের বিপক্ষে আপিল করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিলে তা নষ্ট হয় পাকিস্তানের। এরপর ২২ তম ওভারের দ্বিতীয় বলে শাহিনকে লং লেগের ওপর দিয়ে দুর্দান্ত ছক্কা মারেন ওয়ার্নার। ওয়ার্নার-খাজা উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৮১ বলে ১২৬ রান। ৩০ তম ওভারের চতুর্থ বলে খাজাকে পাকিস্তান উইকেটরক্ষক সরফরাজ আহমেদের তালুবন্দী করেন শাহিন। ৯৮ বলে ৬ চারে ৪১ রান করেন খাজা।
উদ্বোধনী জুটি ভাঙার পর যে-ই এসেছেন, ওয়ার্নার তাঁর সঙ্গেই জুটি বেঁধেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে মারনাস লাবুশেনের সঙ্গে ৪৮ বলে ৩৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ওয়ার্নার। ৩৮ তম ওভারের প্রথম বলে লাবুশেনকে এলবিডব্লু করে জুটি ভাঙেন ফাহিম আশরাফ। এই জুটি ভাঙার পর ওয়ার্নার তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৪৩ তম ওভারের পঞ্চম বলে আমির জামালকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ২৬ তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের এটা তাঁর ৬ষ্ঠ সেঞ্চুরি। ৬ সেঞ্চুরি করে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেলের পাশে বসলেন ওয়ার্নার।
সেঞ্চুরির পর দ্রুতই আউট হতে পারতেন ওয়ার্নার। ৪৮ তম ওভারের তৃতীয় বলে আগা সালমানকে মিড অন দিয়ে উড়িয়ে মারতে চান ওয়ার্নার। খুররম শেহজাদ সহজ ক্যাচ তো ছেড়েছেন, সেটাকে চার বানিয়ে দিয়েছেন। তৃতীয় উইকেটে স্মিথের সঙ্গে ১১৬ বলে ৭৯ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ওয়ার্নার। ৩১ রান করা স্মিথকে ফিরিয়ে জুটি ভেঙেছেন শেহজাদ। জীবন পাওয়া ওয়ার্নার এরপর ট্রাভিস হেডের সঙ্গে চতুর্থ উইকেটে ৯৪ বলে ৬৬ রানের জুটি গড়তে অবদান রাখেন। ৫৩ বলে ৬ চারে ৪০ রান করা হেডকে ফিরিয়েছেন জামাল। ওয়ার্নার শেষ পর্যন্ত ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কায় খেলেছেন ১৬৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েছেন জামাল। প্রথম দিনে ৮৪ ওভার খেলা হলে অস্ট্রেলিয়া করেছে ৫ উইকেটে ৩৪৬ রান। মিচেল মার্শ ১৫ রানে ব্যাটিং করছেন ও উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি অপরাজিত আছেন ১৪ রানে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্টকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বিদায়ী সিরিজ তিনি রাঙাচ্ছেন নিজের মতো করে। যত আলোচনা, সমালোচনা হোক, সবকিছুকেই ওয়ার্নার যেন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন তাঁর পারফরম্যান্সে। পার্থে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই গড়েছেন রেকর্ড গড়া সেঞ্চুরি। তাতেই প্রথম দিনে চাপে পড়ে গেছে পাকিস্তান।
প্রথম দিনেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলতে থাকে স্বাগতিকেরা। ইনিংসের প্রথম ওভার করতে আসা শাহিন শাহ আফ্রিদির ওভার থেকেই ১৪ রান নিয়ে নেয় অস্ট্রেলিয়া। সেই ওভারে দুই চার মারেন উসমান খাজা। ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে অজিরা করে ৭৪ রান। খাজা টেস্টসুলভ ব্যাটিং করলেও ওয়ার্নার আক্রমণাত্মক ব্যাটিং করেন। ১৫ তম ওভার বোলিংয়ে আসা ফাহিম আশরাফকে তিনটি চার মারেন ওয়ার্নার। যেখানে ওভারের পঞ্চম বলে ফাহিমকে চার মেরে ওয়ার্নার তুলে নেন টেস্টের ৩৭ তম ফিফটি। ফিফটি করতে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের লেগেছে ৪১ বল।
ছন্দে থাকা ওয়ার্নারের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিল পাকিস্তান। তবে পাকিস্তান তাঁর উইকেট নিতে পারেনি। ২০ তম ওভারের প্রথম বলে শাহিন যখন ওয়ার্নারের বিপক্ষে আপিল করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিলে তা নষ্ট হয় পাকিস্তানের। এরপর ২২ তম ওভারের দ্বিতীয় বলে শাহিনকে লং লেগের ওপর দিয়ে দুর্দান্ত ছক্কা মারেন ওয়ার্নার। ওয়ার্নার-খাজা উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৮১ বলে ১২৬ রান। ৩০ তম ওভারের চতুর্থ বলে খাজাকে পাকিস্তান উইকেটরক্ষক সরফরাজ আহমেদের তালুবন্দী করেন শাহিন। ৯৮ বলে ৬ চারে ৪১ রান করেন খাজা।
উদ্বোধনী জুটি ভাঙার পর যে-ই এসেছেন, ওয়ার্নার তাঁর সঙ্গেই জুটি বেঁধেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে মারনাস লাবুশেনের সঙ্গে ৪৮ বলে ৩৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ওয়ার্নার। ৩৮ তম ওভারের প্রথম বলে লাবুশেনকে এলবিডব্লু করে জুটি ভাঙেন ফাহিম আশরাফ। এই জুটি ভাঙার পর ওয়ার্নার তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৪৩ তম ওভারের পঞ্চম বলে আমির জামালকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ২৬ তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের এটা তাঁর ৬ষ্ঠ সেঞ্চুরি। ৬ সেঞ্চুরি করে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেলের পাশে বসলেন ওয়ার্নার।
সেঞ্চুরির পর দ্রুতই আউট হতে পারতেন ওয়ার্নার। ৪৮ তম ওভারের তৃতীয় বলে আগা সালমানকে মিড অন দিয়ে উড়িয়ে মারতে চান ওয়ার্নার। খুররম শেহজাদ সহজ ক্যাচ তো ছেড়েছেন, সেটাকে চার বানিয়ে দিয়েছেন। তৃতীয় উইকেটে স্মিথের সঙ্গে ১১৬ বলে ৭৯ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ওয়ার্নার। ৩১ রান করা স্মিথকে ফিরিয়ে জুটি ভেঙেছেন শেহজাদ। জীবন পাওয়া ওয়ার্নার এরপর ট্রাভিস হেডের সঙ্গে চতুর্থ উইকেটে ৯৪ বলে ৬৬ রানের জুটি গড়তে অবদান রাখেন। ৫৩ বলে ৬ চারে ৪০ রান করা হেডকে ফিরিয়েছেন জামাল। ওয়ার্নার শেষ পর্যন্ত ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কায় খেলেছেন ১৬৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েছেন জামাল। প্রথম দিনে ৮৪ ওভার খেলা হলে অস্ট্রেলিয়া করেছে ৫ উইকেটে ৩৪৬ রান। মিচেল মার্শ ১৫ রানে ব্যাটিং করছেন ও উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি অপরাজিত আছেন ১৪ রানে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫